ফুটবল বিশ্বকাপের ট্রফি ঢাকায়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিশ্ব ভ্রমণ কর্মসূচির অংশ হিসেবে আজ (বুধবার) ঢাকায় এসেছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। সকাল দশটার দিকে বাংলাদেশে এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। ট্রফি নিয়ে বাংলাদেশে পৌঁছেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা।

আজ দুপুর দুইটার পর নির্বাচিত দর্শকদের জন্য ট্রফি নিয়ে সেশনের ব্যবস্থা আছে।

কোকা কোলার পক্ষ থেকে আগে জানানো হয়েছিল আন্ডার দ্য ক্যাপ ক্যাম্পেইনের বিজয়ীরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। বাংলাদেশি ভক্তদের জন্য সেই সুযোগও থাকছে আজকের আয়োজনেই।

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

কেবল কোকা কোলার নির্ধারিত বিজয়ীরাই নির্দিষ্ট সময়ে ট্রফি দেখা ও ছবি তোলার সুযোগ পাবেন।

এবারের বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো তিন দেশ যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় যৌথভাবে হবে টুর্নামেন্ট। ফিফার সূচি অনুযায়ী আগামী ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হবে ১৯ জুলাই।

ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুরের এই বৈশ্বিক সফরে ৩০টি দেশের ৭৫টি স্থানে যাওয়ার কথা রয়েছে। ঢাকাও সেই তালিকার একটি গুরুত্বপূর্ণ গন্তব্য।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

তামিমকে নিয়ে মন্তব্য করায় পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিবি

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

৫ দিন আগে

ভারত থেকে ম্যাচ সরাতে আইসিসিকে ফের চিঠি বিসিবির

কেন ভারতে বিশ্বকাপ খেলাকে বাংলাদেশের জন্য অনুকূল মনে করছে না বিসিবি— চিঠিতে তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। নিরাপত্তা সংশ্লিষ্ট উদ্বেগের পাশাপাশি বিষয়টির পটভূমি তুলে ধরে প্রয়োজনীয় নথি ও রেফারেন্সও সংযুক্ত করা হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

৬ দিন আগে

টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশকে ভারতেই যেতে হবে— এ দাবি অসত্য: বিসিবি

নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) পাঠানো মেইলের জবাব পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

৭ দিন আগে

বিশ্বকাপ খেলতে ভারতে যেতেই হবে বাংলাদেশকে— আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি বাংলাদেশকে।

৭ দিন আগে