
ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে বয়কট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্য দিয়ে দুই দিনের বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বিপিএল সচল হচ্ছে। পরে সন্ধ্যা ৭টায় রয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।
একদিন বিশ্রাম দিয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। পরদিন বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফয়ার ২ ম্যাচটি হবে। ফাইনাল ম্যাচটি হবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি)।
ভারতে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স টিম থেকে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জের ধরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে অস্থিরতা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে রয়েছে।
এর মধ্যেই ক্রিকেটারদের আক্রমণ করে মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের প্রধান নাজমুল ইসলাম। প্রথমে তিনি বলেন, বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের আর্থিক কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। অন্তত এই বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ২০২৭ সাল পর্যন্ত বিসিবির আয়ে কোনো হেরফের হবে না বলে দাবি করেন তিনি।
বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি তা ফেরত চাইছি নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি?’
নাজমুল ইসলামের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটাররা তাকে অপসারণের দাবি তোলেন। তারা আলটিমেটাম দেন, নাজমুল ইসলামকে না সরানো পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখবেন। বয়কটের এ ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিপিএলের দুই ম্যাচের কোনোটিই আর ম্যাচ হয়নি। এ দিন থেকেই ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল।
এর মধ্যে বিকেলে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে নাজমুলকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায়। বিসিবি ক্রিকেটারদের এ দাবি মানতে রাজি না হলে ক্রিকেটাররাও খেলা বয়কটের ঘোষণায় অনড় থাকেন।
পরে রাতে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে কোয়াব। সে বৈঠকেই অচলাবস্থার অবসান ঘটে। বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।
১৬ জানুয়ারি, শুক্রবার
১৭ জানুয়ারি, শনিবার
১৮ জানুয়ারি, রবিবার
২০ জানুয়ারি, মঙ্গলবার
২১ জানুয়ারি, বুধবার
২৩ জানুয়ারি, শুক্রবার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল ইসলামকে অর্থ বিভাগের প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার মাধ্যমে বয়কট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা। এর মধ্য দিয়ে দুই দিনের বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।
আজ শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচ দিয়ে বিপিএল সচল হচ্ছে। পরে সন্ধ্যা ৭টায় রয়েছে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ।
বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানান, বিপিএলের ঢাকা পর্বের ম্যাচগুলো সরাসরি পিছিয়ে যাচ্ছে। বৃহস্পতিবারের স্থগিত দুই ম্যাচ হচ্ছে আজ শুক্রবার। শুক্রবারের ম্যাচ দুটি হবে শনিবার। একইভাবে শনিবারের দুটি ম্যাচ রোববার খেলবেন ক্রিকেটাররা।
একদিন বিশ্রাম দিয়ে আগামী মঙ্গলবার (২০ জানুয়ারি) মাঠে গড়াবে বিপিএলের এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। পরদিন বুধবার (২১ জানুয়ারি) কোয়ালিফয়ার ২ ম্যাচটি হবে। ফাইনাল ম্যাচটি হবে আগামী শুক্রবার (২৩ জানুয়ারি)।
ভারতে আইপিএলের কলকাতা নাইট রাইডার্স টিম থেকে দেশসেরা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের জের ধরে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার ঘোষণা নিয়ে দেশের ক্রিকেটাঙ্গনে চলছে অস্থিরতা। এখন পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঝুলে রয়েছে।
এর মধ্যেই ক্রিকেটারদের আক্রমণ করে মন্তব্য করে বসেন বিসিবি পরিচালক ও অর্থ বিভাগের প্রধান নাজমুল ইসলাম। প্রথমে তিনি বলেন, বিশ্বকাপ না খেললে ক্রিকেট বোর্ডের আর্থিক কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। অন্তত এই বিশ্বকাপে বাংলাদেশ খেলুক বা না খেলুক, বোর্ডের কোনো লাভ-ক্ষতি নেই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললেও ২০২৭ সাল পর্যন্ত বিসিবির আয়ে কোনো হেরফের হবে না বলে দাবি করেন তিনি।
বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নাজমুল বলেন, ‘কেন? ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে যে আমরা কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি তা ফেরত চাইছি নাকি? বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক কাপ আনতে পেরেছি?’
নাজমুল ইসলামের এমন মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় ক্রিকেটাঙ্গনে। ক্রিকেটাররা তাকে অপসারণের দাবি তোলেন। তারা আলটিমেটাম দেন, নাজমুল ইসলামকে না সরানো পর্যন্ত সব ধরনের খেলা বন্ধ রাখবেন। বয়কটের এ ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার বিপিএলের দুই ম্যাচের কোনোটিই আর ম্যাচ হয়নি। এ দিন থেকেই ঢাকা পর্বের খেলা শুরু হওয়ার কথা ছিল।
এর মধ্যে বিকেলে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে নাজমুলকে সরিয়ে দেয় বিসিবি। পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তকে স্বাগত জানায়। তবে নাজমুলকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে দাবি জানায়। বিসিবি ক্রিকেটারদের এ দাবি মানতে রাজি না হলে ক্রিকেটাররাও খেলা বয়কটের ঘোষণায় অনড় থাকেন।
পরে রাতে বিসিবি ও ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ত্রিপাক্ষিক বৈঠকে বসে কোয়াব। সে বৈঠকেই অচলাবস্থার অবসান ঘটে। বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান।
১৬ জানুয়ারি, শুক্রবার
১৭ জানুয়ারি, শনিবার
১৮ জানুয়ারি, রবিবার
২০ জানুয়ারি, মঙ্গলবার
২১ জানুয়ারি, বুধবার
২৩ জানুয়ারি, শুক্রবার

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
১ দিন আগে
ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।
২ দিন আগে
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুরোধ সত্ত্বেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফরে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৩ দিন আগে
কলকাতা নাইট রাইডার্স আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিকল্প ভেন্যু হিসেবে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়ে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এবার মোস্তাফ
৪ দিন আগে