ঋণখেলাপির তালিকায় নাম, চেম্বার জজ আদালতে আবেদন মাহমুদুর রহমান মান্নার

বিবিসি বাংলা
মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট খারিজের পর এবার আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে করা এই আবেদনের শুনানি স্ট্যান্ড ওভার বা মুলতবি রেখেছেন চেম্বার জজ মো. রেজাউল হক।

গত ২৪শে ডিসেম্বর মি. মান্নার করা রিট খারিজ করে হাইকোর্ট। ফলে তার নির্বাচন অংশ নেওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।

ওইদিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, ঋণের একটা অংশ পরিশোধ করে হাইকোর্টে রিটটি করেছিলেন মি. মান্না। যাতে সিআইবি থেকে ওনাদের নাম প্রত্যাহার করা হয়। নাম প্রত্যাহার হলে নির্বাচনে অংশ নিতে পারবেন তিনি।

তবে, মি. মান্নার আইনজীবীদের ওই ব্যাখ্যায় সন্তুষ্ট না হওয়ায় রিটটি খারিজ করে দেয় হাইকোর্ট।

বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, ঋণের দুই শতাংশ জমা দিতে হয়।

মি. মান্না দুই শতাংশের বেশি পরিশোধ করেছেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন আদালতে।

তবে রিট খারিজ করে হাইকোর্ট বলেছে, সিআইবির তালিকা থেকে মি. মান্নার নাম প্রত্যাহার করতে বাংলাদেশ ব্যাংককে কোনো নির্দেশনা দেবে না আদালত।

যেখান থেকে মি. মান্না ঋণ নিয়েছেন সংশ্লিষ্ট সেই ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংককে এই তথ্য দেবে বলে জানিয়েছে হাইকোর্ট।

এর আগে, এ বছরের ১৫ ই ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া পরিশোধ না করলে মাহমুদুর রহমান মান্নার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এক নোটিশ পাঠায় ইসলামী ব্যাংকের বগুড়ার একটি শাখা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সীমান্ত দিয়ে কোনো অপরাধী যাতে পালাতে না পারে: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলি হতে হবে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সীমান্ত দিয়ে যাতে বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে। সীমান্তে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

৪ ঘণ্টা আগে

চেম্বারের আদেশে ঋণখেলাপির তালিকা থেকে বাদ, ভোটে বাধা কাটল মান্নার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ আসন থেকে নির্বাচন করবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আসন সমঝোতার অংশ হিসেবে তার জন্য আসনটি ছেড়ে দিয়েছে বিএনপিও। কিন্তু সিআইবির ঋণখেলাপির তালিকায় নাম থাকায় তার নির্বাচনের প্রার্থী হওয়া নিয়ে শঙ্কা ছিল।

৬ ঘণ্টা আগে

ভোটকেন্দ্র মেরামত, সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

আজ রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

২১ ঘণ্টা আগে

সারা দেশে ২৭৮০ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ, জমা ৩১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান, জামানত জমা, প্রস্তাবকারী-সমর্থনকারীর যোগ্যতা, রাজনৈতিক দলের প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র বাছাই, প্রার্থিতা প্রত্যাহার এবং বৈধ প্রার্থীর তালিকা প্রকাশসহ বিভিন্ন বিষয়ে একটি পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

১ দিন আগে