ঈদে বিজিবি-বিএসএফ সদস্যদের মিষ্টিমুখ

আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০১: ৩৩

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের দর্শনা ও ভারতের পশ্চিমবঙ্গের গেদে সীমান্তের জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফ সদস্যরা মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার ঈদের দিন দুপুর ১২ টার দিকে সীমান্তের শুন্য রেখায় বিজিবির চুয়াডাঙ্গা ৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দেয়া হয়। একইভাবে বিএসএফ এর নদীয়া ৩২ নম্বর ব্যাটেলিয়নের পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। এ সময় বিএসএফ'র কর্মকর্তারা বলেন, মুসলিম সম্প্রদায়ের বিশেষ ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে নদীয়া জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ'র ৩২ নম্বর ব্যাটেলিয়ান এর পক্ষ থেকে বাংলাদেশ বর্ডার গার্ডকে মিষ্টি দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হলো I এ সময় সীমান্তের শুন্য রেখায় একে অপরের সঙ্গে হাত মেলান এবং আলিঙ্গন করেনI দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বিভিন্ন উৎসবে শুভেচ্ছা বিনিময়ের এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভিডিও স্টোরি: রেজাউল করিম লিটন, চুয়াডাঙ্গা

ad
ad

দৃশ্যমান থেকে আরও পড়ুন