এবার হজের খুতবা দেবেন কাবার যে ইমাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ মে ২০২৫, ১১: ৩৪

হজের অন্যতম ফরজ হলো উকুফে আরাফাহ বা আরাফার ময়দানে অবস্থান করা। হজ পালনকারীরা ৯ জিলহজ সকালে মিনায় ফজরের নামাজ আদায় করে আরাফায় যাওয়ার জন্য প্রস্তুত হন এবং জোহরের নামাজের আগেই আরাফায় উপস্থিত হন। ৯ জিলহজ জোহরের সময় থেকে আরাফায় অবস্থানের সময় শুরু হয় এবং সূর্যাস্তের কিছুক্ষণ পর পর্যন্ত আরাফায় অবস্থান করা ওয়াজিব। ৯ জিলহজ জোহরের পর থেকে আগত রাতের সুবহে সাদিক পর্যন্ত কিছুক্ষণের জন্য হলেও আরাফায় অবস্থান করা ফরজ। কেউ যদি এ সময়ের মধ্যে কিছুক্ষণের জন্যও আরাফায় অবস্থান করতে না পারে, তাহলে তার হজ বাতিল হয়ে যায়।

হজ পালনকারীদের আরাফায় অবস্থানের দিন অর্থাৎ ৯ জিলহজ হজ পালনকারীদের উদ্দেশে যে খুতবা বা ভাষণ দেওয়া হয় তা হজের খুতবা নামে পরিচিত। সৌদি আরবের সময় দুপুর সোয়া বারোটার দিকে মসজিদে নামিরা থেকে এ খুতবা দেওয়া হয়। এ খুতবা শুনতে মসজিদে নামিরায় যাওয়া জরুরি নয়। আরাফার ময়দানের যে কোনো জায়গায় অবস্থান করেই খুতবা শোনা যায়।

প্রতি বছর সৌদি বাদশাহর নির্ধারণ অনুযায়ী একজন সম্মানিত আলেম এ খুতবা দিয়ে থাকেন। গত বছর হজের খুতবা দিয়েছিলেন কাবার ইমাম শায়খ মাহের ইবনে হামাদ।

এ বছর হজের খুতবা দেবেন কাবার ইমাম শায়খ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ। সম্প্রতি সৌদি রয়্যাল কোর্ট ঘোষণা করেছে যে, সৌদি বাদশাহ শায়খ সালেহ ইবনে আবদুল্লাহ আল হুমাইদকে ১৪৪৬ হিজরির আরাফার খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন। ৯ জিলহজ ১৪৪৬ হিজরি মসজিদে নামিরা থেকে তিনি হজের খুতবা প্রদান করবেন।

মসজিদুল হারাম ও মসজিদে নববির খবর সরবরাহকারী ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইনে’ এ তথ্য জানানো হয়েছে।

শায়খ সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালে তিনি মক্কার উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। একই ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন যথাক্রমে ১৯৭৬ ও ১৯৮২ সালে। পরে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদে শিক্ষকতা শুরু করেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামী অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৮৩ সালে ৩৩ বছর বয়সে তিনি মসজিদে হারামের ইমাম নিযুক্ত হন। তিনি সৌদি আরবের শুরা কাউন্সিল ও হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি উম্মুল কুরা ইউনিভার্সিটির প্রফেসর, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং সৌদি আরবের রয়্যাল কোর্টের উপদেষ্টা।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ পালনকারীরা আরাফায় অবস্থান করবেন আগামী ৫ বা ৬ জুন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

১৪ ঘণ্টা আগে

২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত জুনের হিসাব অনুযায়ী, তারা জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে প্রায় ২১০০ কোটি টাকা পাবে। জুলাইয়ে কিছু বকেয়া পরিশোধ করেছে বিমান। তারপরও বকেয়ার পরিমাণ ২০০০ কোটি টাকার বেশি হবে। দেনার এ অর্থ পরিশোধ না করেই মুনাফা ঘোষণা করেছ

১৪ ঘণ্টা আগে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিলম্বের ঘটনায় আলোচিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে ২২ জুলাই প্রত্যাহার করা হয়। ২৩ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১

তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রে ৪৪২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, মাস্টার দা সূর্যসেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দিন হলে ৭৪

১৫ ঘণ্টা আগে