মাগুরার সেই শিশুটির অবস্থার আরও অবনতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২: ৩৩

মাগুরার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে আছে। আজ বুধবার সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া) হয়েছে। এ তথ্য জানিয়েছেন শিশুটির চিকিৎসায় যুক্ত এক চিকিৎসক।

১ মার্চ মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার মা। এই মামলায় শিশুটির ভগ্নিপতি, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে।

শিশুটির চিকিৎসায় সিএমএইচের চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের এক সদস্য আজ বুধবার সকালে বলেন, তার (শিশুটি) অবস্থা আরও জটিল হয়েছে। সে এখন জটিল পরিস্থিতির সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। আজ সকাল আটটার দিকে প্রথমবার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। চিকিৎসায় তার হৃৎস্পন্দন ফিরে আসে। পরে দ্বিতীয়বার তার হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। সেবারও চিকিৎসায় তা ফিরে আসে। তার মস্তিষ্ক প্রতিক্রিয়াহীন অবস্থায় আছে।

গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান তার বোনের শাশুড়ি। পরে শিশুটির মা হাসপাতালে যান। ওই দিন দুপুরেই উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বৃহস্পতিবার রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর গত শুক্রবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শিশুটিকে গত শনিবার সিএমএইচে স্থানান্তর করা হয়।

ad
Ad

খবরাখবর থেকে আরও পড়ুন

সাম্য হত্যার প্রতিবেদন ৭ দিনের মধ্যে: ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার সাজ্জাত আলী বলেন, আমরা খুবই মর্মাহত। আমরা সাম্যের পরিবারের প্রতি সহানুভূতি জানাই। আগামী সাত দিনের মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তদন্ত করে মামলার অভিযোগপত্র প্রকাশ করা হবে।

১৩ ঘণ্টা আগে

বরখাস্ত সৈনিক গ্রেপ্তার-সেনানিবাসের আশপাশে বিধিনিষেধ— যা জানাল আইএসপিআর

একই দিন গণমাধ্যমে আরেকটি বিজ্ঞপ্তি পাঠায় আইএসপিআর। তাতে জানানো হয়, নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বরখাস্ত সৈনিক নাইমুল ইসলাম ও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

১৭ ঘণ্টা আগে

জুলাই শহিদ ফাইয়াজের নামে ঢাকা দক্ষিণে সড়কের নামফলক উন্মোচন

শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমার একমাত্র ছেলে শহিদ হয়েছে। আমার এ ক্ষতি অপূরণীয়। কিন্তু আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। দেশ ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যমুক্ত হলেই তার আত্মা শান্তি পাবে। সড়কটি ফাইয়াজের নামে নামকরণ করায় সরকার ও দক্ষিণ সিটিকে ধন্যবাদ জানা

১৯ ঘণ্টা আগে

টিসিবিতে নিয়োগ, পদসংখ্যা ২২

২০ ঘণ্টা আগে