গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেই রোববার থেকে ভোটে যাচ্ছে মিয়ানমার

ডেস্ক, রাজনীতি ডটকম
জান্তা প্রধান মিন অং হ্লাইং। ছবি: সংগৃহীত

গৃহযুদ্ধ ও ভয়াবহ মানবিক সংকটের মধ্যেই মিয়ানমারে আসন্ন সাধারণ নির্বাচনের ভোটগ্রহণের তারিখ ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন সামরিক জান্তা সরকার। তিন ধাপে নেওয়া হবে এই ভোট। দেশটির বিভিন্ন অঞ্চল দীর্ঘদিন ধরে সংঘাতে বিপর্যস্ত হওয়ায় ভোট আয়োজন নিয়ে উদ্বেগ বাড়ছে।

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।

মিয়ানমারের রাষ্ট্রয়াত্ত পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তৃতীয় ধাপে ৬৩টি টাউনশিপে ভোট অনুষ্ঠিত হবে। তবে জান্তা প্রধান মিন অং হ্লাইং আগেই স্বীকার করেছেন, নিরাপত্তাজনিত কারণে সারা দেশে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না।

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম দরিদ্র দেশ মিয়ানমার ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই সহিংসতার মুখে। ওই অভ্যুত্থানে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। বর্তমান সেনাশাসনের বিরুদ্ধে দেশটির বিভিন্ন জাতিগোষ্ঠী ও প্রতিরোধ গোষ্ঠীর সশস্ত্র লড়াই চলমান। তবে জান্তা সরকার বলছে, এই নির্বাচন বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের পথ সুগম করবে।

তবে কিছু রাজনৈতিক দল ও সশস্ত্র গোষ্ঠীগুলো এটিকে ‘সাজানো নির্বাচন’ আখ্যা দিয়ে বয়কটের ঘোষণা দিয়েছে। জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও স্বাধীন পর্যবেক্ষকরাও নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে একটি গ্রহণযোগ্য ও স্থিতিশীল প্রশাসন গঠনে এই উদ্যোগ সফল হওয়ার সম্ভাবনা কম। তবে এই নির্বাচন জনগণের সমর্থন পাচ্ছে বলে দাবি করেছে জান্তা সরকার।

এবারের নির্বাচনে অংশ নিতে মোট চার হাজার ৯৬৩ জন প্রার্থী নিবন্ধন করেছেন। এর মধ্যে ছয়টি রাজনৈতিক দল দেশব্যাপী প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ৫১টি দল একটি করে অঞ্চল বা রাজ্যে অংশ নেবে।

২০২৩ সালে নিবন্ধন ব্যর্থ হওয়ায় ৪০টি রাজনৈতিক দল ভেঙে দেওয়া হয়, যার মধ্যে ক্ষমতাচ্যুত সাবেক শাসক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসিও (এনএলডি) রয়েছে। মোট প্রার্থীর প্রায় এক-পঞ্চমাংশ, অর্থাৎ এক হাজার ১৮ জন প্রার্থী সামরিক-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) থেকে মনোনীত।

এদিকে নির্বাচন ঘোষণার সময় দেশটি ভয়াবহ মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, মিয়ানমারের প্রায় পাঁচ কোটি ১০ লাখ মানুষের মধ্যে দুই কোটি মানুষ মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। চলমান সংঘাতে এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ছয় হাজার ৮০০-এর বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

জাতিসংঘ জানায়, চলমান গৃহযুদ্ধের পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ— বিশেষ করে চলতি বছরের মার্চে সংঘটিত বড় ভূমিকম্প দেশটির মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। এ ছাড়া বিশ্ব খাদ্য কর্মসূচির তথ্য অনুযায়ী, আগামী বছর এক কোটি ২০ লাখ মানুষ তীব্র খাদ্য সংকটে পড়তে পারেন, যাদের মধ্যে অন্তত ১০ লাখ মানুষের জীবনরক্ষাকারী সহায়তা প্রয়োজন হবে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্য সংকটসংক্রান্ত তথ্য গোপন রাখতে জান্তা সরকার গবেষক ও ত্রাণকর্মীদের ওপর চাপ তৈরি করছে এবং অভ্যুত্থানের পর থেকে সাংবাদিকদের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। জাতিসংঘের মতে, মিয়ানমার বর্তমানে বিশ্বের সবচেয়ে কম অর্থায়ন পাওয়া ত্রাণ কার্যক্রমগুলোর একটি; প্রয়োজনীয় সহায়তার মাত্র ১২ শতাংশ তহবিল এখন পর্যন্ত নিশ্চিত হয়েছে।

তবে দেশটির এমন অর্থনৈতিক সংকটের মধ্যেও বিশ্বব্যাংক জানিয়েছে, ভূমিকম্প-পরবর্তী পুনর্গঠন কার্যক্রমের ফলে আগামী অর্থবছরে মিয়ানমারের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশে পৌঁছাতে পারে। তবে মূল্যস্ফীতি ২০ শতাংশের বেশি থাকার আশঙ্কা রয়েছে।

অন্যদিকে সামরিক জান্তার ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার সঙ্গে সাম্প্রতিক একটি বিনিয়োগ চুক্তি মিয়ানমারের জ্বালানি খাতে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকদের মতে, যুদ্ধ ও রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে না উঠলে নির্বাচন ও অর্থনৈতিক উদ্যোগ— কোনোটিই টেকসই সমাধান দিতে পারবে না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রে এক লাখের বেশি ভিসা বাতিল করা হয়েছে। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

৫ ঘণ্টা আগে

মিয়ানমার রোহিঙ্গাদের জীবন ‘দুঃস্বপ্নে’ পরিণত করেছে

নেদারল্যান্ডসের হেগে অবস্থিত জাতিসংঘের এই শীর্ষ আদালতের (আইসিজে) বিচারকদের সামনে গাম্বিয়ার পক্ষে এ কথা বলেন দেশটির আইন ও বিচারমন্ত্রী দাউদা জ্যালো। তিনি বলেন, ‘রোহিঙ্গারা শান্তি ও মর্যাদার সঙ্গে বাঁচার স্বপ্ন দেখা সাধারণ মানুষ। ধ্বংস করার জন্য তাদের নিশানা করা হয়েছে।’

৬ ঘণ্টা আগে

এক লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসন নীতিতে বড় ধরনের ধাক্কা খেলো বিদেশি নাগরিকরা। ক্ষমতা গ্রহণের মাত্র এক বছরের মাথায় এক লাখেরও বেশি ভিসা বাতিল করে নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা

৮ ঘণ্টা আগে

নিউইয়র্কে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ, মামদানির সংহতি

নার্সিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, কয়েক মাসের দরকষাকষি সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ নিরাপদ স্টাফিং বা পর্যাপ্ত নার্স নিয়োগের বিষয়ে কোনো অর্থবহ অগ্রগতি করতে পারেনি। উল্টো ধনকুবের হাসপাতালগুলো নার্সদের বর্তমান স্বাস্থ্য বিমা ও অন্যান্য সুযোগ-সুবিধা কমিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে।

৯ ঘণ্টা আগে