অন্ধ্রপ্রদেশে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার ভারতের অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাত মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ এক নেতাসহ সাত মাওবাদী নিহত হয়েছেন। তাদের মধ্যে চারজন পুরুষ, তিনজন নারী।

বিবিসির খবরে বলা হয়েছে, বুধবার (১৯ নভেম্বর) সকালে অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামারাজু জেলায় এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, ২৪ ঘণ্টার মধ্যে এটি দ্বিতীয় ‘এনকাউন্টার’।

অন্ধ্রপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ইন্টেলিজেন্স) মহেশ চন্দ্র লাড্ডা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, সংঘর্ষে সাতজন মাওবাদীর মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। নিহতদের মধ্যে একজন মেট্টুরি জোগা রাও। তিনি টেক শঙ্কর নামে পরিচিত।

পুলিশ জানাচ্ছে, মেট্টুরি জোগা রাও ওরফে টেক শঙ্কর সিপিআই (মাওবাদী) অন্ধ্র-ওড়িশা সীমান্ত অঞ্চলের দায়িত্বে ছিলেন। তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন এবং কারিগরি কার্যক্রম পরিচালনা করতেন।

পুলিশ জানিয়েছে, এর আগে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৭টার মধ্যে আল্লুরি সীতারামারাজু জেলার মারেদুমিলির কাছে নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই ঘটনায় শীর্ষ মাওবাদী নেতা মাদভি হিদমার মৃত্যুর খবর নিশ্চিত করেছিলেন মহেশচন্দ্র লাড্ডা।

এদিকে ছত্তিশগড়ের উপমুখ্যমন্ত্রী বিজয় শর্মা মাওবাদীদের অস্ত্র ছেড়ে পুনর্বাসনের রাস্তা বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে তল্লাশি অভিযান চলছে। ফলাফলও পাওয়া যাচ্ছে। যারা মূলস্রোতে ফিরে আসতে চান, তাদের কাছে আমরা আবেদন করেছি, তারা যেন পুনর্বাসনের রাস্তা বেছে নেন। মর্যাদাপূর্ণ পুনর্বাসনের জন্য সরকার প্রস্তুত।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

সৌদি আরবের কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মঙ্গলবারের বৈঠকে ট্রাম্প ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের জন্য তার আব্রাহাম অ্যাকর্ডে সইয়ের জন্য সৌদি আরবকে চাপ দিতে পারেন। সৌদি আরব এ চুক্তির জন্য ফিলিস্তিন রাষ্ট্রের পথ খুঁজে বের করাকে শর্ত হিসেবে উল্লেখ করে আসছে।

১ দিন আগে

ক্লাউডফ্লেয়ার ডাউন, বিশ্বের বিভিন্ন সাইটে বিপর্যয়

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, চলচ্চিত্র পর্যালোচনাবিষয়ক সাইট লেটারবক্সডসহ অসংখ্য ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে ব্যবহারকারীরা একটি ত্রুটি বার্তা দেখতে পান, যেখানে বলা হয়, ‘ক্লাউডফ্লেয়ারের সমস্যার কারণে পেজটি লোড করা সম্ভব হয়নি’।

১ দিন আগে

কঙ্গোতে রানওয়েতে বিমানে আগুন, বাঁচলেন মন্ত্রীসহ ১৯ যাত্রী

১ দিন আগে

জাতিসংঘের গাজা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনাকে অনুমোদন দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। কিন্তু এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের গোষ্ঠী হামাস। গাজায় একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আহ্বান জানানো হয়েছে ওই প্রস্তাবে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

২ দিন আগে