বোলারদের নৈপুণ্যে ১১৭ রানে অলআউট আয়ারল্যান্ড

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ১৬: ১২

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডকে ১১৭ রানে গুটিয়ে দিয়েছে টাইগাররা। ফলে সিরিজ জিততে টাইগারদের করতে হবে ১১৮ রান। রিশাদ হোসেন এবং মোস্তাফিজুর রহমান দু’জনেই তিনটি করে উইকেট নেন এদিন।

টস হেরে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ৪ ওভারে ৩৮ রান তুললেও এরপর থেকে তাদের উইকেট পতনের ধারা শুরু হয়। প্রথম আঘাত আসে শরীফুল ইসলামের হাতে। তার এক দুর্দান্ত স্লোয়ারে ১০ বলে ১৭ রান করা টিম টেক্টর আউট হন। পরের ওভারে মোস্তাফিজুর রহমান হ্যারি টেক্টরকে (৫) বোল্ড করেন।

এরপরও আয়ারল্যান্ডের উইকেট পতন অব্যাহত থাকে। লরকান টাকারও (১) শেখ মাহেদীর ঘূর্ণি শিকার হন এলবিডব্লিউ হয়ে। রিশাদ হোসেনের গুগলি এবং দারুণ ফিল্ডিংয়ে পল স্টার্লিং (২৭ বলে ৩৮) এবং গ্যারেথ ডেনলি (১০) আউট হন।

১৮তম ওভারে মোস্তাফিজ দুই উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত আইরিশদের বাকি উইকেটও নেন মোহাম্মদ সাইফউদ্দিন। মাত্র ১৯.৫ ওভারে আয়ারল্যান্ডের দল অল-আউট হয় ১১৭ রানে।

সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১২০ বলে মাত্র ১১৮ রান।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

টেক্টরের অর্ধশতক, বাংলাদেশকে ১৮২ রানের টার্গেট আয়ারল্যান্ডের

চতুর্থ উইকেটে ২৯ বলে ৪৪ রান যোগ করেন হ্যারি টেক্টর আর কুর্তিস ক্যাম্ফার। তানজিম সাকিবের বলে ক্যাম্ফার (১৭ বলে ২৪) আউট হন পারভেজ হোসেন ইমনের অবিশ্বাস্য এক ক্যাচে। ডাইভ দিয়ে বাজপাখির মতো ক্যাচটি তালুবন্দি করেন ইমন।

৫ দিন আগে

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি সিরিজে আজ (২৭ নভেম্বর) মাঠে নামছে বাংলাদেশ দল। চট্টগ্রামে টস জিতে আয়ারল্যান্ডের বিপক্ষে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

৫ দিন আগে

ভারতকে ৪০৮ রানে উড়িয়ে প্রোটিয়াদের ইতিহাস

৫৪৯ রানের অসম্ভব লক্ষ্য ছিল ভারতের সামনে। তবে জয় নয়, ড্র করাই ছিল তাদের লক্ষ্য। অন্তত হোয়াইটওয়াশ এড়ানো যেত। শেষ দিন ৮ উইকেট ছিল তাদের হাতে। ২ উইকেটে ২৭ রানে আজ (বুধবার) খেলা শুরু করেছিল ভারত।

৬ দিন আগে

ইংল্যান্ড-উইন্ডিজের গ্রুপে বাংলাদেশ, ম্যাচ কবে-কোথায়?

টুর্নামেন্টের চারটি গ্রুপের মধ্যে ‘সি’ গ্রুপে স্থান হয়েছে বাংলাদেশের। দুই টেস্ট খেলুড়ে ও টি-টোয়েন্টি পরাশক্তি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড রয়েছে এই গ্রুপে। সঙ্গে রয়েছে নেপাল আর প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা নেওয়া ইতালি।

৭ দিন আগে