ব্যাটিং ব্যর্থতায় ডুবল বাংলাদেশ, ফাইনালে ভারত

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৩২
বাকি ব্যাটারদের ব্যর্থতায় সাইফ হাসানের দুর্দান্ত অর্ধশত রানের ইনিংস কোনো কাজে আসেনি। ভারতের কাছে বড় পরাজয় সঙ্গী হয়েছে বাংলাদেশের। ছবি: সংগৃহীত

৯ ব্যাটারের রান ১, ৭, ০, ৪, ৪, ২, ০, ৪, ৬। মোট ২৮। এই ৯ ব্যাটারের ব্যক্তিগত রানের তুলনায় বরং অতিরিক্ত থেকেই এসেছে বেশি রান— ৯! স্বাভাবিকভাবেই পারভেজ হোসেন ইমনের ২১ রান কিংবা এক পাশ থেকে ১৮তম ওভার পর্যন্ত লড়াই করে সাইফ হাসানের ৬৯ রানের ইনিংস কোনো কাজে আসেনি। ভারতের কাছে ৪১ রানের বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ।

এই জয়ের ফলে এশিয়া কাপের ফাইনালেও পৌঁছে গেছে ভারত। এখন বাংলাদেশ আর পাকিস্তানকে লড়াই করতে হবে ফাইনালের দ্বিতীয় দল হওয়ার জন্য। পরের ম্যাচে মুখোমুখি এ দুই দলের লড়াই তাই এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে পরিণত হলো।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সুপার ফোরে দুই দলেরই দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। টসে জিতে বোলিং বেছে নেওয়ার পর ওপেনারদের ঝড়ের পরও ভারতকে ১৬৮ রানে বেঁধে ফেলেছিলেন বাংলাদেশের বোলাররা। তবে আরও অনেক ম্যাচের মতো এ ম্যাচেও ব্যাটারদের নিদারুণ ব্যর্থতায় বড় পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের।

১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই জাসপ্রিত বুমরাহর শিকার হন ওপেনার তানজিদ হাসান। ৩ বলে মাত্র ১ রান করেন তিনি। দ্বিতীয় উইকেটে পারভেজ হোসেন ইমনকে সঙ্গী করে ৩০ বলে ৪২ রানের জুটি গড়েন আরেক ওপেনার সাইফ হাসান। সপ্তম ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবের বলে আউট হয়ে যান ইমন। ১৯ বলে ২১ রান করেছিলেন তিনি।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে এর পরের অংশ কেবল এক পাশ থেকে সাইফ হাসানের নিঃসঙ্গ শেরপার মতো লড়াইয়ের গল্প। একদিকে যেমন উইকেটে টিকে ছিলেন তিনি, অন্যদিকে ব্যাটও চালিয়ে গেছেন সপাটে। অন্য পাশ থেকে আর একজন ব্যাটারও তাকে ন্যূনতম সঙ্গ দিয়ে যেতে পারেননি।

১০ বলে ৭ করে আউট হয়েছেন শ্রীলংকা ম্যাচের দুর্দান্ত ব্যাটিং করা তাওহীদ হৃদয়। ৩ বল খেলে কোনো রান না করেই আউট শামীম হোসেন। ইনজুরির কারণে এ ম্যাচ না খেলা লিটন দাসের পরিবর্তে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড পরা জাকের আলী করেছেন ৫ বলে ৪ রান।

টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পাওয়া মোহাম্মদ সাইফুদ্দিনও করেছেন ৪ রান, বল খেলেছেন ৭টি। ৩ বলে ২ রান করে আউট হয়েছেন রিশাদ হোসেন। তানজিম হাসান সাকিব বোল্ড হয়ে গেছেন প্রথম বলেই। শেষ ব্যাটার হিসেবে ১১ বলে ৬ রান করে আউট হয়েছেন মোস্তাফিজুর রহমান। নাসুম অপরাজিত ছিলেন ৪ বলে ৪ রান করে।

