অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : কাল মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে কাল থেকে আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে ‘বি’ গ্রুপের ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

আকবর আলীর নেতৃত্বে ২০২০ সালে যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর ২০২২ ও ২০২৪ সালে ভালো করতে পারেনি বাংলাদেশের যুবারা। ২০২২ সালে অষ্টম স্থানে থেকে এবং পরের আসরে সুপার সিক্স থেকে বিদায় নেয় বাংলাদেশ।

মূল পর্ব শুরুর আগে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বৃষ্টি কারণে শেষ পর্যন্ত দুটি ম্যাচই বাতিল হয়ে যায়।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৬ দশমিক ৩ ওভার ব্যাট করার সুযোগ পেয়ে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলাদেশ।

স্কটল্যান্ডের বিপক্ষে ২৯ দশমিক ২ ওভার ব্যাট করে ৪ উইকেটে ১৬১ রান করে বাংলাদেশ। জবাবে ১৯ দশমিক ৩ ওভারে ৯ উইকেটে ১২২ রান করে স্কটল্যান্ড।

বৃষ্টির কারণে প্রস্তুতিমূলক ম্যাচ দুটি পরিত্যক্ত হলেও, যতটুকু সুযোগ হয়েছে তাতেই ব্যাট-বল হাতে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন মিডল অর্ডার ব্যাটার কালাম সিদ্দিকি। স্কটল্যান্ডের বিপক্ষে অনবদ্য ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার রিফাত বেগ। স্কটল্যান্ডের বিপক্ষে বল হাতে ছয় বোলার উইকেটের দেখা পান।

জিম্বাবুয়ের মাটিতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে, শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। পাশাপাশি নিবিড় অনুশীলন সেশনও করেছে তারা।

ভারতের বিপক্ষে ম্যাচের পর আগামী ২০ জানুয়ারি একই ভেন্যুতে নিউজিল্যান্ড এবং ২৩ জানুয়ারি হারারেতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

দাবি না মানা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা অসহায় হয়ে এ অবস্থানে যেতে বাধ্য হয়েছি। আমরা খেলার বিপক্ষে নই। কিন্তু সবকিছুরই একটা সীমা আছে। সেই সীমা লঙ্ঘন করা হয়েছে। পুরো ক্রিকেট অঙ্গনকে অপমান করা হয়েছে।’

১ দিন আগে

বিসিবি পরিচালক নাজমুলকে শোকজ

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্প্রতি বোর্ডের এক সদস্যের করা আপত্তিকর মন্তব্যে গভীর অনুতাপ প্রকাশ করছে। এই মন্তব্য ঘিরে তৈরি হওয়া উদ্বেগকে স্বীকার করে পেশাদারত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান ও ক্রিকেট খেলার মান ও মূল্যবোধ রক্ষার ক্ষেত্রে তার অটুট প্রতিশ্রুতি পুনরা

১ দিন আগে

পদত্যাগ করেননি বিসিবি পরিচালক নাজমুল, ক্রিকেটাররাও বর্জনে অনড়

কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলায় তোপের মুখে পড়েন এম নাজমুল ইসলাম। তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, মুমিনুল হকরা তখন নাজমুলের পেশাদারত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন। মিঠুনও গত রাতে নাজমুলের শব্দচয়ন নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

১ দিন আগে

ফুটবল বিশ্বকাপের ট্রফি ঢাকায়

ট্রফি ঢাকায় এলেও সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য সরাসরি দেখার সুযোগ থাকছে না। বাফুফের পক্ষ থেকে জানানো হয়েছে, আয়োজনটি স্বল্প সময়ের হওয়ায় এবার জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

২ দিন আগে