‘ভারতে বিশ্বকাপ খেলা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ’

ডেস্ক, রাজনীতি ডটকম

আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে দুঃখজনক হিসেবে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

তিনি জানিয়েছেন, এমন পরিস্থিতিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি খেলোয়াড়দের ভারতে খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে।

আমিনুল হক বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই বিষয়ে ভারতের ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করা উচিত।

সাম্প্রতিক সময় ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক জটিল থাকায় ক্রিকেটের ক্ষেত্রেও প্রভাব পড়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে যায়।

গত ডিসেম্বরে আইপিএলের নিলামে দল পাওয়ার পর থেকেই মোস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে ভারতের কয়েকটি উগ্রপন্থী গোষ্ঠী চাপ সৃষ্টি করছিল। কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে হুমকি দেওয়া পর্যন্ত ঘটে, এমনকি স্টেডিয়ামেও ভাঙচুরের ভয় দেখানো হয়েছিল।

বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া এ বিষয়ে জানিয়েছেন, ‘সাম্প্রতিক ঘটনার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে মোস্তাফিজুর রহমানকে দলের বাইরে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।’

আমিনুল হক বলেন, মুস্তাফিজের বিষয়টি দুঃখজনক। বিসিবির উচিত বিষয়টি নিয়ে বিসিসিআইর সঙ্গে আলোচনা করা। মুস্তাফিজ বাদ হওয়ার কারণে বিশ্বকাপে ভারতে খেলতে গেলে আমাদের ক্রিকেটারদেরও ঝুঁকি হতে পারে।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারতের ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বে বাংলাদেশ চার ম্যাচই ভারতের বিভিন্ন শহরে খেলবে। বাংলাদেশের মিশন শুরু হবে ৭ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

দেশ, দেশের ক্রিকেট ও ক্রিকেটারের অবমাননা মেনে নেব না: আসিফ নজরুল

তিনি পোস্টে বলেন, 'উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।

১ দিন আগে

ক্রিকেট যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা

১৭ জানুয়ারি বুলাওয়েতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ২০ জানুয়ারি বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২৩ জানুয়ারি গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হারারেতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ।

২ দিন আগে

মোস্তাফিজের খেলা হচ্ছে না আইপিএলে

মূলত আন্তর্জাতিক পর্যায়ের সাম্প্রতিক কিছু পরিস্থিতির কারণেই বিসিসিআই এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে আসন্ন আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বোলিং আক্রমণে একটি বড় পরিবর্তন আসতে যাচ্ছে।

২ দিন আগে

খালেদা জিয়ার মৃত‍্যুতে শোক: স্থগিত বিপিএলের আজকের দুই ম্যাচ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা মাঠে গড়াচ্ছে না। শোক জানিয়ে বিসিবি জানিয়েছে, আজকের নির্ধারিত দুই ম্যাচ স্থগিত করা হয়েছে।

৬ দিন আগে