বিজ্ঞান

স্পেনের ষাঁড় ও কালার ব্লাইন্ডের দু:খ

অরুণ কুমার
ষাঁড় লাল রং চিনতে পারে না

স্পেনের ষাড়ের লড়াই পৃথিবীর অন্যতম নৃশংস খেলায়। খেলা হয় একপেশে। বড় বড় ষাঢ়গুলোই মারা পড়ে। ম্যাটাডের, মানে যারা ষাড়ের সঙ্গে লড়াই করে, তারাও মাঝে মাঝে মাঝে মারাত্মক জখম হন। কখনো কখনো নিহতও হন। কিন্তু এ সংখ্যাটা খুব কম।স্পেনের ষাড়ের লড়াই পৃথিবীর অন্যতম নৃশংস খেলায়। খেলা হয় একপেশে। বড় বড় ষাঢ়গুলোই মারা পড়ে। ম্যাটাডের, মানে যারা ষাড়ের সঙ্গে লড়াই করে, তারাও মাঝে মাঝে মাঝে মারাত্মক জখম হন। কখনো কখনো নিহতও হন। কিন্তু এ সংখ্যাটা খুব কম।

এই খেলা যুগ যুগ ধরে মানুষকে ভুল বার্তা দিয়ে আসছে। খেলায় দেখা যায়, লাল কাপড় নাড়িয়ে ষাড়কে উত্তেজিত করেন ম্যাটাডোরেরা। সুতরাং মানুষ ধরেই নেয়, লাল কাপড়ের কারণেই ষাড় অমন খেপে ওঠে। হ্যাঁ, লাল কাপড় নাড়িয়ে ষাড়কে উত্যক্ত করা হয় বটে, কিন্তু এর জন্য কাপড়ের রং লাল হওয়ার দরকার নেই। যেকোনো কাপড় দেখিয়েই ষাড়কে উত্তেজিত করা সম্ভব।

আসল সত্যিটা হলো ষাড় বা গরু লাল রঙ দেখতেই পায় না। শুধু লাল নয়, কোনো রঙই ষাড়ের চোখে ধরা পড়ে না। কারণ ষাড় কালার ব্লাইন্ড।

যাদের গ্রামে বাড়ি তারা হয়তো একটা ব্যাপার খেয়াল করেছেন, গাভি বা গরুকে যখন খাবার দেওয়া হয়, তারা না শুঁকে মুখে দেয় না। সে যত চেনা খাবারই হোক।

না শুঁকে গরু বা ষাড়েরা খাবার মুখে কারণ, এরা খাবার চিনতে পারে না। রঙ চিনতে পারে না বলেই খাবার চেনে না।

কালার ব্লাইন্ড মানে এই নয়, তারা কোনো বস্তু দেখতে পায় না। দেখতে অবশ্যই পায়, তবে সব বস্তুর একটাই রঙ, কালচে ধূসর।

গরু চোখের রেটিনা ঠিক আমাদের চোখের মতো নয়। আমাদের চোখে বেনিআসহকলার যেমন সবকটি রঙ এসে ধরা দেয়, গরুর চোখে তেমন ঘটে না। আমাদের চোখ যেমন আল্ট্রা ভায়োলেট রে, এক্স-রে, গামা রে, বেতার তরঙ্গ, ইনফ্রারেড তরঙ্গ ধরতে পারে না, তেমনি গরুর চোখ বেনিআসহকলার সাতটি রঙয়ের কোনোটিই ঠিক মতো ধরতে পারে না। তাই বলে গরু সবকিছু কালো বা সাদা দেখে না। তবে কালার ব্লাইন্ডরা কোনো বস্তুকে কেমন দেখে সেটা অনুভব আমাদের জন্য কঠিন। তবে ভাসা ভাসা একটা ধারণা করা যেতে পারে, সেই রঙটা হয়তো কালচে ধূসর। কালার ব্লাইন্ডদের কাছে গোটা দুনিয়াটাই এমন। অনেক দুর্ভাগা মানুষও আছেন, যাঁরা কালার ব্লাইন্ড।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে সফটওয়্যারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

৩ ঘণ্টা আগে

নিজ বাসায় জামায়াত নেতা খুন

ঘটনার সত্যতা স্বীকার করেছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক। তিনি জানান, রাতে ঘরের গ্রিল কেটে একদল চোর প্রবেশ করে। এ সময় ঘুমিয়ে ছিলেন আনোয়ার উল্লাহ ও তার স্ত্রী। তাদের দুজনের হাত-পা ও মুখ বেঁধে চোর চক্র ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে আনোয়ার

৪ ঘণ্টা আগে

আপিল শুনানির চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৩ জন

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে চতুর্থ দিনের শুনানি শেষে রায় দেয় নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানিতে অন্য নির্বাচন কমিশনাররাও অংশ নেন।

৫ ঘণ্টা আগে

বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ক্যাম্পের সব সেনাসদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে বিএনপির নেতা শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে।

৭ ঘণ্টা আগে