সব ব্যাটারের যাওয়া-আসার মিছিলে একমাত্র ব্যতিক্রম সাইফ হাসান। আস্কিং রান রেটের সঙ্গে পাল্লা দিয়েই রান সংগ্রহ করে যাচ্ছিলেন তিনি। ৩৬ বলে অর্ধশত রান পূরণ করেন তিনি। পরের দিকে অবশ্য অন্য ব্যাটারদের ‘আত্মাহুতি’র প্রভাবে তার রানের গতিও কিছুটা কমে গেছে। ১৮তম ওভারের প্রথম বলে নবম ব্যাটার হিসেবে যখন আউট হয়ে যান তখন তার নামের পাশে ৫১ বলে ৬৯ রান। তিনটি বাউন্ডারির সঙ্গে তিনি হাঁকিয়েছেন পাঁচটি ছক্কা।

শেষ পর্যন্ত ২০তম ওভারের তৃতীয় বলে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশের ইনিংস। দল হেরেছে ৪১ রানে।

ভারতের পক্ষে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নিয়ে সফলতম কুলদীপ যাদব। সমান ওভারে সমান রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন বুমরাহ। বরুণ চক্রবর্তীও নিয়েছেন দুটি উইকেট, ৪ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি। একটি করে উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা।

এর আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ঝোড়ো গতির সূচনায় বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে ভারত। পাওয়ারপ্লেতে আসে ৭২ রান। এরপর বাংলাদেশি বোলাররা কিছুটা চেপে ধরেন ভারতীয় ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ৯৬ তুলে ফেলা ভারত শেষ ১০ ওভারে তুলতে পারে মাত্র ৭২ রান। তাতে তাদের ইনিংস শেষ হয় ১৬৮ রানে।

ভারতের পক্ষে ওপেনার অভিষেক শর্মা ৩৭ বলে ২০০ প্লাস স্ট্রাইক রেটে করেছেন ৭৫ রান। এ ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন। ১৯ বলে ২৯ করেছেন আরেক ওপেনার শুভমান গিল। শেষের দিকে ২৯ বলে ৩৮ করেছেন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল ১০ রান করলেও তার জন্য ১৫ বল খেলতে হয় তার। শিভাব দুবে, সূর্যকুমার আর তিলক ভার্সা এক অঙ্কে আউট হয়েছেন।

৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল বাংলাদেশি বোলার রিশাদ হোসেন। একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তানজিম সাকিব ও সাইফুদ্দিন। তবে উইকেট না পেলেও ২ ওভারে ৭ রান দিয়ে ভারতের সংগ্রহ বেঁধে রাখতে ভূমিকা রেখেছেন পার্টটাইমার সাইফ হাসান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

পাওয়ারপ্লেতে মাত্র ২৭, অর্ধেক ইনিংস শেষে পাকিস্তান ৪৬/৪

চাপের মুখে পাওয়ারপ্লের ৬ ওভারে পাকিস্তান সংগ্রহ করতে পারে মাত্র ২৭ রান। ইনিংসের ঠিক অর্ধেক, অর্থাৎ ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়িয়েছে মাত্র ৪৬ রান। পাওয়ারপ্লেতে আর এর পরে দুটি করে উইকেট হারিয়েছে পাকিস্তান।

২ দিন আগে

লিটন ফেরেননি, ‘সেমি’তে ৩ পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

এমন সমীকরণ নিয়ে গতকালের ভারত ম্যাচ থেকে এ ম্যাচের একাদশে তিন পরিবর্তন এনেছে বাংলাদেশ। এশিয়া কাপের শুরু থেকেই খেলে আসা ওপেনার তানজিদ তামিম এক ম্যাচ বাদে বাকি পাঁচ ম্যাচে ব্যর্থতার খেসারত দিয়েছেন। হারিয়েছেন জায়গা।

২ দিন আগে

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গ্রুপপর্বের ছন্দ নকআউট পর্বেও ধরে রাখল বাংলাদেশের যুবারা। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

২ দিন আগে

ফাইনালের লক্ষ্যে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

পাকিস্তানের বিপক্ষে একাদশে ফেরার ভালো সম্ভাবনা আছে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের। চোটের কারণে তার অনুপস্থিতিতে গতকাল প্রথম কোনো আন্তর্জাতিক ম্যাচের নেতৃত্ব দেন জাকের আলি অনিক। লিটন ফিরলে নিশ্চিতভাবে বাদ পড়বেন তানজিদ তামিম কিংবা পারভেজ হোসেন ইমন। পাশাপাশি একাদশে যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ ও শেখ ম

২ দিন আগে