ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ১৫ সিদ্ধান্ত

ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর একের পর এক গুরুত্বপূর্ণ ও বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করছে। বৈশ্বিক কূটনীতি থেকে শুরু করে অভ্যন্তরীণ নীতি, ট্রাম্পের নতুন পদক্ষেপগুলো বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে।

নতুন ঘোষিত নীতির মধ্যে রয়েছে গাজা নিয়ে চাঞ্চল্যকর পরিকল্পনা, ইউএসএআইডির ব্যাপক ছাঁটাই, চীনের ওপর নতুন শুল্ক আরোপ, ট্রান্সজেন্ডার নারীদের ক্রীড়ায় নিষেধাজ্ঞা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য সরকারি ওয়েবসাইট থেকে অপসারণের মতো সিদ্ধান্ত। এখানে গত সপ্তাহে নেওয়া ১৫টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সংক্ষিপ্ত বিশ্লেষণ তুলে ধরা হলো:

১. গাজা ‘দখল’ পরিকল্পনা:

হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করে সেটি পুনর্গঠনের দায়িত্ব নেবে। তিনি বলেন, যুদ্ধ শেষ হলে ইসরায়েল গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করা হবে। যদিও আন্তর্জাতিক আইনে জোরপূর্বক জনগোষ্ঠী স্থানান্তর অবৈধ, তবু ট্রাম্প এই সিদ্ধান্তকে সাময়িক ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন।

২. ইউএসএআইডির বিশাল ছাঁটাই:

গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মধ্যরাতে ট্রাম্প প্রশাসন বৈদেশিক সহায়তা সংস্থা ইউএসএআইডির প্রায় ১০ হাজার কর্মীর মধ্যে হাজারো কর্মীকে ছুটিতে পাঠানোর ঘোষণা দেয়। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, সংস্থাটি এখন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে একীভূত হওয়ার পথে রয়েছে, যার ফলে বিশ্বব্যাপী অনেক মানবিক সহায়তা প্রকল্প বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

৩. চীনের ওপর নতুন শুল্ক, কানাডা ও মেক্সিকোকে ছাড়:

চীনের আমদানিকৃত পণ্যের ওপর ১০ শতাংশ নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে কানাডা ও মেক্সিকোর ক্ষেত্রে শুল্ক আরোপের সিদ্ধান্ত ৩০ দিনের জন্য স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।

৪. সরকারি কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগে উৎসাহ:

ট্রাম্প প্রশাসন সরকারি কর্মীদের জন্য স্বেচ্ছায় পদত্যাগের বিনিময়ে আর্থিক প্রণোদনা ঘোষণা করে। যদিও এই পদক্ষেপ একটি মার্কিন আদালত সাময়িকভাবে স্থগিত করেছে, তারপরও প্রশাসন কর্মীদের এই সুযোগ নেওয়ার জন্য উৎসাহিত করছে।

৫. আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর নিষেধাজ্ঞা:

ট্রাম্প আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন। বিশেষত যারা মার্কিন সেনা বা মিত্রদের বিরুদ্ধে তদন্ত চালাবে, তাদের ওপর অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে।

৬. সোমালিয়ায় আইএস-এর ওপর মার্কিন হামলা:

সোমালিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) এক শীর্ষ নেতার ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছে বলে ঘোষণা দেন ট্রাম্প। এই হামলায় বেশ কিছু সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করা হলেও নিরপেক্ষ উৎস থেকে এটি যাচাই করা সম্ভব হয়নি।

৭. জাতিসংঘের কিছু সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার:

ট্রাম্প ঘোষণা করেন যে, যুক্তরাষ্ট্র জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) থেকে নিজেদের প্রত্যাহার করছে এবং জাতিসংঘ মানবাধিকার পরিষদেও আর অংশগ্রহণ করবে না।

৮. গুয়ানতানামো বে-তে অভিবাসী আটক কেন্দ্র সম্প্রসারণ:

ট্রাম্প প্রশাসন গুয়ানতানামো বে-তে অবৈধ অভিবাসীদের পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে। এর অংশ হিসেবে প্রথম দফায় ১০ জন অভিবাসীকে সেখানে পাঠানো হয়েছে এবং কেন্দ্রটি সম্প্রসারণের ফলে ভবিষ্যতে প্রায় ৩০ হাজার অভিবাসী সেখানে রাখা যাবে।

৯. ইউক্রেনকে দুর্লভ খনিজ সরবরাহে বাধ্য করার উদ্যোগ:

