‘সেঞ্চুরি’র সামনে মুশফিক, আবেগঘন স্ট্যাটাস তামিমের

ক্রীড়া প্রতিবেদক
মুশফিকুর রহিম ও তামিম ইকবাল, বাংলাদেশ ক্রিকেটে দুই ব্যাটিং স্তম্ভ, যারা একই সঙ্গে শুরু করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেট। ছবি: সংগৃহীত

এক বছর পর আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে মিরপুরে ফিরছে টেস্ট ক্রিকেট। সিরিজের প্রথম টেস্ট হেসেখেলে জেতায় এ ম্যাচে খুব একটা চাপ নেই টাইগারদের ওপর। তবে জয়-পরাজয় নয়, এ ম্যাচটি অন্য একটি কারণে উঠে এসেছে লাইমলাইটে। এই ম্যাচেই যে দেশের হয়ে প্রথম কোনো ক্রিকেটার মাঠে নামবেন শততম টেস্ট খেলতে!

হ্যাঁ, বাংলাদেশের ক্রিকেটের ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিকুর রহিম আগামীকাল বুধবার (১৯ নভেম্বর) মিরপুর টেস্টে নামবেন নিজের শততম টেস্ট ম্যাচে। তিনিই হচ্ছেন দেশের প্রথম এবং স্বাভাবিকভাবেই একমাত্র ক্রিকেটার যিনি টেস্টে এই ‘সেঞ্চুরি’র গৌরব অর্জন করতে যাচ্ছেন।

প্রিয় বন্ধুর এমন অর্জনের সামনে দাঁড়িয়ে আবেগঘন হয়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটের আরেক মহাতারকা তামিম ইকবাল। বলেছেন, মুশফিকুর রহিম যোগ্য হিসেবেই এমন অর্জন নিজের করে নিতে যাচ্ছেন।

ক্রিকেট মাঠে এমন বহু জুটি গড়েছেন দুই বন্ধু মুশফিক ও তামিম। ছবি: সংগৃহীত
ক্রিকেট মাঠে এমন বহু জুটি গড়েছেন দুই বন্ধু মুশফিক ও তামিম। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ঠিক ১২টায় তামিম তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্ট দিয়েছেন মুশফিকের এই অর্জন নিয়ে। লিখেছেন, ‘তোকে নিয়ে বলার আছে অনেক কিছু্ই। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে খেলছি, বয়সভিত্তিক ক্রিকেটে, বিভিন্ন পর্যায়ে, রুমমেট ছিলাম অনেকবার। কাছ থেকে দেখেছি তোকে। কোনো একসময় কোন এক উপলক্ষ্যে কোনো প্ল্যাটফর্মে নিশ্চয়ই বলব সবকিছু।’

ক্রিকেটের তীর্থ খ্যাত লর্ডসে মুশফিকুর রহিমের টেস্ট অভিষেক, সেটি ২০০৫ সালের কথা। এরপর পেরিয়ে গেছে ২০ বছর। এর মধ্যে মুশফিক বাকি দুটি ফরম্যাট থেকে অবসর নিয়ে কেবল টেস্টই খেলে চলেছেন। তবে বাংলাদেশের ব্যাটিংয়ের মিডল অর্ডারের অন্যতম এই স্তম্ভের টেস্ট ক্যারিয়ারও শেষের দিকে, বয়স যে ৩৮!

শততম টেস্টের দোড়গোড়ায় দাঁড়ানো এই উইকেটরক্ষক-ব্যাটারের ৯৯ টেস্টের পরিসংখ্যান বাংলাদেশের বিচারে ঈর্ষণীয়ই বলা চলে। ৯৯ টেস্টের ১৮২ ইনিংসে রান করেছেন ছয় হাজার ৩৫১। গড় ৩৮.০২। ২৭টি অর্ধশতকের সঙ্গে ১২টি শতক রয়েছে তার নামের পাশে।

কেবল শততম টেস্ট নয়, টেস্ট ক্রিকেটে দেশের হয়ে প্রথম দ্বিশত অর্জনের গৌরবও রয়েছে মুশফিকের ঝুলিতে। ২০১৩ সালে গলে স্বাগতিক শ্রীলংকার বিরুদ্ধে দেশের হয়ে প্রথম সেই ডাবল সেঞ্চুরি করেন তিনি। এরপর ২০১৮ আর ২০২০ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিরুদ্ধে আরও দুটি ডাবল হাঁকিয়েছিলেন। সর্বোচ্চ ইনিংস অপরাজিত ২১৯।

মুশফিককে অনেক কথা পরে বলার জন্য রেখে দিলেও এখনকার অর্জন নিয়ে গর্বের কথা লুকাননি তামিম। লিখেছেন, ‘আজকের দিনের জন্য শুধু একটিই কথা, বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার মাইলফলক তোর চেয়ে বেশি আর কেউ ডিজার্ভ করে না। আশা করি, ভবিষ্যতে এই অর্জনে তোর পাশে নাম লেখাবে আরও অনেকেই। কিন্তু তুই প্রথম, এটা তোরই প্রাপ্য।’

এদিকে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করতে যাওয়ার উপলক্ষ্য স্মরণীয় করে রাখতে বিসিবি বিশেষ পরিকল্পনা নিয়েছে। বুধবার সকালে মিরপুরে সে আয়োজনের সাক্ষী হবেন দর্শকরা।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

দেশে প্রথমবার স্টেডিয়াম আলট্রা-রান ডিসেম্বরে, আবেদন শুরু ১৬ নভেম্বর

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে স্টেডিয়াম আলট্রা-রান। ঢাকা স্টেডিয়াম রান-২০২৫ নামের এই ব্যতিক্রমধর্মী দৌড় প্রতিযোগিতা আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে।

৩ দিন আগে

অবশেষে বিপিএলে ফিরছে নিলামের ব্যবস্থা

নিলামে দেশি ও বিদেশি ক্রিকেটারদের জন্য নতুন নিয়ম চালু হয়েছে। দেশি খেলোয়াড়দের ক্ষেত্রে ছয়টি ক্যাটাগরি, আর বিদেশিদের পাঁচটি ক্যাটাগরি থাকবে।

৫ দিন আগে

আসিফের মন্তব্য ‘অবমাননাকর’, ব্যাখ্যা চেয়ে বিসিবিকে চিঠি বাফুফের

আসিফের এমন বক্তব্যের সমালোচনা করে বিসিবি সভাপতিকে দেওয়া চিঠিতে বাফুফে সভাপতি তাবিথ আউয়াল লিখেছেন, বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে অত্যন্ত অবমাননাকর, অপমানজনক ও উদ্বেগজনক মন্তব্য করা হয়, যা শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্যই হতাশাজনক। আমরা এ মন্তব্যের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি।

৮ দিন আগে

জাহানারার অভিযোগে নাম, বিসিবির ৪ কর্মকর্তা ওএসডি

তদন্ত কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। বিসিবি জানিয়েছে, কেবল জাহানারা আলমের তোলা অভিযোগ নয়, সাম্প্রতিক সময়ে নারী দলের বিভিন্ন সদস্যের বিরুদ্ধে ওঠা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে এই কমিটিকে।

৯ দিন আগে