মিরপুরের পরিত্যক্ত মার্কেটে থেকে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর প্যারিস রোডের একটি পরিত্যক্ত সিটি করপোরেশন মার্কেট থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সুমন, যিনি গত ১২ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাতে ওই মার্কেটের নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত দুই দিন আগে মাথায় গুরুতর আঘাত ও শরীরের বিভিন্ন অংশে জখম করে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরের প্যারিস রোডে অবস্থিত সিটি করপোরেশনের ওই ছয়তলা মার্কেটটি এক দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার গভীর রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ভেতরে ঢুকে নিচতলায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হয়। যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের তথ্যমতে, নিহত যুবকের নাম সুমন। তিনি মিরপুর এলাকার একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের কাজ করতেন। চলতি মাসের ১২ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আমগীর জাহান জানান, সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং দ্রুতই বিস্তারিত তথ্য জানা যাবে বলে আশা করা হচ্ছে।

খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে পৌঁছান। তারা জানান, সুমনের সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে তারা জানেন না।

পরিবারের এক সদস্য বলেন, নিখোঁজ হওয়ার রাতে পরিবারের লোকজন বারবার ফোন করলেও সুমনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ভোররাতে তার ফোনটি বন্ধ হয়ে যায়। এরপর থানায় সাধারণ ডায়েরি করা হয়।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সুমন ছিলেন শান্ত স্বভাবের ও নিরীহ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত এই মার্কেটটিতে আগেও একাধিকবার অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা জানান, প্রায় প্রতি বছরই সেখানে এমন ঘটনা ঘটে। নিরাপত্তার স্বার্থে দ্রুত ওই মার্কেট সংস্কার বা সম্পূর্ণ ভেঙে ফেলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

শুধু সরকারের পরিবর্তনই সমস্যার সমাধান আনতে পারবে না: মতিউর রহমান

তিনি সাংবাদিক ও সমাজের সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, একত্র হওয়া, একে অপরের পাশে দাঁড়ানো, সংহতি ও সহানুভূতি প্রদর্শন করা অত্যন্ত জরুরি। শুধু সরকারের পরিবর্তনই সমস্যার সমাধান আনতে পারবে না।

৭ ঘণ্টা আগে

সায়েন্সল্যাবে ‌‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা

প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন ও গণজমায়েতের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

৮ ঘণ্টা আগে

গত ১৫ বছরে বিপুল অর্থ পাচার হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

উপদেষ্টা বলেন, পরবর্তী প্রজন্মের পেশাদাররা সততা, জবাবদিহিতা এবং উদ্ভাবনী শক্তির মাধ্যমে দেশের অর্থনীতিকে পুনরায় সঠিক পথে ফিরিয়ে আনতে সাহায্য করবে।

৯ ঘণ্টা আগে

প্রবাসী ভোটারদের পোস্টাল ব্যালটে পরিবর্তনের পরিকল্পনা নেই: ইসি

ইসি মাছউদ বলেন, তবে দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য পোস্টাল ব্যালটে প্রার্থীর নাম যুক্ত করাসহ কিছু বিষয় বিবেচনার সুযোগ রয়েছে; কিন্তু বিদেশের পোস্টাল ব্যালটের জন্য কোনো পরিবর্তন করা হচ্ছে না।

১১ ঘণ্টা আগে