সাম্যের খুনিদের দ্রুত গ্রেপ্তার না করলে যমুনা ঘেরাও: ছাত্রদল

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৯: ৫২
সাম্য হত্যার বিচারের দাবিতে রোববার শাহবাগ মোড়ে পালিত কর্মসূচিতে বক্তব্য দেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সাম্য হত্যা মামলার যথাযথ তদন্তের পাশাপাশি প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাও করবে ছাত্রদল।

সাম্য হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার (১৮ মে) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদল আয়োজিত অবরোধ কর্মসূচিতে অংশ নিয়ে রাকিবুল ইসলাম এ হুঁশিয়ারি দেন।

এ দিন শাহবাগে ছাত্রদলের কর্মসূচি ছিল জাতীয় জাদুঘরের সামনে। কেন্দ্রীয় কমিটির নেতাসহ ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এতে অংশ নেন। নেতাকর্মীদের উপস্থিতি বেশি হলে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, আমরা জানতে পেরেছি, আমাদের ভাই সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তিনজনকে আজ রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দুঃখের বিষয়, এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারও পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যার দায় এই সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আয়োজিত কর্মসূচির প্রতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানান রাকিব। বলেন, আজ সাম্যের আপন বড় ভাই বলেছেন পুলিশের গাফিলতি সম্পর্কে। পুলিশ শুরুতে দুজনকে গ্রেপ্তার করে ছেড়ে দিয়েছিল। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। দ্রুত প্রকৃত খুনিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ছাত্রদল নেতাদের প্রতি কোনো ধরনের সহমর্মিতা দেখায়নি অভিযোগ করে ছাত্রদল সভাপতি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনূস যখন নোবেল পুরস্কার পেয়েছিলেন, আমাদের নেত্রী তাকে অভিনন্দন জানিয়েছিলেন। কিন্তু তিনি (অধ্যাপক ইউনূস) ক্ষমতায় আসার পর বিগত ১৫ বছরে ছাত্রদলের নিহত যোদ্ধাদের প্রতি কোনো সহানুভূতি প্রকাশ করেননি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই— দাবি পূরণ না হলে আমরাও যমুনা ঘেরাও করতে দ্বিধাবোধ করব না।

নাম উল্লেখ না করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি ইঙ্গিত করে রাকিবুল ইসলাম বলেন, আমরা দেখতে পেয়েছি, সাম্য হত্যার পর অনেক সংগঠন আমাদের প্রতি সহমর্মিতা জানিয়েছে। অনেক সংগঠনের নেতাকর্মী জানাজায় অংশ নিয়েছে। কিন্তু দুঃখের বিষয়— যারা এই গণঅভ্যুত্থানের সবচেয়ে সুবিধাভোগী এবং যারা নিজেদের আন্দোলনের নেতা দাবি করেন, তারা সাম্যের জানাজায় অংশগ্রহণ করেননি।

‘আবার একটি গুপ্ত সংগঠনকে দেখতে পাই, তারা বট বাহিনী দিয়ে সোস্যাল মিডিয়াতে আমাদের ভাই সাম্যের চরিত্র হননের চেষ্টা করছে। তাদের হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনাদের দ্বারা এই দেশে ইসলাম কায়েম হবে না,’— ইসলামী ছাত্রশিবিরকে ইঙ্গিত করে বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল।

পরে সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত এবং খুনিদের জাতির সামনে না আনা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন ছাত্রদল সভাপতি।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

৩ দফা দাবিতে রাতভর জবি শিক্ষার্থীদের সড়কে অবস্থান

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি আগামী অর্থবছর থেকে কার্যকর করাসহ তিন দফা দাবি পূরণে রাতভর সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা।

৪ দিন আগে

উপদেষ্টা মাহফুজের মাথায় বোতল নিক্ষেপ জগন্নাথ শিক্ষার্থীদের

আঘাত পেয়ে উপদেষ্টা বললেন, ‘যারা করেছে ভুল করেছে’। ‘যমুনামুখী রাজনীতি, চল চল যমুনায় চল এই মুভমেন্ট আমরা আর হতে দেব না,’ বলেন তথ্য উপদেষ্টা।

৪ দিন আগে

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেপ্তার ৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য (২৫) হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

৫ দিন আগে

ঢাবি ভিসির ওপর দায় চাপানো সত্যকে আড়ালের পাঁয়তারা: সারজিস

সোহরাওয়ার্দী উদ্যানে সাম্য হত্যাকাণ্ডে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের সঙ্গে অসভ্য আচরণের ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

৫ দিন আগে