আকাশে শাওয়ালের চাঁদ, ঈদ সোমবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ মার্চ ২০২৫, ১৮: ৩৭
প্রতীকী ছবি

দেশের আকাশে ১৪৪৬ হিজরির শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ রোববার ২৯ দিনে পূর্ণ হচ্ছে রমজান মাস। আগামীকাল সোমবার (৩১ মার্চ) সারা দেশে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হবে।

রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে সারা দেশে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। এতে সভাপতিত্বও করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ঈদুল ফিতর মুসলিমদের সবচেয়ে বড় দুটি উৎসবের একটি। দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর পর আসে এই উৎসব। কোরআন ও হাদিস অনুযায়, রমজানে সংযম ও তাকওয়ার যে শিক্ষা মুসলিমরা লাভ করে, তারই পুরস্কার এই ঈদুল ফিতর।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দ ও খুশির দিন।’ [আবু দাউদ]

কেবল ধর্মীয় উৎসব নয়, সামাজিক-সাংস্কৃতিক দিক থেকেও ঈদুল ফিতরের গুরুত্ব অপরিসীম। এ দিন মুসলিমরা একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেন, একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আত্মীয়-স্বজন ও দরিদ্রদের সহায়তা করেন।

ইসলামে যে সাম্যের বাণীর কথা বলা হয়েছে, ঈদুল ফিতর উদ্‌যাপনেও রয়েছে সেই সাম্যের প্রতিফলন। ঈদুল ফিতরের জন্য তাই দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে বলা হয়েছে। ঈদের নামাজের আগেই সামর্থ্যবানদের আদায় করতে বলা হয়েছে সাদকাতুল ফিতরা, যা দরিদ্রদের মধ্যেও ঈদের আনন্দ ছড়িয়ে দিতে কিছুটা হলেও ভূমিকা রাখে।

ঈদুল ফিতরের অন্যতম বার্তা হলো পুরোনো মনোমালিন্য দূর করা, পারস্পরিক ক্ষমা প্রদর্শন এবং নতুনভাবে সম্পর্ক স্থাপন। ঈদের এই শিক্ষা ছড়িয়ে পড়ুক সবার মধ্যে। ঈদ উৎসব নিয়ে আসুক আনন্দ, শান্তি।

এমন কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বাণীতে তারা মুসলিম জনগোষ্ঠীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আন্দোলনের জেরে এনবিআরের আরও ৫ কর্মকর্তা বরখাস্ত

সাময়িকভাবে বরখাস্তকৃত কর্মকর্তারা হলেন চাঁদ সুলতানা চৌধুরানী, পরিচালক (চলতি দায়িত্ব), সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, এনবিআর; মো. মামুন মিয়া, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-দিনাজপুর; মো. মেসবাহ উদ্দিন খান, যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-ফরিদপুর; সেহেলা সিদ্দিকা, অতিরিক্ত কর কমিশনার, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

১৪ ঘণ্টা আগে

২০০০ কোটি টাকা দেনা রেখে ৯৩৭ কোটির রেকর্ড মুনাফা দেখালো বিমান

নাম প্রকাশে অনিচ্ছুক বিপিসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, গত জুনের হিসাব অনুযায়ী, তারা জেট ফুয়েল বিক্রি বাবদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে প্রায় ২১০০ কোটি টাকা পাবে। জুলাইয়ে কিছু বকেয়া পরিশোধ করেছে বিমান। তারপরও বকেয়ার পরিমাণ ২০০০ কোটি টাকার বেশি হবে। দেনার এ অর্থ পরিশোধ না করেই মুনাফা ঘোষণা করেছ

১৪ ঘণ্টা আগে

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব হলেন রেহেনা পারভীন

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার পর এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে বিলম্বের ঘটনায় আলোচিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে ২২ জুলাই প্রত্যাহার করা হয়। ২৩ জুলাই তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্তি করে প্রজ্ঞাপন জারি করা হয়।

১৪ ঘণ্টা আগে

ডাকসু নির্বাচন: কেন্দ্রীয় ও হলে প্রার্থী ১৭৯১

তথ্য অনুযায়ী, সোমবার কেন্দ্রে ৪৪২ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়াও সলিমুল্লাহ মুসলিম হলে ৭১, ড. মুহাম্মদ শহিদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, সার্জেন্ট জহুরুল হক হলে ৯৩, রোকেয়া হলে ৪৬, মাস্টার দা সূর্যসেন হলে ৯০, হাজী মুহম্মদ মুহসীন হলে ৭৪, শামসুন্নাহার হলে ৩৭, কবি জসীম উদ্দিন হলে ৭৪

১৫ ঘণ্টা আগে