গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রফ্রন্টের মাসব্যাপী কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫, ২০: ৫৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

শুক্রবার (৪ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ এক বিবৃতিতে বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা জাগ্রত থাকবে এখানকার মানুষের লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে। জুলাই জাগ্রত থাকবে আমাদের সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক জীবনে জুলাইয়ের শিক্ষাকে চর্চার মধ্য দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতা রক্ত দিয়ে যে ইতিহাস সৃষ্টি করেছে, তা ভবিষ্যতের সকল লড়াই সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে। আমরাও যুগে যুগে এই লড়াইকে স্মরণ করব, স্মরণ করব এই লড়াইয়ের শহীদদের। আমাদের সংগঠন অভ্যুত্থানের বর্ষপূর্তিতে যে মাসব্যাপী কর্মসূচী গ্রহণ করেছে, তাতে সকল শ্রেণি-পেশার জনগণকে অংশগ্রহণের আহ্বান জানাই।

কর্মসূচি

১-১৫ জুলাই: শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ

১৬ জুলাই: দেশব্যাপী শহীদ আবু সাঈদ দিবস পালন ও শহীদের স্মরণ।

১৭ জুলাই থেকে ৪ আগস্ট: বিভিন্ন জেলায় ও শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, র‍্যালী, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী , চিত্রাঙ্কন, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল র‍্যালি ইত্যাদি।

২৬ জুলাই: ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনের একপর্যায়ে কারফিউ জারি করে। সাংস্কৃতিক কর্মীরা ছাত্র-জনতা সঙ্গে নিয়ে কারফিউ ভেঙ্গে গানের মিছিল আয়োজন করে।ঐদিনকে স্মরণ করে আয়োজিত হবে 'কারফিউ ভাঙ্গার গান’।

৯ আগস্ট: ঢাকায় কেন্দ্রীয়ভাবে সমাপনী সমাবেশ- ‘জুলাই জাগরণী’ অনুষ্ঠিত হবে।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

ডাকসু নির্বাচন: প্রধান রিটার্নিং কর্মকর্তাসহ ১০ জনকে নিয়োগ

সোমবার (১৬ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ নিয়োগ অনুমোদন করা হয়। ডাকসু সংবিধানের ৮(এফ) ধারা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এ নিয়োগ দিয়েছেন।

১৮ দিন আগে

জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ ৩ দাবি ‘তরুণ’-এর

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’। তাদের বাকি দুই দাবির মধ্যে রয়েছে— জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা নিশ্চিত করা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং জাতীয় নির্বাচনের আগেই জুলাইকেন্দ্রিক অপরাধগুলোর ব

১৯ দিন আগে

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএনপির আগামী দিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

০৫ জুন ২০২৫

‘শাহবাগে আজহারের সমাবেশে ধর্মীয় ফ্যাসিবাদের প্রতিধ্বনি’

তারা বলেন, এই রায় শুধু বিচারিক দায়বদ্ধতার চরম ব্যর্থতা নয়, বরং এটি ন্যায়বিচারের নিষ্ঠুর প্রহসন। একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথে এই রায় সরাসরি বিশ্বাসঘাতকতা এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করার সমান। বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্টতার কাছে নতজানু হয়ে প

৩০ মে ২০২৫