ফেসবুক-হোয়াটসঅ্যাপের পর চ্যাটজিপিটিতেও বিভ্রাট

ডেস্ক, রাজনীতি ডটকম

মেটার চারটি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রাটের পর বিশ্বজুড়ে জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটিতে বিঘ্ন ঘটে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওয়েবসাইটটি কয়েক ঘণ্টার জন্য পুরোপুরি অফলাইনে চলে যায়।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর সোয়া ৬টার দিকে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন-এআই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এ নিয়ে একটি পোস্ট করেন।

পোস্টে ওপেন-এআই জানায়, তারা সমস্যাটি চিহ্নিত করেছেন। সমাধানের কাজ চলছে। সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেন তারা। তবে বন্ধ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর সকাল ৯টার দিকে পুনরায় সচল হয় চ্যাটজিপিটির ওয়েবসাইট।

মেটার মালিকানাধীন চারটি জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সময় বুধবার রাতে বড় বিভ্রাট দেখা দেয়। প্রায় ৬ ঘণ্টা পর ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ স্বাভাবিক হয়েছে। তবে ফেসবুক ও ম্যাসেঞ্জার ব্যবহারে এখনো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা।

মেটার এমন বিভ্রাটের মধ্যে ওপেন-এআই’র চ্যাটজিপিটি, সোরা এবং ডেভেলপার-ফেসিং এপিআইতে বড় ধরনের বিভ্রাট দেখা দেয়। যদিও এরই মধ্যে সেবাটি বিভ্রাট কাটিয়ে স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে। মেটা ও চ্যাটজিপিটির বিভ্রাটের মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

প্রযুক্তিবিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম দ্য ভার্জ বলছে, মেটা ও চ্যাটজিপিটিতে যেদিন বিভ্রাট ঘটেছে, সেদিন ওপেনএআই অ্যাপল আইওএস ১৮.২-তে চ্যাটজিপিটি ইন্টিগ্রেশন চালু করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, এ আপডেটের ফলে সার্ভারে অতিরিক্ত ট্র্যাফিক বেড়ে যাওয়ায় বিভ্রাট হতে পারে। অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, অ্যাপল ইনটেলিজেন্সে চ্যাটজিপিটি ব্যবহার করতে সমস্যায় পড়ছেন তারা।

এদিকে, সপ্তাহের শুরুতে ওপেন-এআই সোরা চালু করে। তবে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান স্বীকার করেছেন যে, ব্যবহারকারীদের বিপুল আগ্রহ পূর্বানুমান করতে না পারায় চাপ সামলাতে হিমশিম খেতে হয়েছে তাদের।

অনেক ব্যবহারকারী সাইনআপ করার পরও ভিডিও তৈরি করতে ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাছাড়া উদ্বোধনের দিন অনেকে একটি বার্তা পান, যেখানে বলা হয় যে ওপেন-এআই’র সার্ভার ক্যাপাসিটি ফুল (পূর্ণ)। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সর্বোচ্চ আদালতের রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় ১৯৯৬ সালে। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের জন্য প্রণীত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা

১৫ ঘণ্টা আগে

অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালেন নিরাপত্তা উপদেষ্টা

হাইকমিশন জানিয়েছে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের (সিএসসি) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের সপ্তম সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের নেতৃত্বে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল আজ দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও তার দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

১৫ ঘণ্টা আগে

বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর কিছুটা অস্থিরতা দেখা দিয়েছিল। বিজয় দিবস উপলক্ষে কোনো শঙ্কা দেখছেন কিনা-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।

১৬ ঘণ্টা আগে

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ১৩০ জন (সিটি করপোরেশনের বাইরে), ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, ময়মনসিহং বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ৮৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী রয়েছেন।

১৬ ঘণ্টা আগে