ট্রাম্প ইউক্রেনকে দেওয়া ৩০০ বিলিয়ন ডলারের সামরিক সহায়তার বিনিময়ে দেশটির দুর্লভ খনিজ সম্পদের একটি অংশ দাবি করেছেন। এই খনিজ সম্পদ প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পের জন্য গুরুত্বপূর্ণ।

১০. ট্রান্সজেন্ডার নারীদের ক্রীড়া থেকে নিষিদ্ধ করা:

ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে ট্রান্সজেন্ডার নারীদের নারী বিভাগে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। এই সিদ্ধান্ত ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও প্রযোজ্য হবে।

১১. ক্যালিফোর্নিয়ার জলাধার থেকে পানি ছেড়ে দেওয়া:

ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দুটি জলাধার থেকে বিলিয়ন গ্যালন পানি ছেড়ে দিতে নির্দেশ দেন। তিনি দাবি করেন, এই পানি দাবানল নেভাতে কাজে লাগানো হবে, যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি বাস্তবে কার্যকর হবে না।

১২. ‘অ্যান্টি-ক্রিশ্চিয়ান পক্ষপাত’ রোধে টাস্কফোর্স গঠন:

ট্রাম্প প্রশাসন সরকারি প্রতিষ্ঠানগুলোতে ‘অ্যান্টি-ক্রিশ্চিয়ান পক্ষপাত’ দূর করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে, যার নেতৃত্ব দেবেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।

১৩. গলফ বিশ্বের বিরোধে হস্তক্ষেপ:

ট্রাম্প গলফ প্রতিযোগিতার দুটি প্রধান সংগঠন পিজিএ ট্যুর ও এলআইভি গলফ-এর মধ্যে বিরোধ মেটানোর উদ্যোগ নিয়েছেন, যা পুরুষদের পেশাদার গলফ পুনর্গঠনে সাহায্য করবে।

১৪. সরকারি ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত তথ্য অপসারণ:

ট্রাম্প প্রশাসন সরকারি বিভিন্ন ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তন বিষয়ক তথ্য সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে, যা জলবায়ু নীতির ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে।

১৫. ইলন মাস্কের ‘ডিওজিই’ প্রকল্পের প্রবেশাধিকার বৃদ্ধি:

ট্রাম্প প্রশাসন ইলন মাস্কের ‘ডিওজিই’ প্রকল্পকে সরকারি ব্যয় সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনায় প্রবেশাধিকার দিয়েছে। যদিও এটি সরকারি সংস্থা নয়, তবু এটির মাধ্যমে লক্ষ লক্ষ মার্কিন নাগরিকের আর্থিক তথ্য ব্যবস্থাপিত হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও বৈশ্বিক রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আফ্রিকায় প্রাণঘাতী ভাইরাস মারবুর্গ, আক্রান্ত ইথিওপিয়া

আল জাজিরা জানিয়েছে, ইথিওপিয়া প্রথমবারের মতো মারবুর্গ ভাইরাস রোগের প্রাদুর্ভাব নিশ্চিত করেছে। দেশের দক্ষিণাঞ্চলে এই ভাইরাসের মোট ৯ জন রোগী শনাক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।

১৭ ঘণ্টা আগে

এইচ-১বি ভিসা পুরোপুরি বন্ধের পথে ট্রাম্প প্রশাসন

ভিসা ফি শতগুণ বাড়ানোর পর এবার কর্মসূচিটি বাতিলের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে জমা করা হয়েছে। এই প্রস্তাব কার্যকর হলে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও অন্যান্য শিল্পখাতে দক্ষ বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসবে।

১৭ ঘণ্টা আগে

বিহারে এনডিএ জোটের জয়

পশ্চিমবঙ্গের অন্যতম প্রতিবেশী রাজ্য বিহারের বিধানসভায় মোট আসন সংখ্যা ২৪৩টি। এর মধ্যে, গত ৬ নভেম্বর প্রথম দফায় ১২১টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দফার এই নির্বাচনে ৬৫ শতাংশেরও বেশি ভোট পড়েছিল।

১৮ ঘণ্টা আগে

কাশ্মিরে থানায় বিস্ফোরণ, নিহত ৭

নিহতদের বেশিরভাগ পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের সদস্য। তারা বিস্ফোরক পরীক্ষা-নিরীক্ষার সময় এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শ্রীনগর প্রশাসনের দুই কর্মকর্তা রয়েছেন।

১৯ ঘণ্টা আগে