৮ ও ৯ মার্চ যেসব অনুষ্ঠান থাকছে জাতীয় প্রেস ক্লাবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাতীয় প্রেস ক্লাব। ফাইল ছবি

জাতীয় প্রেস ক্লাবে আগামীকাল শুক্রবার ও পরের দিন শনিবার বিভিন্ন সংগঠনের অনুষ্ঠান কর্মসূচী রয়েছে। কী কী অনুষ্ঠান রয়েছে সেখানে জেনে নওয়া যাক-

৮ মার্চের অনুষ্ঠানসূচি:

১. কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ, আলোচনা সভা, তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, সকাল ১০টা।

২. বাংলাদেশ লেবার পার্টি, আলোচনা সভা, জহুর হোসেন চৌধুরী হল, সকাল ১০টা।

৩. বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি, আলোচনা সভা, তৃতীয় তলা আবদুস সালাম হল, সকাল ১০টা।

৪. ১১-২০ গ্রেড সরকারি চাকুরিজীবী ফোরাম, সংবাদ সম্মেলন, তৃতীয় তলা মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হল, সকাল ১০টা।

৫. গণতান্ত্রিক মহিলা সমিতি, আলোচনা সভা, অডিটোরিয়াম, সকাল ১০টা।

৯ মার্চের অনুঠানসূচি:

৬. কিডনি এওয়ারনেস মনিটরিং এণ্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস), আলোচনা সভা, তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, সকাল ১০টা।

৭. ক্যাবল অপারেটরস এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব), আলোচনা সভা, আলোচনা সভা, তফাজ্জল হোসেন মানিক মিয়া হল, বিকাল ৩টা।

৮. জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন, জহুর হোসেন চৌধুরী হল, সকাল ১১টা।

৯. রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগকর্মীর স্মরণ সভা, তৃতীয় তলা আবদুস সালাম হল, বিকাল ৩টা।

১০. সর্বদলীয় ছাত্র ঐক্য, আলোচনা সভা, তৃতীয় তলা মওলানা মোহাম্মদ আকরম খাঁ হল, সকাল ১০টা।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন