উত্তরায় বিমান বিধ্বস্ত

নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগ যেসব নম্বরে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ ও আহতদের বড় অংশই শিক্ষার্থী। ছবি: ফোকাস বাংলা

উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে সামরিক বাহিনী, হাসপাতাল ও স্কুল কর্তৃপক্ষ জরুরি যোগাযোগের জন্য মোবাইল নম্বর চালু করেছে।

সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জরুরি যোগাযোগের এসব নম্বর দেওয়া হয়েছে।

নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে মিলিটারি রেসকিউ ব্রিগেডের সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭৬৯০২৪২০২ নম্বরে।

সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) বার্ন ইউনিটে ০১৭৬৯০১৬০১৯ নম্বরে এবং একই হাসপাতালের জরুরি বিভাগে ০১৭৬৯০১৩৩১১ নম্বরে যোগাযোগ করা যাবে।

এ ছাড়া মাইলস্টোন স্কুলের প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে ০১৮১৪৭৭৪১৩২ ও উপাধ্যক্ষের কার্যালয়ে ০১৭৭১১১১৭৬৬ নম্বরে যোগাযোগ করা যাবে।

এর বাইরেও জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের জরুরি সেলের সঙ্গে যোগাযোগ করলেও নিখোঁজ শিক্ষার্থীদের বিষয়ে বার্ন ইউনিটগুলোর সঙ্গে সংযোগ করিয়ে দেবে।

সোমবার দুপুর সোয়া ১টার দিকে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বহিনীর প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে।

এ দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ, যার বড় একটি অংশই শিক্ষার্থী। এ ছাড়া আরও অনেক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালকে পালাতে সহায়তা করা নুরুজ্জামান রিমান্ডে

নুরুজ্জামানকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। শুনানি শেষে বিচারক আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

৪ ঘণ্টা আগে

ব্যাগেজের নিরাপত্তায় বিমান ট্রাফিকরা পেলেন ‘বডি ওর্ন ক্যামেরা’

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট (জিএইচএ) হিসেবে বিমান যাত্রীদের ব্যাগেজ আরও নিরাপদ ও স্বচ্ছভাবে পরিচালনা নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর এ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগের আওতায় ব্যাগেজ পরিবহনে যুক্ত ট্রাফিক স্টাফদের ‘বডি ওর্ন ক্যামেরা’ দেওয়া হয়েছে।

৪ ঘণ্টা আগে

প্রাথমিক ‘বৃত্তি পরীক্ষা’ স্থগিত

রিট আবেদনকারীদের আইনজীবী অ্যাডভোকেট নিয়াজ মোর্শেদ গণমাধ্যমকে বলেন, ‘আদালতের সুস্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও বেসরকারি স্কুলের লাখ লাখ শিক্ষার্থীকে এই প্রতিযোগিতা থেকে বাইরে রাখা হয়েছে। এটি আইনের পরিপন্থি। আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে এই পরীক্ষার কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন।’

৫ ঘণ্টা আগে

বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ পর্যন্ত

বাংলা একাডেমির আয়োজনে আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি। চলবে ১৫ মার্চ পর্যন্ত।

৫ ঘণ্টা আগে