প্রাণ পেয়েছে প্যারিস খাল

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০: ১৯

একসময় মিরপুরের প্যারিস খাল দিয়ে লঞ্চ চলত। ময়লা ফেলে, দখল করে এটিকে গলাটিপে হত্যা করা হয়।সেখানে লঞ্চ হয়তো আর চলবে না, তবে পানির প্রবাহ নিশ্চিত করেছে ডিএনসিসি। গত ২ ফেব্রুয়ারি খালটি উদ্ধারে মেয়র আতিকুল ইসলামের সঙ্গে যোগ দেন বিডি ক্লিনের ১২০০ স্বেচ্ছাসেবী।

ad
ad

দৃশ্যমান থেকে আরও পড়ুন