স্বাস্থ্য

মুখের দুর্গন্ধ দূর করার উপায়

ডেস্ক, রাজনীতি ডটকম

আমরা অনেকেই মুখের দুর্গন্ধ নিয়ে চিন্তিত থাকি। কারো সঙ্গে কথা বলার সময় যদি মুখে বাজে গন্ধ বের হয়, তাহলে লজ্জা লাগে। আবার অন্য কেউ যদি বলে—“তোমার মুখে গন্ধ হচ্ছে”—তাহলে মাথা নিচু হয়ে যায়। অথচ এই সমস্যাটা খুব সাধারণ। ছোট-বড়, নারী-পুরুষ সবারই হতে পারে। কিন্তু ভালো কথা হলো—সঠিক নিয়ম মানলে মুখের দুর্গন্ধ দূর করা যায়।

প্রথমে বুঝে নেওয়া দরকার, মুখে দুর্গন্ধ কেন হয়। এই গন্ধ সাধারণত মুখের ভেতর জমে থাকা ব্যাকটেরিয়া (অণুজীব) থেকে আসে। দাঁতের ফাঁকে জমে থাকা খাবার, জিভের ওপর জমে থাকা ময়লা, শুকনো মুখ, মুখে লালা কম হওয়া—এসব কারণে দুর্গন্ধ হয়। কেউ কেউ ঠিকমতো পানি খায় না। ফলে মুখ শুকিয়ে যায়, আর তখন দুর্গন্ধ হয়। আবার অনেক সময় পেটের সমস্যাও এর কারণ হতে পারে।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ড ক্লিনিকের মুখ ও দাঁত বিশেষজ্ঞ ড. ম্যাথিউ ম্যেসিনা বলেন, “মুখের দুর্গন্ধের প্রায় ৮০ শতাংশই আসে মুখের ভেতরের সমস্যা থেকে। সঠিকভাবে দাঁত ও জিভ পরিষ্কার না করলে, ব্যাকটেরিয়া গন্ধ তৈরি করে।” তিনি আরও বলেন, “দিনে দুইবার দাঁত ব্রাশ না করলে দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।”

তাহলে কীভাবে এই গন্ধ থেকে বাঁচা যায়? প্রথম উপায়—পরিষ্কার পরিচ্ছন্নতা। নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে দাঁত ব্রাশ করতে হবে। অনেকেই শুধু সকালে ব্রাশ করেন। কিন্তু রাতে না করলে সারাদিনের খাবারের কণা মুখে থেকে যায়। আর সেখান থেকে গন্ধ হয়।

এছাড়া জিভ পরিষ্কার করাও খুব দরকার। আমাদের জিভে অনেক সময় সাদা বা হলুদ রঙের আস্তরণ পড়ে। এটাও দুর্গন্ধের বড় কারণ। বাজারে জিভ পরিষ্কার করার জন্য টং স্ক্র্যাপার পাওয়া যায়। সেটা ব্যবহার করলে জিভ পরিষ্কার হয়। তবে জিভ পরিষ্কারের সময় খুব বেশি জোরে চাপ দেওয়া উচিত না।

মুখের দুর্গন্ধ দূর করতে লবণ পানি দিয়ে কুলকুচি করাও ভালো উপায়। এক গ্লাস গরম পানিতে অল্প লবণ মিশিয়ে দিনে দুইবার কুলকুচি করলে মুখে থাকা ব্যাকটেরিয়া কমে যায়। অনেক সময় মাউথওয়াশ ব্যবহার করলেও ভালো ফল পাওয়া যায়। তবে সবসময় কেমিক্যালযুক্ত মাউথওয়াশ না ব্যবহার করাই ভালো। প্রাকৃতিক উপায়ে বানানো মাউথওয়াশ বেছে নেওয়া ভালো।

খাবারের ব্যাপারেও সতর্ক হতে হয়। অনেক সময় যেসব খাবারে পেঁয়াজ, রসুন থাকে, সেগুলোর কারণে মুখে গন্ধ হয়। এগুলো খাওয়ার পরে দাঁত না মাজলে দীর্ঘ সময় পর্যন্ত গন্ধ থেকে যায়। তাই এ ধরনের খাবার খাওয়ার পর মুখ ধুয়ে নেওয়া বা দাঁত ব্রাশ করা জরুরি।

এছাড়া পানির অভাব থেকেও মুখে দুর্গন্ধ হতে পারে। মুখে যদি পর্যাপ্ত লালা তৈরি না হয়, তাহলে মুখ শুকিয়ে যায়। তখন ব্যাকটেরিয়া বাড়ে। তাই দিনে অন্তত ৮ গ্লাস পানি খেতে হবে। পানি খেলে মুখ আর্দ্র থাকে, আর ব্যাকটেরিয়া কমে যায়।

