আফগান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, নিহত ৪

ডেস্ক, রাজনীতি ডটকম

সীমান্তে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষের ঘটনায় চার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগান কর্মকর্তারা। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে।

আফগানিস্তানের স্পিন বোলদাক জেলার গভর্নর আব্দুল করিম জাহাদ বলেন, চার জন নিহতের পাশাপাশি এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

অন্যদিকে পাকিস্তানের সীমান্ত শহর চামানের একটি হাসপাতাল জানায়, সামান্য আঘাত পাওয়া তিনজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে। যদিও অক্টোবরের সংঘর্ষের পর উভয় পক্ষই একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।

শুক্রবার রাতের গোলাগুলির পর তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, দুঃখজনকভাবে আজ রাতে পাকিস্তান স্পিন বোলদাক সীমান্তে হামলা শুরু করেছে, ফলে ইসলামিক আমিরাতের বাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

অন্যদিকে পাকিস্তানের দাবি, আফগানিস্তানই প্রথম গুলি চালায়। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশাররফ জায়েদি এক্স-এ লিখেছেন, কিছুক্ষণ আগে আফগান তালেবান বাহিনী কোনো উসকানি ছাড়া গুলি চালায়। আমাদের সেনারা দ্রুত ও জোরালো জবাব দিয়েছে।

সীমান্ত এলাকার বাসিন্দারা জানান, রাত প্রায় ১০টা ৩০ মিনিটের দিকে গোলাগুলি শুরু হয় এবং দুই ঘণ্টা ধরে চলে।

কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হাকমাল বলেন, পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করেছে এবং মর্টার হামলায় কয়েকটি বেসামরিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে রুশ হামলা, আহত ১৩

শান্তি আলোচনার প্রথম দিন শেষ হওয়ার পরপরই চালানো এই হামলাগুলো সংঘাত নিরসনের প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

২ দিন আগে

বিয়ে ও দোয়ার অনুষ্ঠানে জান্তার বিমান হামলা, প্রাণ গেল ২৭ জনের

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে বাড়ির ভেতর ও আঙিনায় নারী-পুরুষের লাশ ছড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, যাদের কয়েকজনের শরীর মারাত্মকভাবে ক্ষতবিক্ষত।

২ দিন আগে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে গেল যুক্তরাষ্ট্র

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে। সংস্থাটি সংস্কার ও জবাবদিহিতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে বলে মনে করে তারা।

২ দিন আগে

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ১০ প্রাণহানি

দুর্ঘটনার কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

২ দিন আগে