ইরানের কাশিম বশির ক্ষেপণাস্ত্রের বিশেষত্ব

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৪ জুন ২০২৫, ২০: ৩৪

মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও প্রতিরক্ষার নতুন একটি অধ্যায় শুরু হয়েছে। ইরান সম্প্রতি একটি নতুন ক্ষেপণাস্ত্রের ঘোষণা দিয়েছে, যার নাম কাশিম বশির। শুধু নামেই নয়, ক্ষমতাতেও এই ক্ষেপণাস্ত্র যেন একটি চমক। এটি এমন এক প্রযুক্তিতে নির্মিত, যা অত্যন্ত শক্তিশালী ও প্রতিরক্ষা–ব্যবস্থা ভেদে সক্ষম। বিশেষ করে ইজরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্রের গতি, রাডার ফাঁকি ও শেষ মুহূর্তের কৌশলের সামনে অসহায় হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে।

এই ফিচারে আমরা সহজ ভাষায় বুঝব, কীভাবে ‘কাশিম বশির’ এত উন্নত, কেন এটি আয়রন ডোমের মত প্রতিরক্ষা প্রযুক্তিকে ঠকাতে সক্ষম, এবং এ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞদের কী মতামত।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এই ক্ষেপণাস্ত্রটির উন্মোচন করে ২০২৪ সালের মে মাসে। এটি তৈরি করা হয়েছে শহীদ কাশিম সোলায়মানির নাম অনুসারে। কাশিম ২০২০ সালে এক মার্কিন ড্রোন হামলায় নিহত হন। কাশিম বশির অর্থাৎ ‘বার্তাবাহক কাশিম’ – যেন প্রতিশোধ আর প্রতিরক্ষা দুইয়ের প্রতীক।

প্রযুক্তিগত গুণাগুণ – কীভাবে এটি আয়রন ডোমকে ফাঁকি দেয়? কাশিম বশির ক্ষেপণাস্ত্রটি মূলত একটি মিডিয়াম রেঞ্জ ব্যালাস্টিক মিসাইল (এমআরবিএম)। এটি দুই ধাপে চলে – অর্থাৎ লঞ্চের পর প্রথম ইঞ্জিন গতি দেয় এবং দ্বিতীয় ধাপে এটি উচ্চগতির দিকে এগোয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য, এটি মেন্যুভার‍্যাবল রিএন্ট্রি ভ্যাকিল (MaRV) হিসেবে কাজ করে। অর্থাৎ, যখন এটি মাটিতে ফেরার শেষ পর্যায়ে আসে, তখন এটি দিক পাল্টাতে পারে, যা রাডার ও প্রতিরক্ষা প্রযুক্তির পক্ষে শনাক্ত করা কঠিন।

যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক অ্যান্ড ডিফেন্স অ্যানালাইসিস ইনস্টিটিউটের গবেষক ড. উইলিয়াম থমাস এই প্রসঙ্গে বলেন, “কাশিম বশির একটি ক্লাসিক MaRV ক্ষেপণাস্ত্র। শেষ পর্যায়ে এটি ইনফ্রারেড গাইডেন্স ব্যবহার করে। ফলে আয়রন ডোম এর গতিপথ ঠিকমতো ধরতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এটি জিপিএস ছাড়াই কাজ করে, ইলেকট্রনিক জ্যামিংও এর ওপর খুব একটা প্রভাব ফেলে না।”

এই ক্ষেপণাস্ত্র ইলেকট্রো–অপটিক্যাল সেন্সর ব্যবহার করে। অর্থাৎ এটি নিশানা নির্ধারণ করে আলো ও তাপ বিশ্লেষণের মাধ্যমে। আর এটি পুরোপুরি সলিড ফুয়েলড, ফলে খুব দ্রুত লঞ্চ করা যায়, রাখাও সহজ।

আয়রন ডোম কেন রুখতে পারল না?

