পাকিস্তানকে কড়া সমালোচনা শোয়েব আখতারের

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারত-পাকিস্তান এখন মুখোমুখি হওয়ার সুযোগ পায় শুধু এশিয়া কাপ আর আইসিসি ইভেন্টেই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠের লড়াই দেখতে তাই ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। কিন্তু সেই লড়াইটা যে কেবল কাগজে কলমেই। বেশির ভাগ ক্ষেত্রে একতরফা ম্যাচ জেতে তরফা।

দুবাইয়ে গতকাল ভারত-পাকিস্তান লড়াই দেখতে গ্যালারিতে এসেছিলেন অসংখ্য ভক্ত-সমর্থক। কিন্তু পাকিস্তানের বিপক্ষে ২৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত। পাকিস্তানের হারের চেয়েও তাদের খেলা ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন শোয়েব আখতার। সালমান আলী আঘা টস জিতে ব্যাটিং নিয়ে প্রথম ৬ ওভারে ২ উইকেটে করে ৪২ রান। পরবর্তীতে দুই স্পিনার অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের ঘূর্ণিতে চোখে সর্ষেফুল দেখতে থাকে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে সালমানের দল ৯ উইকেটে করে ১২৭ রান। ৯ নম্বরে নামা শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৩৩ রানের ইনিংসটাই শুধু টি-টোয়েন্টি সুলভ ইনিংস।

ভারতের বিপক্ষে ৭ উইকেটে হারের পর ‘গেম অন হ্যাঁয়’ নামে এক অনুষ্ঠানে শোয়েব আখতার কড়া সমালোচনা করেছেন পাকিস্তান ক্রিকেট দলের। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের কথা শুনে মিসবাহ উল হক রীতিমতো বিস্মিত। মিসবাহর প্রশ্ন যে শোয়েব আখতার কি আসলে মজা করছেন নাকি সত্যিই এমন রাগ ঝাড়ছেন? শোয়েব জানালেন তিনি বাস্তব কথাই বলছেন। পাকিস্তানি গতিতারকা বলেন, ‘পার্থক্যটা আপনি বুঝতে পেরেছেন। অন্যরা অনেক উঁচু স্তরের ক্রিকেট খেলছে। আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেটেই পড়ে আছি।’

পাকিস্তানের ইনিংস সর্বোচ্চ ৪০ রান সাহিবজাদা ফারহান করলেও তিনি খেলেছেন ৪৪ বল। এদিকে অধিনায়ক সালমান ১২ বলে করেন ৩ রান। অধিনায়কের দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বদলে আরও পিছিয়ে দিয়েছেন। ১২০ বলের ইনিংসে ৬৩টাই ডট। বিপরীতে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব শুরুতে সংগ্রাম করলেও ৩৭ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। পাকিস্তানের খেলার ধরন নিয়ে শোয়েব আখতার বলেন, ‘কোনো কৌশল নেই। পারেনা সিঙ্গেলও নিতে। মানসম্পন্ন ব্যাটার নেই দলে। তাদের সূর্যকুমার যাদবকে দেখুন। সুইপ, কাট সবই করছে। আবার সিঙ্গেলও নিচ্ছে। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল না আমরা।’

৭ উইকেটের জয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে ভারত। ‍+৪.৭৯৩ নেট রানরেট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে এখন তারা। দুই ম্যাচে তারা পূর্ণ ৪ পয়েন্ট পেয়েছে। দুইয়ে থাকা পাকিস্তানের ২ পয়েন্ট। দুবাইয়ে পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে পাকিস্তান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

ফিজের নতুন রেকর্ড, এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায়

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দামের এর আগের রেকর্ডটিও মুস্তাফিজেরই দখলে। গত আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৬ কোটি রুপিতে খেলেছিলেন তিনি।

৮ দিন আগে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

নেপালের দেওয়া ১৩১ রানের মামুলি লক্ষ্য বাংলাদেশ পেরিয়ে যায় ৭ উইকেট হাতে রেখেই। হাতে থাকে ২৫.১ ওভার। ৬৮ বলে অপরাজিত ৭০ রান করেন জাওয়াদ। তাতে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও তিনি।

৯ দিন আগে

নারী ক্রিকেট লীগ শুরু কাল

ইস্ট জোন : ফাহিমা খাতুন (অধিনায়ক), স্বর্ণা আক্তার, রুবায়া হায়দার ঝিলিক, হাবিবা ইসলাম পিংকি, সাথী রানী, ফাতেমা জাহান সোনিয়া, তাজ নেহার, ফুয়ারা বেগম, উন্নতি আক্তার, মুর্শিদা খাতুন, হালিমাতুল সাদিয়া, আশরাফি ইয়াসমিন অর্থি, মুমতাহেনা হাসনাত সিনথিয়া, সুমি আক্তার।

১০ দিন আগে

বসুন্ধরা স্পোর্টস সিটিতে পর্দা নামলো প্যাডেল স্ল্যাম ২.০ টুর্নামেন্টের

বসুন্ধরা স্পোর্টস সিটিতে সফলভাবে পর্দা নেমেছে ‘আহসান গ্রুপ প্রেজেন্টস প্যাডেল স্ল্যাম ২.০, পাওয়ার্ড বাই অ্যাসেট ডেভেলপমেন্টস’ টুর্নামেন্টের। শনিবার ফাইনাল ম্যাচগুলোর মধ্য দিয়ে শেষ হয় তিন দিনব্যাপী এই জমকালো প্রতিযোগিতা।

১০ দিন আগে