বিজ্ঞান

আলোকবর্ষ কাকে বলে?

অরুণ কুমার
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১১: ৪২
আলোকবর্ষ হলো দূরত্বের একক

আলোকবর্ষ কাকে বলে?

আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।লে আলোকবর্ষের আভিধানিক অর্থ দাঁড়ায় আলোক বছর। কোনো শব্দের সঙ্গে বর্ষ বা বছর যুক্ত থাকলে আমরা ধরে নিই, সেটা সময়বিষয়ক কোনো শব্দ হবে। কিন্তু আলোকবর্ষের ক্ষেত্রে এমন ভাবনা ভাবা ভুল।

আসলে সময়ের কোনো একক নয়, আলোকবর্ষ হলো দূরত্বের একক।

কেন দূরত্বের একক?

মহাবিশ্বটা অনেক বড়। এত বড়, সেখানে ফিতা দিয়ে দূরত্ব মাপার সুযোগ নেই। কিন্তু কিলোমিটার দিয়েও যদি মহাবিশ্বের বস্তুগুলোর দূরত্ব মাপা যায়, তাহলে অনেক বড় বড় সংখ্যা এসে যায়৷ এত বড় সংখ্যা বলাও যেমন কঠিন, খাতাপত্রে হিসাব করাও কঠিন। তাই আলো এক বছরে যতটুকু দূরত্ব পাড়ি দেয়, সেই দূরত্বকে বলা হয় আলোকবর্ষ।

আলোর গতি সেকেন্ডে ৩ লাখ কিলোমিটার। অর্থাৎ এক সেকেন্ডে আলো ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়।

আলোকবর্ষ আসলে কত কিলোমিটার, সেটা বোঝার জন্য আগে সেকেন্ডের হিসাবটা দেখে নেওয়া যাক। এক বছর হলো (৬০×৬০×২৪×৩৬৫) = ৩,১৫,৩৬,০০০ সেকেন্ডের সমান।

তাহলে এক বছরে আলো পাড়ি দেয় = ৩,১৫,৩৬,০০০×৩,০০,০০০ = ৯৪,৬০,৮০,০০,০০,০০০ কিলোমিটার পথ।

সংক্ষেপে আমরা বলতে পারি এক আলোকবর্ষ হলো ৯.৪৬১ × ১০১২ কিলোমিটার।

এ দুটোই অনেক বড় সংখ্যা। তাই ৯৪,৬০,৮০,০০,০০,০০০ বা ৯.৪৬১ × ১০১২ না বলে ১ আলোকবর্ষ বললে অনেক সুবিধা হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

১০২ সাংবাদিকের বিবৃতি— ‘পক্ষপাতদুষ্ট’ বিচার আইনের শাসন ব্যাহত করবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার প্রক্রিয়াকে ‘পক্ষপাতদুষ্ট’ ও ‘অস্বচ্ছ’ অভিহিত করে গভীর উদ্বেগ জানিয়েছেন ১০২ জন সাংবাদিক। এ বিচার প্রক্রিয়ায় দেশে আইনের শাসন ব্যাহত হবে বলেও উল্লেখ করেন তারা।

১৪ ঘণ্টা আগে

পল্লবীতে যুবদল নেতাকে গুলি করে হত্যা

পুলিশ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে পল্লবী সেকশন-১২-এ অবস্থিত বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় পল্লবী থানা যুবদল সদস্যসচিব গোলাম কিবরিয়াকে মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত ভেতরে ঢুকে তার মাথা, বুকে ও পিঠে পিস্তল ঠেকিয়ে ৭ রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্

১৫ ঘণ্টা আগে

শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবার চিঠি দেবে বাংলাদেশ

যে দুই প্রক্রিয়ায় ভারতকে চিঠি পাঠানো হতে পারে তা উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, চিঠি পাঠানোর দুটি প্রক্রিয়া রয়েছে। একটি (চিঠি) অফিশিয়াল নোটের মাধ্যমে যাবে। সেটি স্থানীয়ভাবেও তাদের মিশনকে হস্তান্তর করা যায়। অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে (চিঠি) হস্তান্তর করতে পারে। আমরা দুই পদ্ধতির যেক

১৬ ঘণ্টা আগে

'বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত'‍‍‌‌

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণের স্বার্থে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। বিশেষ করে শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে।

১৭ ঘণ্টা আগে