এবার ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা কানাডার

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯: ৪৭
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

গাজায় চলমান ইসরাইলি নৃশংসতার মধ্যে এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার ঘোষণা দিল কানাডা। এ নিয়ে বিগত কয়েক দিনে উন্নত সাত দেশের জোট জি-৭-এর তিন সদস্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করলো।

অতি সম্প্রতি ফ্রান্স ও যুক্তরাজ্যের পর কানাডার কাছ থেকে ফিলিস্তিনের এই স্বীকৃতির ঘোষণা এলো। এ ছাড়া ফ্রান্সের নেতৃত্বেই কানাডাসহ মোট ১৫টি দেশ এক যৌথ বিবৃতি দিয়েছে, যেখানে গাজায় যুদ্ধবিরতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতির আহ্বান জানানো হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল বুধবার (৩০ জুলাই) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

কার্নি বলেন, ‘অটোয়া আশা করেছিল, শান্তি আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান অর্জন করা যাবে, কিন্তু সেই পদ্ধতি আর টেকসই নয়। কানাডা ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়।’

তিনি আরও বলেন, স্বীকৃতির ক্ষেত্রে কানাডার কিছু শর্ত রয়েছে। সেগুলো হলো-ফিলিস্তিনের ভবিষ্যতে হামাস ভূমিকা পালন করতে পারবে না এবং নির্বাচনেও অংশ নিতে পারবে না। এছাড়া ফিলিস্তিন রাষ্ট্রে কোনো সেনাবাহিনী থাকতে পারবে না।

বিশ্লেষকরা বলছেন, এই শর্তগুলো ফিলিস্তিনের গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করতে পারে। তবে কার্নি বলছেন, ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের অর্থ হলো সেই সব মানুষের পাশে দাঁড়ানো যারা সহিংসতা বা সন্ত্রাসবাদের পরিবর্তে শান্তিকে অগ্রাধিকার দেয়।’

ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য সদস্য নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেন গত মে মাসে জানায়, তারা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এর ধারাবাহিকতায় সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানান, আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে তার দেশ।

একই ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যও। গত মঙ্গলবার (২৯ জুলাই) ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, সেপ্টেম্বরের মধ্যে ইসরাইল গাজায় যুদ্ধবিরতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিলে, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

রাশিয়া থেকে ভারতকে দূরে সরাতে নতুন কৌশল ইইউয়ের

ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন বলেছেন, "সমমনোভাবাপন্ন এবং একই মূল্যবোধের সহযোগীদের সঙ্গে সম্পর্ক দৃঢ় করাই এই মুহূর্তে লক্ষ্য হওয়া উচিত।" তিনি আরো জানান, নতুন কৌশল এবং নীতির মাধ্যমে ইইউ-এর সঙ্গে ভারতের সম্পর্ক নতুন মাত্রা পাবে।

১ দিন আগে

দুই দিক থেকে গাজা শহরে ইসরায়েলি হামলা

ইসরায়েলি সেনারা শহরের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে অগ্রসর হচ্ছেন। এর ফলে সাধারণ মানুষ মধ্যবর্তী এলাকায় আটকা পড়ে পশ্চিম দিকে সরে যাচ্ছেন, যেখানে আল-রশিদ উপকূলীয় সড়ক অবস্থিত, যা দক্ষিণের দিকে চলে গেছে।

১ দিন আগে

গাজা ইস্যুতে জাতিসংঘে ভোট আজ, চাপের মুখে যুক্তরাষ্ট্র

ভোটের জন্য প্রস্তুত খসড়াটি পর্যালোচনা করেছে বার্তা সংস্থা- এএফপি। এতে সাহায্যের প্রবেশাধিকার উন্মুক্ত করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সব পক্ষ ‘গাজায় অবিলম্বে, নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতি ও জিম্মিদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়েছে। এ নিয়ে নিউইয়র্কে নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়ে এই ভ

২ দিন আগে

গাজার প্রধান আবাসিক এলাকায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক

যুদ্ধের আগে এই শেখ রাদওয়ান জেলায় কয়েক হাজার মানুষের বসবাস ছিলো। এটি সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত।

২ দিন আগে