এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা কানাডার

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রকাশ: ৩১ জুলাই ২০২৫, ০৯: ২৫
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার মধ্যে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিল কানাডা। এ নিয়ে বিগত কয়েক দিনে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলো।

অতি সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডার কাছ থেকে ফিলিস্তিনের এই স্বীকৃতির ঘোষণা এলো। এ ছাড়া ফ্রান্সের নেতৃত্বেই কানাডাসহ মোট ১৫টি দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার (৩০ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

কার্নি বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি আর টেকসই নয়। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’

তিনি আরও বলেন, স্বীকৃতির ক্ষেত্রে কানাডার কিছু শর্ত রয়েছে। সেগুলো হলো-ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস ভূমিকা পালন করতে পারবে না এবং নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।

বিশ্লেষকরা বলছেন, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। গত মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ১৫ দেশের যৌথ বিবৃতি

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সবার প্রতি আহবান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে ১৫টি দেশ। তারা হামাসের হাতে থাকা সব জিম্মির মুক্তি ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছে।

১৯ ঘণ্টা আগে

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

তিনি লেখেন, ভারত আমাদের বন্ধু হলেও, বছরের পর বছর ধরে তারা আমাদের সঙ্গে তুলনামূলকভাবে অনেক কম বাণিজ্য করেছে। কারণ, তাদের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম সর্বোচ্চ। শুধু তাই নয়, ভারতে রয়েছে বিশ্বের সবচেয়ে বেশি অ-শুল্ক বাণিজ্য প্রতিবন্ধকতা।

১ দিন আগে

হিউয়েন সাংয়ের ভারত ভ্রমণ

৬০২ খ্রিষ্টাব্দে চীনের হেনান প্রদেশে জন্ম নেওয়া হিউয়েন সাং ছোটবেলা থেকেই বৌদ্ধধর্মের প্রতি গভীর আগ্রহী ছিলেন। বড় হয়ে তিনি 'তাং' (Tang) সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ সন্ন্যাসী হয়ে ওঠেন। সে সময় চীনে পালি ও সংস্কৃত ভাষার বহু বৌদ্ধ গ্রন্থ অনুবাদিত হলেও, তাঁদের অনেকগুলোতেই অস্পষ্টতা ও ভুল ছিল। সেই সমস্যাগুলো

১ দিন আগে

৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কাঁপল রাশিয়া, সুনামি সতর্কতা জারি

বুধবার (৩০ জুলাই) ভোরে এ ভূমিকম্প আঘাত করে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কির পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে।

২ দিন আগে