ইসরায়েলের আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধে গঠিত। এটি একটি স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশে লক্ষ্যভেদ করে এবং ধ্বংস করে দেয়। কিন্তু এই প্রযুক্তি বেশিরভাগ ক্ষেত্রেই ধ্রুব গতিপথে চলা ক্ষেপণাস্ত্রের জন্য কার্যকর। কাশিম বশির যখন শেষ ধাপে এসে দিক পাল্টাতে শুরু করে, তখন আয়রন ডোমের রাডার সেটি ধরতে পারে না, ফলে ধ্বংস করাও সম্ভব হয় না।

যুক্তরাজ্যের কিংস কলেজের প্রতিরক্ষা প্রযুক্তি বিভাগের গবেষক লরা গিলবার্ট বলেন, “এটা শুধু গতি নয়, প্রযুক্তিগত চালাকি। কাশিম বশির এমনভাবে গঠিত যে এটি প্রায় ১১ মিটার লম্বা, কিন্তু রাডারে ধরা পড়ে না, কারণ এটি কার্বন-ফাইবার দিয়ে তৈরি। আয়রন ডোম একটি সুনির্দিষ্ট সময়সীমায় প্রতিক্রিয়া দেয়, আর কাশিম বশির সেই সময়সীমার ঠিক বাইরে চলে গিয়ে হিট করে।”

এই ক্ষেপণাস্ত্রের ফলে ইরান মধ্যপ্রাচ্যে তার প্রতিরক্ষা ক্ষমতার নতুন মাত্রা দেখিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু একটি অস্ত্র নয়, বরং একধরনের বার্তা—যে ইরান নিজস্ব প্রযুক্তি দিয়ে এমন কিছু বানাতে সক্ষম, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিরক্ষা চক্র ভেঙে দিতে পারে।

জার্মানির হ্যামবুর্গ ইউনিভার্সিটির মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক ফ্রাঙ্ক মার্টিনেজ বলেন, “কাশিম বশির শুধু একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি ইরানের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি। এখন থেকে সামরিক হিসাব–নিকাশে এই অস্ত্রকে মাথায় রেখেই কৌশল ঠিক করতে হবে।”

কাশিম বশির ক্ষেপণাস্ত্র আমাদের সামনে তুলে ধরেছে নতুন এক যুগের অস্ত্রপ্রযুক্তির উদাহরণ। রাডার ফাঁকি, গতি, নিশানার নির্ভুলতা—সবকিছু মিলিয়ে এটি আজকের দিনে এক ভয়ঙ্কর অস্ত্র। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এটি একটি নতুন সমীকরণ তৈরি করেছে, যা শুধু ইজরায়েল নয়, গোটা বিশ্ব নজর রেখে চলেছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ করে নির্দেশনা

চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের নির্দেশনা রয়েছে। লক্ষ্য করা যাচ্ছে যে, কোনো কোনো প্রার্থী বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশ ইত্যাদির নামে ভোটারদের জমায়েত করে নির্বাচনী প

৭ ঘণ্টা আগে

হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল

চিঠিতে বলা হয়েছে, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬ অনুযায়ী প্রত্যেক এজেন্সির মোট হজযাত্রীর কমপক্ষে ২০ শতাংশ প্রি-হজ ফ্লাইটের

৮ ঘণ্টা আগে

স্বেচ্ছাসেবক দলনেতা মুছাব্বির হত্যার কারণ জানাল ডিবি

ডিএমপির ডিবিপ্রধান জানান, ঢাকা, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী মো. বিল্লাল, শ্যুটার জিন্নাত ও মো. রিয়াজ এবং আসামিদের আত্মগোপনে সহায়তাকারী বিল্লালের ভাই আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়েছে। কারওয়ান বাজারে ব্যবসা নিয়ে দ্বন্দ্বে এই হত্যাকাণ্ড ঘ

৮ ঘণ্টা আগে

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ জন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের আপিল শুনানিতে আরও ৫৮ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এ নিয়ে দুই দিনে মোট ১৪০টি আপিলের মধ্যে ১০৯টি আবেদন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২২টি এবং ৯টি স্থগিত করা হ

৮ ঘণ্টা আগে