ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১০ জনের মৃত্যু, নিখোঁজ ৮০

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এক ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত ১০ জনের প্রাণহানি ঘটেছে।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরের দিকে পাসিরলাঙ্গু গ্রামে এই প্রাকৃতিক বিপর্যয়টি ঘটে, যেখানে মাটিচাপা পড়ে নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন।

রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত এই পাহাড়ি গ্রামটিতে এর আগে কখনো এমন ভয়াবহ ভূমিধস না ঘটলেও, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অস্বাভাবিক বৃষ্টিপাতকে এই দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পাসির লাঙ্গু গ্রামটি ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ১০০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে পাহাড়ি এলাকায় অবস্থিত। আগের দিন শুক্রবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণই এ ভূমিধসের কারণ।

গ্রামের বাসিন্দা দেদি কুরনিওয়ান (৩৬) এএফপিকে জানান, তারা এই প্রথম ভূমিধসের মতো দুর্যোগ প্রত্যক্ষ করেন। মাঝে মাঝে বৃষ্টি বেশি হলে নিকটস্থ নদী থেকে গ্রামে পানি ঢুকে পড়ে এবং তা অল্প সময় স্থায়ী হয়, কিন্তু শনিবারের আগ পর্যন্ত এই গ্রামে কখনও ভূমিধস ঘটেনি। আমরা এই প্রথম এ গ্রামে এমন দুর্যোগ দেখলাম।

দক্ষিণপূর্ব এশিয়ার দেশ এবং বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত খুব কম ঘটে। কিন্তু জলবায়ু পরিবর্তনের জেরে এই চিত্র পাল্টে যাচ্ছে। গত নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত রাজধানী জাকার্তা এবং পশ্চিম জাভা, সুমাত্রাসহ বিভিন্ন প্রদেশে ঘন ঘন ভারী বর্ষন ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সঙ্গে চুক্তি করলে কানাডার পণ্যে ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

গত বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ট্রাম্প। এর আগে থেকেই কানাডিয়ান পণ্যে শুল্ক আরোপের হুমকি দিচ্ছিলেন তিনি। এছাড়া কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার আহ্বানও জানিয়েছিলেন তিনি।

১ দিন আগে

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, আহত ১৩

শান্তি আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই চালানো এই হামলাগুলো সংঘাত নিরসনের প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২ দিন আগে

বিয়ে ও দোয়ার অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, প্রাণ গেল ২৭ জনের

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী-পুরুষের লাশ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।

২ দিন আগে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি সংস্কার ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা।

৩ দিন আগে