ডেস্ক, রাজনীতি ডটকম
যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করেছে। তবে আইডিএফের দাবির উল্টোটা বললেন এই জেনারেল।
রোববার (৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে। যে সংখ্যাটি যুদ্ধের আগে প্রায় একই ছিল। তিনি বলেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।
“হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল।”
তিনি আরও লিখেছেন, “হামাস কখনো সেনাবাহিনী ছিল না। যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন।”
সূত্র: আলজাজিরা
যুদ্ধের আগে হামাসের যে শক্তি ছিল তারা ফের সেই জায়গায় ফিরে গেছে বলে জানিয়েছেন অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করছে, হামাসকে তারা প্রায় নির্মূল করেছে। তবে আইডিএফের দাবির উল্টোটা বললেন এই জেনারেল।
রোববার (৬ জুলাই) ইসরায়েলি সংবাদমাধ্যম মারিভে এক মতামত নিবন্ধে ব্লিক জানিয়েছেন, বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা ৪০ হাজারে পৌঁছেছে। যে সংখ্যাটি যুদ্ধের আগে প্রায় একই ছিল। তিনি বলেছেন, হামাসের অনেক যোদ্ধা এখনো সুড়ঙ্গে থেকে অভিযান পরিচালনা করছে।
“হামাস এখনো গেরিলা যোদ্ধা হিসেবে লড়াই করছে। যেমনটা তারা যুদ্ধের শুরুতে করেছিল।”
তিনি আরও লিখেছেন, “হামাস কখনো সেনাবাহিনী ছিল না। যার মানে তারা তাদের সামরিক সক্ষমতাও হারায়নি, যেমনটা ইসরায়েল সেনাপ্রধান দাবি করেন।”
সূত্র: আলজাজিরা
গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব নিয়ে হামাসের সঙ্গে আলোচনা করতে কাতারে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
১২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধের কয়েক সপ্তাহ পরই দল গঠনের ঘোষণা দিলেন মাস্ক। তবে মাস্কের এই ঘোষণার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউজের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।
১৩ ঘণ্টা আগেরনির পিতা মাহমুদ সরদার জানান, আড়াই বছর আগে পরিবারে স্বচ্ছলতা ফেরাতে প্রবাস জীবন শুরু করেন রনি। শুরু থেকে সে কনস্ট্রাশনের কাজ করতো। ঘটনার দিন সকালে নির্ধারিত ভবনে কাজের সময় একটি ক্রেনের চেইন ছিড়ে রনি চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। তার এক সহযোগী শ্রমিক মোবাইল ফোনে মৃত্যুর সংবাদটি আমাদের জানায়।
১ দিন আগেপ্রাইভেট গাড়িটিতে ১০ জন যাত্রী ছিলেন। তারা সবাই একই পরিবারের সদস্য। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে কনের বাড়িতে যাচ্ছিল। গাড়িটির বেপরোয়া গতিতে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলেই বর সুরজ নিহত হন।
১ দিন আগে