জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিবিরের ৩৬ দিনের কর্মসূচি

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ২০: ৩৬

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করে ইসলামী ছাত্র শিবির। সোমবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধু ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম, মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্র অধিকার সম্পাদক আমিরুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহানগরীর নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

এ সময় তারা শহীদদের স্বপ্নের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা, ফ্যাসিবাদের বিলোপ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং সকল নাগরিকের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সবাইকেঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।

ad
ad

ছাত্র রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ ৩ দাবি ‘তরুণ’-এর

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’। তাদের বাকি দুই দাবির মধ্যে রয়েছে— জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা নিশ্চিত করা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং জাতীয় নির্বাচনের আগেই জুলাইকেন্দ্রিক অপরাধগুলোর ব

১৬ দিন আগে

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএনপির আগামী দিনের ইশতেহারেও জলবায়ু ও পরিবেশ রক্ষার বিষয়টি বিশেষ গুরুত্ব পাবে। এরই ধারাবাহিকতায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে।

০৫ জুন ২০২৫

‘শাহবাগে আজহারের সমাবেশে ধর্মীয় ফ্যাসিবাদের প্রতিধ্বনি’

তারা বলেন, এই রায় শুধু বিচারিক দায়বদ্ধতার চরম ব্যর্থতা নয়, বরং এটি ন্যায়বিচারের নিষ্ঠুর প্রহসন। একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের সাথে এই রায় সরাসরি বিশ্বাসঘাতকতা এবং দেশের বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ধ্বংস করার সমান। বিচার ব্যবস্থা যখন রাজনৈতিক প্রভাব ও পক্ষপাতদুষ্টতার কাছে নতজানু হয়ে প

৩০ মে ২০২৫

আজহারের মুক্তি ও চবি-রাবিতে শিবিরের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

মিছিল ও সমাবেশে ‘জামাত শিবির রাজাকার, এই মুহূর্ত বাংলা ছাড়’, ‘গুপ্ত বাহিনীর আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘ছ-তে ছাত্রশিবির, তুই রাজাকার তুই রাজাকার’, ‘হাসিনা আজহার এই বাংলার গাদ্দার’, ‘আ তে আজহার, তুই রাজাকার তুই রাজাকার’, ‘লীগ গেছে যেই পথে শিবির যাবে সেই পথে’ ইত্যাদি স্লোগান দেন।

৩০ মে ২০২৫