
ডেস্ক, রাজনীতি ডটকম

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতের প্রস্তাবিত ভেন্যুগুলোতে খেলতে অস্বীকৃতি জানানোয় এ উদ্যোগ নিতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে বিশ্বকাপের নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আইসিসি।
মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার কঠিন এই সিদ্ধান্তটি নেয়।
দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আইপিএল সংক্রান্ত ওই ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি জরুরি বৈঠক করে। এর একটি রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট।
উল্লেখ্য, মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এ বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে সাজানোর প্রক্রিয়া শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশ দল ভারতের প্রস্তাবিত ভেন্যুগুলোতে খেলতে অস্বীকৃতি জানানোয় এ উদ্যোগ নিতে হচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটিকে।
ভারতের ইন্ডিয়ান এক্সপ্রেস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি চেয়ারম্যান জয় শাহর নেতৃত্বে বিশ্বকাপের নতুন সূচি প্রণয়নের কাজ শুরু হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক অনুরোধ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে আইসিসি।
মূলত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএলের পরবর্তী মৌসুমে কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বলার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার কঠিন এই সিদ্ধান্তটি নেয়।
দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বদলে সহ-আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করার জন্য। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে তারা।
আইপিএল সংক্রান্ত ওই ঘটনার পর ২৪ ঘণ্টার মধ্যে বিসিবি দুটি জরুরি বৈঠক করে। এর একটি রোববার (৪ জানুয়ারি) বিকেলে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়। এসব আলোচনার পরই ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। বিষয়টি নিয়ে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বিশ্ব ক্রিকেট।
উল্লেখ্য, মূল সূচি অনুযায়ী, গ্রুপ ‘সি’-এ বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ, ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছিল। নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, তারা (আইসিসি) আমাদেরকে মিটিং করার জন্য বলবে খুব তাড়াতাড়ি। সেখানে আমাদের কথাগুলো আমরা প্রকাশ করব। তবে যে ইমেইল আমরা পাঠিয়েছি, এর জবাবের ওপর নির্ভর করবে আমরা পরবর্তী কী পদক্ষেপ নেব।
১ দিন আগে
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারবে না।
৩ দিন আগে
বিসিসিআই সূত্র জানায়, ইতোমধ্যে দলগুলোর বিমান টিকিট, হোটেল বুকিং এবং সম্প্রচার ব্যবস্থাপনা চূড়ান্ত হয়ে গেছে। প্রতিদিন একাধিক ম্যাচ থাকায় হঠাৎ করে ভেন্যু পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
৩ দিন আগে
চিঠিতে বিশ্বকাপে ক্রিকেটারদের নিরাপত্তা চাওয়ার পাশাপাশি মোস্তাফিজের সাথে ঘটে যাওয়া বিষয়টি নিয়ে জানতে চাওয়া হবে। এছাড়া বোর্ড কর্মকর্তা ও অন্যান্য সদস্য, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার বিষয়টি জানতে চাইবে বিসিবি।
৩ দিন আগে