প্রধানমন্ত্রীত্ব হারিয়ে সংস্কৃতিমন্ত্রী হলেন থাইল্যান্ডের পেতংতার্ন

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ১২: ৫৬
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

প্রধানমন্ত্রীত্ব হারানোর মাত্র তিনদিনের মাথায় থাইল্যান্ডের নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন পেতংতার্ন সিনাওয়াত্রা। সাময়িক বরখাস্তের পর এবার তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, বৃহস্পতিবার (৩ জুলাই) ব্যাংককের গভর্নমেন্ট হাউসে শপথ গ্রহণ অনুষ্ঠানে পেতংতার্নসহ নতুন মন্ত্রিসভার ১৪ সদস্য অংশ নিয়ে নিজেদের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নেন।

এদিকে থাইল্যান্ডে নতুন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ফুমথাম ওয়েচাইয়াচাইকে। থাই রাজার কাছে শপথ নেওযার পর ফুমথাম একই দিনে ব্যাংককে গভর্নমেন্ট হাউসে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। পরে তিনি সংবাদ সম্মেলন করেন।

ফুমথাম এমন এক সময় দায়িত্ব নিলেন, যখন দেশটির রাজনৈতিক অঙ্গনে চরম অস্থিরতা বিরাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী পেতংতার্ন সীমান্ত বিরোধকে ঘিরে উত্তেজনার মধ্যেই প্রতিবেশী দেশ কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে ফোন করেন। পরে তাদের সেই ফোনালাপ ফাঁস হলে প্রধানমন্ত্রীর পদ থেকে পেতংতার্নের পদত্যাগের জোর দাবি ওঠে। তার পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় ব্যাংককে।

১ জুলাই থেকে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিতে তাকে ১৫ দিনের সময় দেন সাংবিধানিক আদালত। পরে গত মঙ্গলবার পেতংতার্নকে সাময়িক বরখাস্ত করেন আদালত। নৈতিকতা লঙ্ঘনের তদন্ত চলমান থাকায় তাঁকে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়।

গত বুধবার, পরিবহনমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুংরুয়াংকিত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এরপর বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফুমথামকে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জয়সওয়াল

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবচ্ছিন্ন বিদ্বেষ চলছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি।’

২ দিন আগে

আর্থিক কেলেঙ্কারির মামলায় দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

বহুল আলোচিত রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি কেলেঙ্কারি–সংক্রান্ত আরও একটি দুর্নীতির মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ৭২ বছর বয়সী নাজিব রাজাককে দোষী সাব্যস্ত করেছেন আদালত। শুক্রবার (২৬ ডিসেম্বর) কুয়ালালামপুর হাইকোর্ট এ রায় দেন।

২ দিন আগে

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং কৌশলগত বলে বিবেচিত পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে।

২ দিন আগে

‘টাকার অভাবে নির্বাচন করতে পারছে না ইউক্রেন’

দীর্ঘ দিন ধরেই জেলেনস্কিকে ‘অবৈধ’ দাবি করে আসছে রাশিয়া। দেশটি বলছে, বর্তমানে ইউক্রেনের আইনি ক্ষমতা দেশটির পার্লামেন্টের হাতে রয়েছে। ফলে ‘অবৈধভাবে’ ক্ষমতায় থাকা জেলেনস্কিই শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে ‘বড় বাধা’ বলে মনে করছে মস্কো।

২ দিন আগে