স্বাস্থ্য

হৃদরোগের ঝুঁকি: সচেতন হোন

ডেস্ক, রাজনীতি ডটকম
হার্ট ভালো রাখতে চাই সচেতনতা

বর্তমান সময়ে বাংলাদেশের মানুষের বড় একটি স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে হার্ট অ্যাটাক। প্রতিবছর অনেক মানুষ অল্প বয়সেই এই রোগের কারণে প্রাণ হারাচ্ছেন। অথচ একটু সচেতন হলেই হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক কমানো সম্ভব। কারণ বেশিরভাগ সময় হার্ট অ্যাটাকের মূল কারণগুলো আমাদের নিজেদেরই তৈরি করা। আমাদের কিছু বদ-অভ্যাসই আসলে হৃদরোগের বড় শত্রু। এই অভ্যাসগুলো ঠিক করতে পারলেই আমরা সুস্থ থাকতে পারি।

ধূমপান এবং তামাকজাত পণ্য ব্যবহার হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণগুলোর একটি। তামাকের মধ্যে থাকা নিকোটিন ও কার্বন মনোক্সাইড আমাদের রক্তচাপ বাড়িয়ে দেয়। এ ছাড়া এগুলো ধমনীতে চর্বি জমার প্রক্রিয়াকে দ্রুততর করে। ফলে রক্ত চলাচলে বাধা তৈরি হয় এবং হৃদযন্ত্রের ওপর বাড়তি চাপ পড়ে। তাই হার্টের সুস্থতার জন্য প্রথম কাজ হলো ধূমপান পুরোপুরি বন্ধ করা। ধূমপান ছাড়তে চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপিও নেওয়া যেতে পারে।

খাবারের অভ্যাসও হৃদরোগের ঝুঁকির সঙ্গে গভীরভাবে জড়িত। আজকাল ফাস্টফুড ও প্রক্রিয়াজাত খাবারের প্রতি মানুষের আকর্ষণ বেড়েছে। অথচ এসব খাবার ধমনীর দেয়ালে দ্রুত চর্বি জমাতে সাহায্য করে, যা হার্ট অ্যাটাকের আশঙ্কা বাড়িয়ে দেয়। তাই প্রতিদিনের খাবারে প্রচুর শাকসবজি, ফল, এবং আঁশযুক্ত খাবার রাখা জরুরি। লবণ ও চিনির পরিমাণ কমানো উচিত এবং বাইরের খাবারের বদলে ঘরের রান্না করা স্বাস্থ্যকর খাবার খাওয়ার চেষ্টা করা উচিত।

শরীরচর্চার অভাবও হার্ট অ্যাটাকের একটা বড় কারণ। এখনকার ব্যস্ত জীবনে আমরা বেশিরভাগ সময় বসে কাজ করি। ফলে ওজন বাড়ে, রক্তচাপ বেড়ে যায়, এবং কোলেস্টেরল মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই সমস্যা থেকে রক্ষা পেতে দিনে অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম করা জরুরি। অফিসে দীর্ঘক্ষণ বসে থাকলেও মাঝেমধ্যে উঠে কিছুক্ষণ হাঁটা উচিত।

মানসিক চাপও হার্টের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চাপ শরীরে কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা রক্তচাপ এবং হৃদস্পন্দনের ওপর খারাপ প্রভাব ফেলে। স্ট্রেস কমাতে মেডিটেশন, যোগব্যায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন খুব উপকারী। এছাড়া পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজনে পরামর্শকের সাহায্য নেওয়াও ভালো উপায়।

ঘুমের অভাবও হার্টের শত্রু। প্রতিদিন ৭-৮ ঘণ্টা পরিমিত ঘুম প্রয়োজন। ঘুমের আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার না করাই ভালো। কারণ স্ক্রিনের আলো ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দেয়। ঘুম ঠিকঠাক হলে হার্টও ভালো থাকে।

আরেকটি বড় কারণ হলো মদ্যপান। অতিরিক্ত মদ্যপান রক্তচাপ বাড়ায় এবং হার্টের পেশিকে দুর্বল করে দেয়। সুস্থ থাকতে মদ্যপান পুরোপুরি এড়িয়ে চলা উচিত। পরিবর্তে পানি, গ্রিন টি বা ফলের রসের মতো স্বাস্থ্যকর পানীয় গ্রহণ করাই ভালো।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ঠিকমতো নিয়ন্ত্রণ না করলে হার্টের ওপর অতিরিক্ত চাপ পড়ে এবং ধমনীতে চর্বি জমে। তাই নিয়মিত রক্তচাপ ও রক্তের সুগার পরীক্ষা করানো এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা দরকার।

অতিরিক্ত ওজনও হৃদরোগের বড় কারণ। ওজন বাড়লে রক্তচাপ এবং কোলেস্টেরলও বেড়ে যায়। তাই স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং নিয়মিত ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

পর্যাপ্ত পানি পান করাও খুব জরুরি। পানি শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং রক্ত সঞ্চালন ঠিক রাখে। দিনে অন্তত ৮ গ্লাস পানি পান করা উচিত। কাজের ফাঁকে ফাঁকে পানি পান করার অভ্যাস গড়ে তুলতে হবে।

সব মিলিয়ে বলা যায়, জীবনযাত্রায় একটু পরিবর্তন আনলেই আমরা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমাতে পারি। ছোট ছোট অভ্যাস যেমন ধূমপান, অলসতা, খারাপ খাবার খাওয়া বা ঘুমের অভাব—এসবই একসময় বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তাই সময় থাকতে সচেতন হওয়া দরকার। সুস্থ হৃদয় মানেই দীর্ঘ, আনন্দময় জীবন—এটা মনে রেখে এখনই নিজেদের জীবনধারা ঠিক করে নেওয়া দরকার।

সূত্র: ল্যানসেট

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১৩০ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, ময়মনসিহং বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

১০ ঘণ্টা আগে

সংস্কার দিয়ে লুটপাটতন্ত্র ভেঙে ফেলতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

১১ ঘণ্টা আগে

দেশের সব মোবাইল বিক্রির দোকান বন্ধের ঘোষণা

মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে পিয়াসকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে জানান স্ত্রী সুমাইয়া চৌধুরী।

১৩ ঘণ্টা আগে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী’র নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে সিআইডি। অনুসন্ধানে অবৈধ অর্থ দিয়ে এসব শেয়ার ক্র

১৪ ঘণ্টা আগে