ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ১৬: ১০

ভূমিকম্পে কেঁপে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকাসহ সারাদেশ। ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল ধরেছে। কোথাও কোথাও পলেস্তরা খসে পড়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প হয়। এতে আতঙ্কে হলের বাইরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় লাফ দিতে গিয়ে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তারা হাতে পায়ে ব্যথা পেয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দুই শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থী ভবন থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন।

এছাড়া স্যার এ এফ রহমান হলের ১০৫ নম্বর কক্ষের আসবাবপত্র ভেঙে পড়েছে। তবে কেউ আহত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

ভূমিকম্পে শামসুন নাহার হলের একটি ভবনের মিড বিল্ডিংয়ের একটি অংশে ফাটল ধরেছে। এছাড়া বারান্দায় অনেকটুকু জায়গা ফাকা হয়ে পড়েছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা আতঙ্কে মাঠে নেমে আসেন।

ভূমিকম্পে মাস্টার দা সূর্য সেন, বিজয় একাত্তর হল ও শেখ মুজিবুর রহমান হলে কারো কোনো ক্ষতি হওয়ার খবর পাওয়া যায়নি৷

কবি জসীম উদদীন হলের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় পলেস্তারা ভেঙে পড়ে যায়। শিক্ষার্থীদের দাবিতে কিছুদিন আগে দুটি বিল্ডিংয়ের মাঝের ফাঁকা বন্ধ করতে নতুন পলেস্তারা লাগানো হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান উদ্দিন বলেন, কাপড় ধুতে ওয়াশরুমে ছিলাম। হঠাৎ ভূমিকম্পে সামনে পেছনে যাওয়া শুরু করেছি। কি করব, বুঝে উঠতে পারছিলাম না।

স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী আশফাক বলেন, ঘুম থেকে উঠেই দেখি, ফ্যান নড়ছে। এমন মাত্রায় কখনো দেখিনি। ভেবেছি, আজকেই হয়তো জীবনের শেষদিন।

শিক্ষার্থীরা দ্রুত বিশ্ববিদ্যালয়ের সব ভবন পর্যবেক্ষণের দাবি জানিয়েছেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভূমিকম্প— ঢাকা-না.গঞ্জে নিহত ৪, অনেক ভবনে ফাটল

রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কেঁপেছে সারা দেশ। ছুটির দিনের সকালে এ ভূমিকম্প আতঙ্ক ছড়িয়েছে মোনুষের মধ্যে। এরই মধ্যে ভূমিকম্পে ঢাকায় একটি ভবনের রেলিং ভেঙে রাস্তায় পড়লে তিন পথচারী ও নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। রাজধানী ভবন হেলে পড়াসহ একাধিক ভবনে ফাটলের তথ্

৪ ঘণ্টা আগে

ছুটির দিনের সকালে ভূমিকম্পে কেঁপে উঠল সারা দেশ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের হিসাব বলছে, ভূমিকম্পের অনুমিত মাত্রা রিখটার স্কেলে ৫.২। বাংলাদেশের নরসিংদীর ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে এর উৎপত্তি। বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে এটি প্রভাব ফেলেছে।

৬ ঘণ্টা আগে

সশস্ত্র বাহিনী দিবস: শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সেখানে রাষ্ট্রপতি শিখা অনির্বাণের বেদীতে পুষ্পস্তবক অর্পণের পর শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন। তিন বাহিনীর একটি চৌকস দল এ সময় সামরিক কায়দায় অভিবাদন জানায়। বিউগলে বাজানো হয় করুণ সুর। পরে রাষ্ট্রপতি শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন।

৬ ঘণ্টা আগে

দুই ভবনের মাঝ থেকে ইস্ট ওয়েস্ট শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

পুলিশ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) ফুটেজে দেখা গেছে, ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ভবনের ছাদ থেকে লাফ দিয়ে নিচে পড়ে গেছেন। তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

১৬ ঘণ্টা আগে