কানাডার টরন্টো ইউনিভার্সিটির গবেষক ড. হারল্ড কাটজ এই বিষয়ে বলেন, “মুখের লালার মধ্যে এমন কিছু উপাদান থাকে, যা ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। যারা কম পানি পান করেন, তাদের মুখ শুকিয়ে যায়। তখন এই লালার কাজ বন্ধ হয়ে যায়।” তাঁর মতে, মুখে দুর্গন্ধ রোধে বেশি করে পানি খাওয়া এবং মুখ আর্দ্র রাখা সবচেয়ে সহজ উপায়।

তবে কিছু সময় দুর্গন্ধের মূল কারণ মুখে নয়, শরীরের ভেতরে থাকে। যেমন, হজমের সমস্যা, লিভারের সমস্যা, ডায়াবেটিস বা টনসিলের সমস্যাও দুর্গন্ধ তৈরি করতে পারে। যদি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার পরও গন্ধ না যায়, তাহলে চিকিৎসকের সঙ্গে দেখা করা দরকার।

এই বিষয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের মুখ ও চোয়ালের রোগ বিশেষজ্ঞ ড. সোফিয়া ব্রাউন বলেন, “যদি কেউ দীর্ঘদিন মুখের দুর্গন্ধে ভোগেন, অথচ সব নিয়ম মেনে চলেন, তাহলে সেটা হতে পারে ভেতরের কোনো রোগের লক্ষণ। অনেক সময় গ্যাস, অ্যাসিড, বা পাকস্থলির ব্যাকটেরিয়াও মুখে দুর্গন্ধ তৈরি করে।”

তাই শুধু বাহির থেকে পরিষ্কার করলেই হবে না, ভেতরের দিকটাও ঠিক রাখতে হবে। ভালো খাবার খাওয়া, প্রচুর পানি পান করা, নিয়মিত ব্যায়াম করা—এসব স্বাস্থ্য ভালো রাখে। আর স্বাস্থ্য ভালো থাকলে মুখেও দুর্গন্ধ হয় না।

মুখে চিবিয়ে খাওয়া তাজা পুদিনা পাতা বা তুলসি পাতা থেকেও উপকার পাওয়া যায়। এই পাতাগুলোতে থাকে প্রাকৃতিক তেল, যা মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য করে। আবার লেবু ও আদার রস মিশিয়ে পান করলেও অনেক সময় ভালো ফল পাওয়া যায়।

সবশেষে বলা যায়, মুখের দুর্গন্ধ খুব ভয় পাওয়ার মতো বিষয় নয়। এটা আমাদের অনেকেরই হয়। কিন্তু নিয়ম মেনে চললে খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিদিনের জীবনে একটু যত্ন নিলেই মুখ থাকবে সুগন্ধময়, আর আত্মবিশ্বাসও বাড়বে।

সূত্র: ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১৩০ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, ময়মনসিহং বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

৮ ঘণ্টা আগে

সংস্কার দিয়ে লুটপাটতন্ত্র ভেঙে ফেলতে হবে: দেবপ্রিয়

দেবপ্রিয় বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। চলমান সময়ে দেশবাসী সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং মর্যাদাপূর্ণ নির্বাচন চায়। নির্বাচন নিয়ে জনগণের মাঝে শঙ্কা আছে। সেই শঙ্কা দূর করতে সরকার ও নির্বাচন কমিশনকেই দায়িত্ব নিতে হবে।

৮ ঘণ্টা আগে

দেশের সব মোবাইল বিক্রির দোকান বন্ধের ঘোষণা

মঙ্গলবার গভীর রাতে মিরপুর-১ এলাকার বাসা থেকে পিয়াসকে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ সময় তার মোবাইল ফোনটিও জব্দ করা হয় বলে জানান স্ত্রী সুমাইয়া চৌধুরী।

১০ ঘণ্টা আগে

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সাড়ে ৪ কোটি শেয়ার অবরুদ্ধ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার ভাই ইউসিবি ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক আনিসুজ্জামান চৌধুরী রনি এবং রনির স্ত্রী মেঘনা ব্যাংক পিএলসি’র সাবেক পরিচালক ইমরানা জামান চৌধুরী’র নামে থাকা মেঘনা ব্যাংকের প্রায় সাড়ে চার কোটি শেয়ার অবরুদ্ধ করেছে সিআইডি। অনুসন্ধানে অবৈধ অর্থ দিয়ে এসব শেয়ার ক্র

১২ ঘণ্টা আগে