ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না টাইগাররা

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৬, ১৫: ০৮

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে হওয়া সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

বাংলাদেশি তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে ইন্ডিয়িান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে গতকাল (৩ জানুয়ারি) রাতেও বিসিবি পরিচালকরা বৈঠকে বসেছিলেন। তখন বিসিবি পরিচালকদের বেশির ভাগই কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা।

এ বিষয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন গণমাধ্যমকে বলেন, ‘অল্প কিছুক্ষণের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আমরা অবস্থান পরিষ্কার করব।’

এর আগে, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।

তিনি অভিযোগ করেছেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর চাপের ফলে ভারতীয় ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেছেন, যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে পুরো বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারবে না।

পাশাপাশি তিনি বলছেন, বাংলাদেশের বিশ্বকাপ খেলা শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ জানানোর নির্দেশ দিয়েছেন। এ ছাড়া তিনি বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নেওয়ারও আবেদন জানিয়েছেন।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ক্রিকেট যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

২ দিন আগে

‘ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ’

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

২ দিন আগে

মোস্তাফিজের খেলা হচ্ছে না আইপিএলে

মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

২ দিন আগে

খালেদা জিয়ার মৃত‍্যুতে শোক: স্থগিত বিপিএলের আজকের দুই ম্যাচ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা মাঠে গড়াচ্ছে না। শোক জানিয়ে বিসিবি জানিয়েছে, আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

৬ দিন আগে