রাশিয়া ফটোঅলিম্পিকের চূড়ান্ত পর্বে বাংলাদেশের পিনু রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াডের আসর ‘ফটোঅলিম্পিক ২০২৫’ আসরের চূড়ান্ত পর্বের জন্য মনোনীত হয়েছেন পিনু রহমান। ইনসেটে পিনুর তোলা ছবি ‘ক্যানভাস অব দ্য স্যান্ড ফ্লাইট’। কোলাজ: রাজনীতি ডটকম

আলোকচিত্রের নানা আন্তর্জাতিক ইভেন্টে সম্মাননা ও পুরস্কার নিয়ে আসার পর এবার আন্তর্জাতিক আলোকচিত্র অলিম্পিয়াডের আসর ‘ফটোঅলিম্পিক ২০২৫’ আয়োজনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ব্যাংকার-আলোকচিত্রী পিনু রহমান। তিন ধাপের বাছাই শেষে আগামী আগস্টে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠেয় এ আয়োজনের চূড়ান্ত আসরের জন্য এরই মধ্যে মনোনয়ন পেয়েছেন তিনি।

এ বছরের জানুয়ারিতে শুরু হয় আলোকচিত্রের বৈশ্বিক এই অলিম্পিয়াড। বিশ্বের ৬৩টি দেশের ৩৮৭ জন আলোকচিত্রী এতে অংশ নেন। জুন পর্যন্ত তিন ধাপের বাছাইপর্ব পেরিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে পেরেছেন মাত্র ৯৬ জন।

১২টি আন্তর্জাতিক স্বীকৃতি আর ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আর্ট ফটোগ্রাফারসের (আইএএপি) স্যালন ডিপ্লোমা অ্যাওয়ার্ড পিনু রহমানকে এই ৯৬ জনের মধ্যে জায়গা করে দিয়েছে।

পিনু জানালেন, প্রতিযোগিতায় স্যালন ডিপ্লোমা ক্যাটাগরিতে ‘প্রকৃতি (রং— মনো ডিজিটাল)’ থিমে ‘ক্যানভাস অব দ্য স্যান্ড ফ্লাইট’ শিরোনামের একটি আলোকচিত্র জমা দিয়েছিলেন। আন্তর্জাতিকভাবে ছবিটি ব্যাপকভাবে প্রশংসিত হয়, যা তাকে সেন্ট পিটার্সবার্গের চূড়ান্ত আসরে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছে।

রাশিয়া ও সার্বিয়ার আলোকচিত্রীদের দুটি সংগঠন লিগ অব প্রফেশনাল ফটোগ্রাফার্স অব রাশিয়া ও টুয়েন্টিফোর ফ্রেম ফটোগ্রাফিক কমিউনিটি অব সার্বিয়া যৌথভাবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আয়োজন করেছে। ছবির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উদ্‌যাপন করাই এ আয়োজনের লক্ষ্য।

পিনু রহমান রাজনীতি ডটকমকে বলেন, চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হওয়ার খবর আয়োজক কর্তৃপক্ষ চিঠি পাঠিয়ে জানিয়েছে। আগামী ১৮ থেকে ২৪ আগস্ট রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে এই ফটো অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব চলবে। তারা জানিয়েছে, ওই সময় প্রতিযোগীদের দুটি লাইভ ফটো শুটিং রাউন্ডে অংশ নিতে হবে। সেন্ট পিটার্সবার্গের রং-রূপ-সৌন্দর্য ও প্রকৃতিকে ধারণ করতে হবে ক্যামেরায়।

Canvas-Of-The-Sand-Flight-By-Pinu-Rahman-17-06-2025

প্রকৃতি থিমে তোলা পিনু রহমানের ছবি ‘ক্যানভাস অব দ্য স্যান্ড ফ্লাইট’ আন্তর্জাতিকভাবে ছবিটি ব্যাপক প্রশংসিত হয়, যা তাকে সেন্ট পিটার্সবার্গের চূড়ান্ত আসরে পৌঁছে দিতে বড় ভূমিকা রেখেছে। ছবি: পিনু রহমানের সৌজন্যে

