গাজাকে মালিকানায় নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকাকে ‘ক্রয় ও মালিকানায় নেওয়ার’ পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। গাজাকে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত করতে চাওয়ায় ট্রাম্পের পরিকল্পনার নিন্দা জানাচ্ছেন বিশ্বনেতারা। রোববার (৯ ফেব্রুয়ারি) এমন বিস্ফোরক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, অবরুদ্ধ এই ভূখণ্ডকে ‘বড় রিয়েল এস্টেট প্রকল্প’ হিসেবে দেখার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দেওয়া যেতে পারে।

রোববার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ওখানে এখন আর কিছুই নেই, পুরো জায়গাটিই ধ্বংসস্তুপ। এখন আমরা এটির মালিকানা নেবো ও নিশ্চিত করবো যে হামাস যেন আর ফিরে আসতে না পারে।

ট্রাম্প আরও দাবি করেন, গাজা থেকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আর সেখানে ফিরে যেতে চান না। বরং তারা অন্য কোথাও নিরাপদ আশ্রয় পেলে সেখানেই থাকতে পছন্দ করবেন। তিনি বলেন, ফিলিস্তিনিরা কেবল গাজায় ফিরে যেতে চাচ্ছেন, কারণ এই মুহূর্তে তাদের আর কোনো বিকল্প নেই। কিন্তু যদি তাদের অন্য কোনো নিরাপদ জায়গা দেওয়া হয়, তাহলে তারা গাজায় ফিরে যেতে চাইবেন না।

এর আগে গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র গাজাকে পুনর্গঠনের দায়িত্ব নিলে এটি ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হয়ে উঠতে পারে। কিন্তু এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে বিশ্লেষকরা সন্দেহ প্রকাশ করেছেন। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন যে, এটি কার্যকর করতে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

এদিকে, ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হামাস। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রিশেক বলেছেন, গাজা কোনো ক্রয়যোগ্য সম্পত্তি নয়। এটি ‘আমাদের দখলকৃত’ ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।

তিনি আরও বলেন, ফিলিস্তিন সংকটকে রিয়েল এস্টেট ব্যবসার চোখে দেখলে, তা চরম ব্যর্থতার দিকেই ধাবিত হবে। আমাদের জনগণ সব ধরনের বাস্তুচ্যুতি ও উচ্ছেদের পরিকল্পনা ব্যর্থ করবে।

অন্যদিকে, ট্রাম্পের এই প্রস্তাবকে বৈপ্লবিক ও সৃজনশীল বলে প্রশংসা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে, ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনা এরই মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক সৃষ্টি করেছে। ইসরায়েলি সরকার এই উদ্যোগকে স্বাগত জানালেও, ফিলিস্তিনি নেতারা ও বেশ কয়েকটি আরব দেশ এই পরিকল্পনাকে ফিলিস্তিনিদের অধিকার খর্ব করার অপচেষ্টা হিসেবে দেখছে। মিশর ও জর্ডান আগেই ফিলিস্তিনিদের পুনর্বাসন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

রোববার সৌদি আরব নেতানিয়াহুর এক মন্তব্যের কড়া সমালোচনা করেছে। সৌদি ভূমিতে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের তাদের নিজস্ব ভূমিতে থাকার অধিকার রয়েছে। তারা কোনো বহিরাগত নয়, যাদের ইচ্ছেমতো বিতাড়িত করা যাবে।

সূত্র: আল জাজিরা

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

এইচ-১বি ভিসা পুরোপুরি বন্ধের পথে ট্রাম্প প্রশাসন

ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য শিল্পখাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

১৭ ঘণ্টা আগে

বিহারে এনডিএ জোটের জয়

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। এর মধ্যে, গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার এই নির্বাচনে ৬৫ শতাংশেরও বেশি ভোট পড়েছিল।

১৮ ঘণ্টা আগে

কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

১৯ ঘণ্টা আগে