আরব আমিরাতকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ম্যাচ বয়কটের শঙ্কা কাটিয়ে মাঠে নেমেও ব্যাটিংয়ে ভালো করতে পারেনি পাকিস্তান। ফখর জামানের ফিফটি এবং শাহিন শাহ আফ্রিদির ক্যামিও ইনিংসে তারা লড়াই করার মতো স্কোর গড়তে সক্ষম হয়। তবে বল হাতে দুর্দান্ত পারফর্ম করে সালমান আগার দল। সম্মিলিত পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতকে সহজে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নেয় পাকিস্তান।

বুধবার দুবাইতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া 'এ' গ্রুপের ম্যাচে ৪১ রানে জিতেছে পাকিস্তান। টস হেরে আগে ব্যাট করে তারা তোলে ৯ উইকেটে ১৪৬ রান। জবাবে ১৪ বল বাকি থাকতে স্বাগতিক আরব আমিরাত অলআউট হয় মাত্র ১০৫ রানে।

তিন ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট হয়েছে পাকিস্তানের। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতেরও। তারা আগেই জায়গা করে নিয়েছে সুপার ফোরে। আরব আমিরাত তিন ম্যাচে ২ আর ওমান দুই ম্যাচে ০ পয়েন্ট নিয়ে ছিটকে পড়েছে এশিয়া কাপ থেকে।

পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচের ঘটনার জেরে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) অভিযোগ করেছিল, সেদিন হাত না মেলানো নিয়ে তৈরি হওয়া বিতর্কে জিম্বাবুয়ের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট পক্ষপাতদুষ্ট ভূমিকা রেখেছিলেন এবং টসের সময় পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে পরামর্শ দিয়েছিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের সঙ্গে হাত না মেলাতে।

পিসিবি এরপর দাবি তোলে, পাইক্রফটকে অবিলম্বে এশিয়া কাপ থেকে সরিয়ে দিতে হবে। কিন্তু তা প্রত্যাখ্যান করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। জবাবে পাকিস্তানের বোর্ড হুমকি দেয়, পাইক্রফট ম্যাচ রেফারি থাকলে, তারা আরব আমিরাতের বিপক্ষে খেলবে না। সব মিলিয়ে তারা তৈরি করে এশিয়া কাপ বর্জনের আবহ।

শেষমেশ পাইক্রফট পাকিস্তানের ম্যানেজার ও অধিনায়কের কাছে ক্ষমা প্রার্থনা করায় কেটে যায় শঙ্কার কালো মেঘ। আরব আমিরাতের বিপক্ষে এক ঘণ্টা দেরিতে হলেও খেলতে নামে পাকিস্তান। শুধু তাই নয়, ম্যাচ রেফারির দায়িত্বে বহাল থাকেন পাইক্রফট।

ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের শুরুটা হয় ভীষণ বাজে। দলীয় ৯ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহান। এবারের আসরে টানা তৃতীয় ম্যাচে শূন্য রানে আউট হন সাইম। ফারহান করেন ৫ রান। দুজনকেই বিদায় করেন জুনাইদ সিদ্দিক।

এরপর অধিনায়ক সালমানকে নিয়ে দলকে টানেন ফখর। তৃতীয় উইকেটে আসে ৫১ বল ৬১ রানের জুটি। কিন্তু তারা বিচ্ছিন্ন হওয়ার পর ঘটে ছন্দপতন। ৭০ রানে ২ উইকেট থেকে ৯৩ রানে ৬ উইকেটের দলে পরিণত হয় পাকিস্তান। ফখর খেলেন ৩৬ বলে দুটি চার ও তিনটি ছক্কায় ৫০ রানের ইনিংস। ২০ রান করতে ২৭ বল লেগে যায় সালমানের। দ্রুত থামেন হাসান নওয়াজ ও খুশদিল শাহ।

ধুঁকতে থাকা পাকিস্তানের সংগ্রহ দেড়শর কাছাকাছি যায় মূলত শাহিনের কল্যাণে। তিনি মাত্র ১৪ বলে তিনটি ছক্কা ও দুটি চারে অপরাজিত থাকেন ২৯ রানে। স্বাগতিকদের পক্ষে জুনাইদ ১৮ রানে নেন ৪ উইকেট। ৩ উইকেট শিকার করতে সিমরানজিত সিংয়ের খরচা ২৬ রান।

লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতে ৩ উইকেট খুইয়ে চাপে পড়ে আরব আমিরাত। চতুর্থ উইকেট জুটিতে রাহুল চোপড়া (৩৫ বলে ৩৫ রান) ও ধ্রুব পরাশর (২৩ বলে ২০ রান) প্রতিরোধ গড়লেও রানের চাকা সচল করতে পারেননি। দুজন মিলে ৪৮ রান যোগ করতে খেলেন ৫১ বল। তাদেরকে বিচ্ছিন্ন করার পর তেতে ওঠেন পাকিস্তানের বোলাররা। ফলে স্রেফ ২০ রানে শেষ ৭ উইকেট হারায় আমিরাত।

ব্যাটের পর বল হাতে জ্বলে ওঠা ম্যাচসেরা শাহিন ১৬ রানে পান ২ উইকেট। সমান সংখ্যক উইকেট নিতে আবরার আহমেদ ১৩ ও হারিস রউফ ১৮ রান দেন। সাইম ও সালমান শিকার করেন একটি করে উইকেট। বাকি দুটি রানআউট।

ad
ad

খেলা থেকে আরও পড়ুন

উড়ন্ত সূচনার শেষটা জীর্ণ, কোনোমতে দেড় শ পেরল বাংলাদেশ

টি-টুয়েন্টি এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ম্যাচ জিতে সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে হলে এখন যত বেশি রানের ব্যবধানে হারাতে হবে আফগানিস্তানকে।

২ দিন আগে

ইসরায়েলকে আন্তর্জাতিক খেলাধুলা থেকে নিষিদ্ধের দাবি স্পেনের

সামরিক খাতেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে স্পেন। দেশটির সরকার প্রায় এক বিলিয়ন ইউরোর অস্ত্রচুক্তি বাতিল করেছে। এর মধ্যে এলবিট সিস্টেমসের সঙ্গে একটি ৭০০ মিলিয়ন ইউরোর রকেট লঞ্চার চুক্তিও রয়েছে।

৩ দিন আগে

সুপার ফোরের দৌড়ে টিকে থাকতে জিততেই হবে আজ

এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। হংকংয়ের সঙ্গে জয় ও শ্রীলংকার সঙ্গে হারে টাইগারদের সংগ্রহ ২ পয়েন্ট। এদিকে আফগানিস্তান একটিই ম্যাচ খেলেছে হংকংয়ের সঙ্গে। সে ম্যাচে জিতে তাদের পয়েন্টও ২। আর গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলংকা, দুই ম্যাচের দুটিতেই জয় পাওয়ায় তাদের পয়েন্ট ৪।

৩ দিন আগে

সুপার ফোরের দরজায় শ্রীলংকা, খালি হাতে বিদায় হংকংয়ের

বাংলাদেশের সঙ্গে ম্যাচে আফগানিস্তান জিতলে বাংলাদেশ ছিটকে পড়বে সুপার ফোর থেকে, আফগানিস্তান ও শ্রীলংকার সুপার ফোর নিশ্চিত হবে। তবে বাংলাদেশ জিতলে শ্রীলংকা-আফগান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুপার ফোরের সমীকরণ মেলানোর জন্য।

৩ দিন আগে