৩০ কার্যদিবসের মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন : ইনকিলাব মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সম্পন্ন না হলে সরকার পতনের আন্দোলন শুরু করার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আয়োজিত অবস্থান কর্মসূচি থেকে এই ঘোষণা দেন সংগঠনের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছালে সেখানে অবস্থান নিয়ে সমাবেশ শুরু হয়। গত ২৬ ডিসেম্বর থেকেই হাদি হত্যার বিচার দাবিতে ধারাবাহিকভাবে শাহবাগে কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। ২৯ ডিসেম্বর ‘স্যালিউটিং আওয়ার কালচারাল হিরো’ শীর্ষক অনলাইন কর্মসূচি ঘোষণার পর আজ আবারও শাহবাগে অবস্থান নিয়েছে সংগঠনটি।

সমাবেশে আবদুল্লাহ আল জাবের বলেন, আমরা সরকারকে ৩০ কার্যদিবস সময় দিয়েছিলাম, যার মধ্যে আর ২২ দিন বাকি আছে। এর মধ্যে যদি বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে সরকার ব্যর্থ হয়, তবে আমরা এই সরকারকে আর ক্ষমতায় দেখতে চাই না। ৩০ কার্যদিবস পর আমরা সরকার পতনের একদফা আন্দোলন শুরু করব।

তিনি আরও দাবি করেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে শুধু ঘাতকদের নয়, এই হত্যাকাণ্ডের নেপথ্যে যারা মদদদাতা হিসেবে রয়েছে, তাদের সবাইকে চিহ্নিত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করতে হবে।

তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে জাবের বলেন, হাদিকে গুলি করার ২১ দিন পার হলেও মূল খুনিদের গ্রেপ্তার করার কোনো সদিচ্ছা সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। ডিএমপি কমিশনার দাবি করেছিলেন মূল ঘাতক মেঘালয়ে গ্রেপ্তার হয়েছে, কিন্তু মেঘালয় পুলিশ তা অস্বীকার করেছে। সরকার বিভ্রান্তিকর তথ্য দিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে।

তিনি উল্লেখ করেন, এখন পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা মূলত অভিযুক্তদের পরিবারের সদস্য, প্রকৃত ঘাতক নয়।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) তারা দেশের সব বাংলাদেশপন্থী রাজনৈতিক দল ও সাংস্কৃতিক সংগঠনের কাছে যাবেন এবং হাদি হত্যার বিচারে সবার সহযোগিতা চাইবেন। রাজপথে থেকে এই লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ শরিফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর জখম হন। প্রথমে ঢাকা মেডিকেল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার পর অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

টোকিওতে খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই, বিশ্ব প্রতিনিধিদের শ্রদ্ধা

জাপানে নিযুক্ত বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধি ও কূটনৈতিকরা এই শোকবইতে স্বাক্ষর করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করছেন। তথ্যবিবরণী অনুযায়ী, শোকবইটি আগামী ৬ জানুয়ারি পর্যন্ত সর্বসাধারণ ও প্রতিনিধিদের স্বাক্ষরের জন্য উন্মুক্ত থাকবে।

২ ঘণ্টা আগে

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানালেন কাতারের আমির

৩ ঘণ্টা আগে

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ ও যুবরাজের শোক-সমবেদনা

সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

৩ ঘণ্টা আগে

গুরুতর অসুস্থ ড. কামাল হোসেন, নেওয়া হলো হাসপাতালে

গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান গণমাধ্যমে জানান, ড. কামাল হোসেন ফুসফুসজনিত সমস্যায় ভুগছেন। তিনি ড. কামাল হোসেনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

৩ ঘণ্টা আগে