ওই দুই লাইভ ফটো শুটিং রাউন্ডের পর রাশিয়াসহ আরও কয়েকটি দেশে একটি আন্তর্জাতিক প্রদর্শনীর মাধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে। প্রতিযোগিতায় বিজয়ীদের ছবি নিয়ে ‘অলিম্পিক অ্যালমানাক’ শিরোনামে একটি বিশেষ সংকলনও প্রকাশ করা হবে।

পিরোজপুরে বেড়ে ওঠা পিনু রহমানের পড়ালেখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে। তবে ছাত্রজীবন থেকেই ক্যামেরা আর ছবির নেশা ঘিরে ধরে তাকে। এরপর রূপালী ব্যাংকে যোগ দিয়ে পেশাজীবনে সফল ব্যাংকারের তকমা পেলেও ছবির নেশা তাকে ছাড়েনি। এখনো প্রতি শুক্র-শনিবারের সাপ্তাহিক ছুটিতে ছবির নেশায় ঘুরে বেড়ান দেশের আনাচে-কানাচে। পিনুর ভাষায় এই দুদিন তার ‘ছবিবার’, যে দুটি দিনে তার ক্যামেরায় উঠে আসে প্রাণ-প্রকৃতির প্রতিচ্ছবি, শহর-গ্রামের কথকতা, মানুষ ও জীবনের গল্প।

জানতে চাইলে পিনু রহমান রাজনীতি ডটকমকে বলেন, ছবির মাধ্যমে মানুষের জীবনের গল্প তুলে আনার অভিজ্ঞতা অনন্য, অত্যন্ত তৃপ্তিদায়ক। সে কারণেই ছবির জন্য নানা জায়গায় ঘুরে বেড়াই। সেসব ছবি যখন আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যমে বা প্রতিযোগিতায় স্থান পায়, আমার সবসময়ই মনে হয়েছে এসব ছবি বাংলাদেশকে তুলে ধরছে সবার সামনে। দেশকে প্রতিনিধিত্ব করার এই অনুভূতিরও কোনো তুলনা নেই।

ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে তুলে ধরার কাজটিও পিনু বহুবার করেছেন। জিতে নিয়েছেন ৮০টির বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা। ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাসোসিয়েটস (আইএএ), কিওক্সিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ও নিউইয়র্কের ডেকাগন গ্যালারির মতো আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দেশের বিভিন্ন স্থানে তো বটেই, দেশের বাইরে যুক্তরাজ্যের রয়্যাল ফটোগ্রাফিক সোসাইটি, দুবাইয়ের ইতিহাদ মিউজিয়াম, গ্রিসের ব্ল্যাংক ওয়াল গ্যালারি, প্যারিসের এসকেপ ব্যুরোপেয়ার আর্ট গ্যালারি ও লন্ডনের গ্র্যানারি স্কয়ারের মতো বিখ্যাত গ্যালারিতে পিনু রহমানের ছবি স্থান পেয়েছে। প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান, দ্য টাইমস, ডয়চে ভেলে, আলজাজিরার মতো আন্তর্জাতিক সব গণমাধ্যমে।

এভাবেই ছবি তুলে যেতে চান পিনু, তার ক্যামেরার লেন্স দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে যেতে চান বিশ্বমঞ্চে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহাল করে প্রজ্ঞাপন জারি

এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীর তৎকালীন জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া ৮৫ জন কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়।

১১ ঘণ্টা আগে

সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

আবহাওয়া অফিস জানায়, উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িষ্যার উপকূলের অদূরে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ ওড়িষ্যার উপকূল এলাকায় অবস্থান করছে

১২ ঘণ্টা আগে

হীড বাংলাদেশে ২ জনের নিয়োগ, বেতন প্রায় ৪৮ হাজার টাকা

১২ ঘণ্টা আগে

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৩৮০

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৭৪ জন, খুলনা বিভাগে (সিটি করপোর

১২ ঘণ্টা আগে