প্রযুক্তি

যেভাবে হ্যাক হয় হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৭: ২৭

আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি পরিবার, বন্ধু আর কাজের যোগাযোগের জন্য। হোয়াটসঅ্যাপ বলেই তো নিশ্চিন্ত, তাই না? কিন্তু জানেন কি, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকেই হোয়াটসঅ্যাপ হ্যাকের শিকার হচ্ছেন?

হ্যাকাররা এখন এমন কিছু কৌশল ব্যবহার করছে, যার মাধ্যমে তারা আপনার অ্যাকাউন্টে ঢুকে যেতে পারে এবং আপনার নামেই অন্যদের প্রতারণা করতে পারে। চলুন জেনে নিই কীভাবে হোয়াটসঅ্যাপ হ্যাক হচ্ছে আর কীভাবে আপনি সতর্ক থাকতে পারেন।

কীভাবে হ্যাক হয় হোয়াটসঅ্যাপ?

ওটিপি চুরি করে

এটা সবচেয়ে বেশি ব্যবহৃত কৌশল। হ্যাকাররা ভুয়া পুরস্কার বা লোভ দেখিয়ে আপনাকে একটি ৬ সংখ্যার কোড (OTP) দিতে বলে। অনেকে না বুঝেই সেই কোডটি দিয়ে দেন। আর সেই কোড দিয়েই হ্যাকার আপনার অ্যাকাউন্টে ঢুকে পড়ে।

সতর্ক থাকুন: কেউ যদি হঠাৎ হোয়াটসঅ্যাপ কোড চায়, কখনই দেবেন না—even যদি সে পরিচিত কেউ হয়।

সিম সোয়াপ কৌশল

এই কৌশলে হ্যাকার আপনার সিম কার্ডের মতো আরেকটা সিম তৈরি করে। এরপর সেই সিম ব্যবহার করে আপনার হোয়াটসঅ্যাপসহ সব কিছু নিয়ন্ত্রণে নেয়।

সতর্ক থাকুন: হঠাৎ যদি আপনার ফোনে সিগন্যাল না আসে এবং কিছুক্ষণ পর দেখেন হোয়াটসঅ্যাপ লগআউট হয়ে গেছে, তাহলে দ্রুত মোবাইল অপারেটরে যোগাযোগ করুন।

হোয়াটসঅ্যাপ ওয়েব হাইজ্যাক

হোয়াটসঅ্যাপ ওয়েব এমন একটি সুবিধা, যেখানে ফোন ছাড়াও কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যায়। কেউ যদি আপনার ফোন কিছুক্ষণ নিয়ে স্ক্যান করে নেয়, তাহলে আপনি না জানলেও আপনার চ্যাট সে পড়তে পারবে।

সতর্ক থাকুন: মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ ওয়েব লগআউট করে দিন। হোয়াটসঅ্যাপে গিয়ে “Linked Devices” থেকে কোন কোন জায়গায় লগইন করা আছে, দেখে ফেলুন।

মার্জ কল ট্রিক

এই কৌশলে হ্যাকার ফোন করে পরিচিত হয়ে ওঠে, এরপর বলে "একজনকে কলে যোগ করুন"। আপনি সম্মতি দিলে ফোনে এমন একটা কল হয় যা হোয়াটসঅ্যাপের ওটিপি সংগ্রহ করে নিতে পারে।

সতর্ক থাকুন: অপরিচিত বা সন্দেহজনক কল এলে কখনই অন্য কাউকে কলে যোগ করবেন না।

কী করবেন নিরাপদ থাকতে?

  • হোয়াটসঅ্যাপে টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করে নিন
  • কারো সঙ্গে OTP বা ভেরিফিকেশন কোড শেয়ার করবেন না
  • ফোনে পাসওয়ার্ড বা লক ব্যবহার করুন
  • হোয়াটসঅ্যাপ ওয়েবে কোন কোন ডিভাইস লগইন আছে, মাঝে মাঝে চেক করুন
  • অচেনা নম্বর থেকে আসা লিঙ্ক বা মেসেজে ক্লিক করবেন না

আমরা যতই ডিজিটাল হই, ততই সচেতন হওয়া জরুরি। হ্যাকাররা খুব চালাক—তারা আপনার ভুলের সুযোগ নেয়। তাই হোয়াটসঅ্যাপ নিরাপদ রাখতে হলে নিজের সজাগ থাকা ছাড়া আর কোনো বিকল্প নেই।

সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

আরও দ্রুতগতির ইন্টারনেট প্যাকেজ বিটিসিএলে, ৪০০ টাকায় ২০ এমবিপিএস

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই উদ্যোগের ফলে গ্রাহকরা একই খরচে আগের চেয়ে বেশি দ্রুতগতির ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন।

৬ ঘণ্টা আগে

‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা ইইউয়ের

ইইউয়ের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াবস জানিয়েছেন, এ ক্ষেত্রে ‘সব রাজনৈতিক দলের অংশগ্রহণ’কে তারা শর্ত হিসেবে দেখছেন না। বরং দেশের সব শ্রেণিপেশার মানুষ নির্বাচনে বাধাহীনভাবে ভোট দিতে পারছেন কি না, সেটিই হবে মুখ্য বিবেচ্য বিষয়।

১৫ ঘণ্টা আগে

আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের তথ্য ইসিতে পাঠানোর নির্দেশ

এতে বলা হয়েছে, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠান এবং নির্বাচন পূর্ব অনিয়ম রোধকল্পে সূত্রোক্ত পরিপত্রের মাধ্যমে (পরিপত্র-৯) আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা প্রদান করা হয়েছে। একই সাথে উল্লিখিত সেলের কার্যপরিধি অনুযায়ী সেল কর্তৃক গৃহীত কার্যক

১৭ ঘণ্টা আগে

মনি চক্রবর্তীর হত্যাকাণ্ড সাম্প্রদায়িক নয়, পারিবারিক কলহের ফল

ফয়েজ আহম্মদ বলেন, নিহত ব্যক্তির ধর্মীয় পরিচয় সনাতন হওয়ায় ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় মিথ্যা প্রচারণা ছড়ানো হয়েছে, যেখানে এটিকে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপন করা হয়। তবে প্রাথমিক অনুসন্ধানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

১৮ ঘণ্টা আগে