রাবিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিরুদ্ধে কর্মসূচি

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার (৩০ জুন) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই আন্দোলন কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল বাতিল, সব কোটার পরিমাণ ১০ শতাংশের নিচে কমিয়ে আনা এবং একজন কোটা সুবিধা ভোগ কারী জীবনে যেকোনো পর্যায়ে একবার মাত্র কোটা সুবিধা নেয়ার দাবিসহ বিভিন্ন দাবি উল্লেখ করেন।

এ সময় তাঁরা 'কোটা প্রথায় নিয়োগ পেলে দুর্নীতি বাড়ে প্রশাসনে', 'মেধাবীদের যাচাই করো কোটা পদ্ধতি বাতিল করো', '১৮ এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার', 'দেশটা নয় পাকিস্তান কোটার হোক অবসান', 'কোটা বৈষম্যরা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক' ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

আন্দোলনে অংশ নিয়ে পপুলেশন সায়েন্স এন্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থী আমানুল্লাহ খান বলেন, কোটা থাকা কোনো দেশের জন্য শুভলক্ষণ না। কিন্তু আমাদের দেশটা যারা রক্ত দিয়ে স্বাধীন করেছে সাংবিধানিক ভাবেই তাঁদেরকে সেটার প্রতিদান দেয়া হয়েছে, এবং সেটার ফল তাদের বর্তমান প্রজন্মও এখন অবধি ভোগ করতেছে। কিন্তু সেই প্রতিদানের পরিমাণ ই বা কতটুকু হওয়া দরকার ছিলো। তাঁরা সংখ্যায় দেশের মোট জনসংখ্যার ২ শতাংশেরও কম, এবং তাদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে ৫৬ শতাংশ। যেটা একেবারেই অযৌক্তিক। রেলওয়েতে তাঁদের জন্য কোটা নির্ধারণ করা হয়েছে ৮২ শতাংশ। যেটা বলা যায় সম্পূর্ন কোটার দখলেই। আমরা কোটা বাতিল চাই না, কোটা পদ্ধতির সংস্কার চাই। আমাদের দাবি এই কোটা শতাংশের পরিমাণ সর্বোচ্চ ১০ শতাংশ করা হোক। এবং সেই সাথে কোটার সুবিধা ভোগ কারীরা জীবনে যেকোনো ক্ষেত্রে একবার কোটার সুবিধা নিতে হবে।

সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী সজীব বলেন, আমাদের পূর্বসূরিরাও এই কোটা বাতিলের দাবিতে আন্দোলন করেছেন। তারপর সাংসদে প্রধানমন্ত্রী কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এবার আবারও সেটা প্রবর্তন করা হলো। আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে সাম্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু স্বাধীনতার ৫৩ বছরে এসেও সাম্য প্রতিষ্ঠিত হয় নি। আমাদের দেশের কোটা পদ্ধতিতে একজন শিক্ষার্থী কোটা ব্যবহার করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পরবর্তীতে আবার এই কোটা ব্যবহার করছে। তার এক জীবদ্দশায় কয়েকবার ব্যবহার করে। এই পদ্ধতি বাতিল করতে হবে। একজন মানুষ তার জীবদ্দশায় একবারই কোটা ব্যবহার করতে পারবে এমন নিয়ম করা হোক।

সংস্কৃত বিভাগের শিক্ষার্থী আল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই মধ্যবিত্ত নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে আসে। এবং এদের মধ্যে বেশির ভাগই কৃষক শ্রমিকের সন্তান। কিন্তু এছাড়া বাকি যারা আসে তাঁরা সবাই প্রায় প্রতিষ্ঠিত পরিবার থেকেই আসে। এবং দেখা যায় কোটার সুবিধাও কিন্তু তারা পেয়ে থাকে। একজন কৃষক হাড়ভাঙা পরিশ্রম করে তার সন্তানকে পড়াশোনা করায়, কিন্তু তারা কোটা সুবিধা পায় না। অন্যদিকে যাদের বাবা মা সরকারি চাকরি করে, প্রতিষ্ঠিত পরিবারের সন্তান তারা ঠিকই কোটার সুবিধা লুফে নিচ্ছে। কোটা থাকলে তো কৃষকের সন্তানের জন্য থাকা দরকার ছিলো, মজুর শ্রমিকের সন্তানদের থাকা দরকার ছিলো। কিন্তু সেটা না হয়ে যারা সুবিধা পাচ্ছে, তাঁরা আরো বেশি পাচ্ছে। আর যারা পাচ্ছে না, তাঁরা মোটেই পাচ্ছে না।

কর্মসূচিতে আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মহিবের সঞ্চালনায় এই সময় দেড় শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ভূমিকম্পে ঢাবির একাধিক হলের ভবনে ফাটল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের দুই শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের দুই শিক্ষার্থী ভবন থেকে লাফ দিতে গিয়ে আহত হয়েছেন।

৪ ঘণ্টা আগে

নরসিংদীতে দেয়াল ধসে দুজনের মৃত্যু, ভূমিকম্পে নিহত বেড়ে ৬

ভূমিকম্পে নরসিংদীর পলাশে মাটির দেয়াল ধসে এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। এ ছাড়া গাবতলীতে দেয়াল ধসে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে মৃত্যু বেড়ে দাঁড়াল ছয়জনে। এ ছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও দুই শতাধিক মানুষ।

৫ ঘণ্টা আগে

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

৫ ঘণ্টা আগে

ভূমিকম্পে যেসব ক্ষয়ক্ষতির তথ্য জানাল ফায়ার সার্ভিস

এর মধ্যে ফায়ার সার্ভিসও বেশকিছু কল পেয়েছে ভূমিকম্পের পরে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ক্ষয়ক্ষতির তুলনায় আতঙ্কই বেশি কাজ করেছে বলে উঠে এসেছে।

৬ ঘণ্টা আগে