লিটন ঝড়ে সহজ জয়েই এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০: ৪৬
লিটন দাসের ঝোড়ো ইনিংসে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

টার্গেট ছিল ১৪৪ রান। টি-টুয়েন্টির জন্য এমন আহামরি কোনো লক্ষ্য না। তবে প্রতিপক্ষ এই হংকংয়ের কাছেই টি-টুয়ান্টি হারের অভিজ্ঞতা থাকায় শঙ্কা যে একেবারে ছিল না, সেটিও বলা যাবে না। দুই ওপেনারের কাছ থেকে ভালো সূচনা না পেলেও অবশ্য অসুবিধা হয়নি। তিনে নেমে লিটন দাস ঝোড়ো ফিফটিতে সে লক্ষ্যটাকেই সহজ করে নাগালের মধ্যে নিয়ে এসেছেন।

শেষ পর্যন্ত জয় থেকে দুই রান দূরে থাকতে লিটন আউট হয়ে গেলেও ১৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা। এশিয়া কাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। টসে জিতে বোলিং নিয়ে হংকংয়ের ব্যাটারদের নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রানে বেঁধে রাখে টাইগার বোলাররা।

জবাবে ব্যাট করতে নেমে ৩ ওভারে ২৪ রান তুলে ফেলেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। চতুর্থ ওভারের প্রথম বলে আউট হয়ে যান ইমন। ১৪ বলে ১৯ করেন তিনি। ৪৭ রানের মাথায় তামিমও ড্রেসিং রুমে ফেরেন। তার ইনিংস একেবারেই টি-টুয়ান্টিসুলভ ছিল না। ১৮ বলে ১৪ করেন তিনি।

তৃতীয় উইকেটে ক্যাপ্টেন লিটন দাস আর তৌহিদ হৃদয় দ্রুত রান তুলে ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। ৭০ বলে ৯৫ রানের জুটি গড়ে ম্যাচ থেকে ছিটকে দেন হংকংকে। শুরুতে রানের গতি কিছুটা কম থাকলেও লিটন সেট হয়েই মারকাটারি ব্যাটিং শুরু করেন। মনে হচ্ছিল তারা দুজনেই ম্যাচ শেষ করে আসবেন।

শেষ পর্যন্ত তা হয়নি। জয় থেকে ২ রান দূরে আউট হয়ে যান লিটন। তবে এর আগেই তিনি খেলেছেন ৩৯ বলে ৬৯ রানের এক ঝকঝকে ইনিংস। ১৫১ স্ট্রাইক রেটের এ ইনিংসে ৬টি বাউন্ডারির সাথে ছিল একটি ছক্কা।

তোহিদ শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ৩৬ বলে ৩৫ রানে। একটি মাত্র বাউন্ডারি ছিল তার ইনিংসে। ক্যাপ্টেনস নকের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন লিটন দাস।

হংকংয়ের পক্ষে দুটি উইকেট নেন আতিক ইকবাল। একটি উইকেট নিয়েছেন আয়ুশ শুক্লা।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজাকাত খানের ৪০ বলে ৪২, জিশান আলীর ৩৪ বলে ৩০, ইয়াসিম মুর্তাজার ১৯ বলে ২৮ আর বাবর হায়াতের ১২ বলে ১৪ রানের ওপর ভর করে ১৪৩ রান সংগ্রহ করে হংকং। আর কোনো ব্যটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।

বাংলাদেশের পক্ষে তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও রিশাদ— তিনজনেই দুটি করে উইকেট শিকার করেন। একজন ব্যটার রান আউট হয়েছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি।

৮ দিন আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

৯ দিন আগে

নারী ক্রিকেট লীগ শুরু কাল

ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।

১০ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।

১০ দিন আগে