চাকসু হবে জাতীয় নির্বাচনের রিহার্সেল: চবি উপাচার্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১২: ৩৭
চবি উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মহড়া (রিহার্সেল) হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

তিনি বলেন, এটা শিক্ষার্থীদের নির্বাচন। চমৎকারভাবে প্রচার হয়েছে। কাউকে বাধা দেওয়া হয়নি। নির্বাচনের জন্য প্রয়োজন অনুকূল পরিবেশ। কোড অব কনডাক্ট মেনে তারা চমৎকার নির্বাচনের অনুকূল পরিবেশ বজায় রেখেছে। এই কৃতিত্ব তাদের। এটা জাতীয় নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরির এবং রিহার্সাল হিসেবে বিবেচিত হবে।

বুধবার (১৫ অক্টোবর) সকালে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হলে কেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ দিন সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ১৫টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্য দিয়ে চাকসু নির্বাচনের জন্য শিক্ষার্থীদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটল।

চবি উপাচার্য বলেন, বহুল প্রতীক্ষিত এই চাকসু নির্বাচন। প্রায় তিন যুগ নির্বাচন হয়নি। এখন সব প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণ শুরু হয়েছে। নিরাপত্তা, যাতায়াতসহ প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সুশৃঙ্খলভাবে এই নির্বাচনের আয়োজন করেছি।

চাকসুর ব্যালট পেপারে বৃত্ত ভরাট করে ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রসঙ্গে উপাচার্য ইয়াহইয়া আখতার বলেন, বৃত্ত ভরাট করার ব্যবস্থা রেখেছি কারণ ক্রস দেওয়া থাকলে অনেক সময় অনেক রকম অসুবিধা হতে পারে। শুধু একটা জিনিস আমাদের মাথায় বেশি ছিল, ছাত্রদের সুবিধা কীভাবে ভোট দিতে, তাদের সুবিধা কীভাবে হবে, কী প্রয়োজন লাগবে। সেই জিনিসগুলো আমরা পূরণ করেছি।

নির্বাচন সুষ্ঠু হচ্ছে কি না, সেটি সাংবাদিকদেরই দেখতে বলেন চবি উপাচার্য। বলেন, সেখানে পোলিং এজেন্টরা যেন থাকতে পারে, প্রার্থী যারা আছে তাদের যেন এজেন্ট থাকতে পারে, এগুলো নির্বিঘ্নভাবে হয়েছে কি না সেটা আপনারাই দেখুন। আমরা বলব কেন, আমরা (ভোট) নির্বিঘ্নভাবে সম্পন্ন করছি?

চাকসু নির্বাচনে ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচনকে অনুসরণ করা হচ্ছে কি না— এমন প্রশ্নের জবাবে চবির উপউপাচার্য কামাল উদ্দিন বলেন, প্রতিটা বিশ্ববিদ্যালয়ই স্বায়ত্তশাসিত। ওইটা তাদের নির্বাচন, এইটা আমাদের নির্বাচন। আপনারা যদি বলেন যে ডাকসুকে শতভাগ অনুসরণ করছি কি না— না, সেটা আমরা করি নাই। বাট তাদের থেকে আমরা এক্সপেরিয়েন্স নিয়েছি। যে সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো সমাধান করার জন্য বিকল্প ব্যবস্থাগুলো তৈরি করেছি।

ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি ও সুবিধাজনক ওএমআর মেশিন তৈরির কথা জানিয়ে চবির এই উপউপাচার্য বলেন, আমাদের যে ছবিযুক্ত ভোটার তালিকা, সেটা তো অন্য কোনো বিশ্ববিদ্যালয় করেনি। এটা অনেক কষ্টসাধ্য কাজ হলেও আমরা করেছি। আবার যে ওএমআর মেশিন, আমরা পর্যাপ্ত পরিমাণে রেখেছি, যেন খুব সুন্দরভাবে অল্প সময়ে ভোট গণনা করা যায়।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত প্রতিটা প্রক্রিয়াতেই তো আপনি একজন পার্ট। আপনি আমাদের সঙ্গে থাকবেন, আপনারা দেখবেন আমরা অযথা টাইম কিল করছি কি না।

কামাল উদ্দিন বলেন, আমাদের নির্বাচনটাকে আমরা ইনক্লুসিভ নির্বাচন বলছি। কেন ইনক্লুসিভ, সেখানে শুধু কে কাকে ভোট দিচ্ছে- সেটা ছাড়া পুরো প্রসেসের সাথে আপনিও আমাদের সহযাত্রী।

শতভাগ স্বচ্ছভাবে ভোট গণনা শেষে ফল ঘোষণার জন্য ‘যৌক্তিক’ সময় যেটুকু লাগে সেটুকু সময় দিতে হবে মন্তব্য করে উপউপাচার্য কামাল উদ্দিন বলেন, আমরা ত্রুটিযুক্ত কাজ করতে চাই না। আন্তরিকভাবে চেষ্টা করে নিখুঁতভাবে কাজ শেষ করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকু দিতে হবে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

স্ত্রীসহ সাবেক সচিব মহিবুলের ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

এ ছাড়া মহিবুল হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা ও গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় ০৬টি দলিল মূলে ১.৭২ একর জমি, মহিবুল হকের মেয়ে মোশরেকা মৌমিতা হকের নামে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় ০.১২৪৩ একর জমি ও মহিবুল হকের স্ত্রী সৈয়দা আফরোজা বেগম নামে ঢাকার মহাখালী ডিওএইচএস এলাকায় ২৭০০ স্কয়ার ফিট আয়তনের

২ ঘণ্টা আগে

তিতুমীরে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৮

সরকারি তিতুমীর কলেজে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে অন্তত আটজন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

৩ ঘণ্টা আগে

দুই কোটি টাকা পাচ্ছে হাদির পরিবার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা এবং জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

৩ ঘণ্টা আগে

গ্রেপ্তারি পরোয়ানার পর আত্মসমর্পণ, জামিন পেলেন সিমিন রহমান

ভুয়া স্বাক্ষর ও স্ট্যাম্প জালিয়াতি করে ট্রান্সকম গ্রুপের ১৪ হাজার ১৬০টি শেয়ার আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রতিষ্ঠানটির সিইও সিমিন রহমান ও তার মা মিসেস শাহনাজ রহমান।

৩ ঘণ্টা আগে