আয়াতুল্লাহর ‘ঘনিষ্ঠজনকে’ হত্যার দাবি ইসরায়েলের

ডেস্ক, রাজনীতি ডটকম

তেহরানে চালানো এক হামলায় ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান আলি শাদমানিকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

সোমবার (১৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, আলি শাদমানি ছিলেন ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সবচেয়ে ঘনিষ্ঠ ব্যক্তি।

এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের হামলায় সাবেক কমান্ডার গোলাম আলি রশিদ নিহত হওয়ার পর শাদমানিকে ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান পদে নিয়োগ দেওয়া হয়।

এদিকে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় চারজন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। এ ছাড়া বেশকিছু ঘরবাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান।

দ্য গার্ডিয়ান জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তেল আবিব ও হাইফা শহরে আঘাত হেনেছে। এতে চলতি সপ্তাহের জি-৭ সম্মেলনে বিশ্বনেতাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে যে, এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আরও বড় যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, মধ্য ইসরায়েলের চারটি স্থানে ইরানি হামলায় চারজন নিহত এবং ৮৭ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ রয়েছেন, যাদের সবার বয়স আনুমানিক ৭০ বছর।

পেতাহ টিকভা শহরের কর্তৃপক্ষ জানিয়েছে, একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানলে কংক্রিটের দেয়াল পুড়ে যায়, জানালাগুলো উড়ে যায় এবং বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

উত্তরাঞ্চলীয় বন্দরনগরী হাইফায় হামলার পর সেখানে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন জ্বলতে দেখা গেছে এবং সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর দেশের উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। জনগণকে বোমা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করেছে, তারা ইসরায়েলের উদ্দেশে অন্তত ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তারা বলছে, ইসরায়েলের শুক্রবারের আকস্মিক হামলার প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে এবং আন্তর্জাতিক আহ্বানে তারা কর্ণপাত করছে না।

এর আগে, ইসরায়েল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে সরাসরি হামলা চালায়। সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়, ‘রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বর্তমানে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু।’

এই হামলার ফলে কিছু সময়ের জন্য টেলিভিশনের সম্প্রচার বন্ধ হয়ে যায়। পরে সম্প্রচার পুনরায় চালু করা হয়। ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ক (আইআরআইএনএন) জানায়, হামলার সময় ভবনে সরাসরি সম্প্রচার চলছিল।

একটি ভিডিওতে দেখা যায়, আগুনে পুড়তে থাকা ভবনটির সামনে এক সাংবাদিক বলছেন, ‘আমরা নিশ্চিত নই—এই হামলায় কতজন সহকর্মী নিহত হয়েছেন।’

টেলিভিশনের সম্প্রচার বিভাগের প্রধান পেমান জেবেলি রক্তাক্ত একটি কাগজ দেখিয়ে বলেন, ‘আমরা শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্ব পালন করব।’

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় কয়েকজন কর্মী নিহত হয়েছেন। তবে নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় জানানো হয়নি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার দায় স্বীকার করেছেন এবং জানান, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল। হামলার আগেই তেহরানের বাসিন্দাদের ভবনটি থেকে সরে যেতে বলা হয়েছিল।

তিনি আরও বলেন, ‘ইরানের স্বৈরশাসক যেখানেই থাকুক না কেন, তাকে আঘাত করা হবে।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

গৃহযুদ্ধের মধ্যেই মিয়ানমারে ভোট শুরু

মিয়ানমারের নির্বাচন কমিশনের এক প্রতিবেদনে এএফপি জানিয়েছে, রাজধানী নেইপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ জান্তানিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে আজ রোববার স্থানীয় সময় সকাল ৬ টা (বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০মিনিট) থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। জাতীয় পার্লামেন্ট ও প্র

২ দিন আগে

গৃহযুদ্ধ ও মানবিক সংকটের মধ্যেই রোববার থেকে ভোটে যাচ্ছে মিয়ানমার

আগামীকাল রোববার (২৮ ডিসেম্বর) প্রথম ধাপের ভোট শুরু হবে মিয়ানমারে, দ্বিতীয় ধাপের ভোট শুরু হবে ১১ জানুয়ারি। এই দুই ধাপে দেশের ৩৩০টি প্রশাসনিক এলাকার মধ্যে ২০২টিতে ভোট নেওয়া হবে। আগামী বছর ২৫ জানুয়ারি তৃতীয় ও শেষ ধাপের ভোটগ্রহণ শেষে ফল ঘোষণা করা হবে।

৩ দিন আগে

ফ্লোরিডায় ট্রাম্প-জেলেনস্কি বৈঠক, চূড়ান্ত হতে পারে শান্তি প্রস্তাব

মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানান, এই সংলাপে ‘নতুন কিছু ধারণা’ উঠে এসেছে যা সত্যিকারের শান্তির কাছাকাছি যেতে সহায়ক হতে পারে।

৩ দিন আগে

বাংলাদেশে হিন্দু যুবকের হত্যাকাণ্ড নিয়ে যা বললেন জয়সওয়াল

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধসহ সংখ্যালঘুদের বিরুদ্ধে যে নিরবচ্ছিন্ন বিদ্বেষ চলছে, তা গভীর উদ্বেগের বিষয়। আমরা ময়মনসিংহে এক হিন্দু যুবকের সাম্প্রতিক নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রত্যাশা করি।’

৪ দিন আগে