ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশের মেয়েরা

ডেস্ক, রাজনীতি ডটকম

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের প্রথম লেগের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে রয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) কিংস অ্যারেনায় বিকেল ৩টায় শুরু হয় ম্যাচটি। এদিন একই ভেন্যুতে সন্ধ্যা ৭টায় নেপাল লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে।

আফঈদা খন্দকারদের নেতৃত্বাধীন বাংলাদেশ দল এই টুর্নামেন্টে জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে নিয়ে আজও মাঠে নেমেছে। নেমেই ভুটানের বিপক্ষে পেয়ে যান ১-০ গোলের লিড।

এর আগে বাংলাদেশের মেয়েরা শ্রীলঙ্কা ও নেপালকে পরাজিত করেছে।

খেলা শুরুর আগে অধিনায়ক আফঈদা বলেন, নেপালের বিপক্ষে আমরা শেষ মুহূর্তে জিতেছি। আল্লাহর রহমতে আমরা যা চেয়েছি, তাই পেয়েছি। আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছি এবং কোচ পিটার বাটলারের পরিকল্পনা অনুযায়ী খেলব।

দক্ষিণ এশিয়ার ফুটবলে ভুটান কখনোই বাংলাদেশের জন্য শক্ত প্রতিপক্ষ ছিল না। ২০২২ সালের সাফ চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুনরা ভুটানকে ৮-০ গোলে হারিয়েছিলেন।

গত বছর একই টুর্নামেন্টে বাংলাদেশের জয়ের ব্যবধান ছিল ৪-২। বয়সভিত্তিক আসরেও ভুটান বাংলাদেশের মেয়েদের কাছে কোনো হুমকি হতে পারেনি।

২০২৩ সালের এই টুর্নামেন্টের গ্রুপ পর্বেও আকলিমা-শামসুন্নাহাররা ভুটানকে ৫-০ গোলে হারিয়েছিলেন। এবারের আসরেও শামসুন্নাহার ভালো পারফর্ম করছেন এবং গোল পাচ্ছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

দেশে পৌঁছেই সমর্থকদের যে বার্তা দিলেন হামজা

ঢাকায় পৌঁছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) প্রকাশিত এক ভিডিওবার্তায় সমর্থকদের উদ্দেশে হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। ইনশা-আল্লাহ আমরা সাক্সেসফুল হব। ৯ তারিখ আমরা হংকংয়ের সঙ্গে খেলতে নামব। ইনশা-আল্লাহ সবাই আমাদের সাপোর্ট দেবেন।’

৪ দিন আগে

তৃতীয় ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা জমেনি, হোয়াইটওয়াশ আফগানিস্তান

টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের বেশি করতে পারেনি আফগানরা। জবাবে সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে ২ ওভার আর ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় টাইগাররা। হোয়াইটওয়াশ হয় আফগানিস্তান।

৪ দিন আগে

বিসিবি নির্বাচন: সরে দাঁড়ালেন আরও দুই প্রার্থী

আনুষ্ঠানিকভাবে বিসিবির নির্বাচন থেকে নাম প্রত্যাহারের সময় শেষ। তামিম ইকবালের নেতৃত্বে ১৬ জনের প্রার্থিতা প্রত্যাহারের পর এবার ‘কারচুপির শঙ্কা’ এবং ‘ভোটারদের লুকিয়ে রাখার’ মতো বিস্ফোরক অভিযোগ তুলে নির্বাচন বর্জন করলেন আরও দুইজন প্রার্থী। লেজেন্ডস অব রূপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল ও রাজশাহী

৬ দিন আগে

ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক শুভমান গিল

ভারতীয় ক্রিকেটে শুরু হলো নেতৃত্বের নতুন অধ্যায়। দীর্ঘদিনের সফল অধিনায়ক রোহিত শর্মার জায়গায় ওয়ানডে দলের দায়িত্ব পেলেন তরুণ ব্যাটার শুভমান গিল। টেস্টের পর এবার ওয়ানডে দলকেও নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই ক্রিকেটার।

৬ দিন আগে