চলতি বছরই তিনটি যৌথ মহড়া

শক্তিশালী হচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৫: ২৬

দীর্ঘদিনের প্রতিরক্ষা অংশীদারিত্ব আরও দৃঢ় করতে চলতি বছর তিনটি যৌথ সামরিক মহড়া এবং নতুন দক্ষতা সংযোজনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী একসঙ্গে কাজ করতে যাচ্ছে।

এই যৌথ প্রচেষ্টা কেবল দুই দেশের নয়, বরং পুরো অঞ্চলকে আরও নিরাপদ ও স্থিতিশীল করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এসব মহড়ার মধ্যে রয়েছে টাইগার লাইটনিং, টাইগার শার্ক ২০২৫ এবং প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিক যৌথভাবে টাইগার লাইটনিং মহড়া পরিচালনা করবে। বাস্তবমুখী এই প্রশিক্ষণের মাধ্যমে সন্ত্রাসবিরোধী অভিযান, শান্তিরক্ষা কার্যক্রম, জঙ্গলে অভিযান পরিচালনা, আহতদের দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস (আইইডি) প্রতিরোধে সৈনিকরা প্রস্তুতি নেবে। এই মহড়া বাংলাদেশ সেনাবাহিনীর মাটির কাছাকাছি থেকে আন্তর্জাতিক অভিযানে সক্ষমতা বৃদ্ধির এক অনন্য সুযোগ তৈরি করবে।

মার্কিন দূতাবাস জানায়, বিশেষ বাহিনীর দক্ষতা বৃদ্ধিতে টাইগার শার্ক ২০২৫ মহড়া অনুষ্ঠিত হবে। এটি ফ্ল্যাশ বেঙ্গল সিরিজের অংশ এবং দুই দেশের বিশেষ বাহিনীর যৌথ প্রশিক্ষণের মঞ্চ হিসেবে কাজ করবে। ২০০৯ সাল থেকে চলমান এই মহড়ায় প্যাট্রোল বোট পরিচালনা ও স্বল্পপাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে। এতে বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ ইউনিট এবং প্যারা কমান্ডো ব্রিগেড সংকটময় পরিস্থিতিতে আরও দক্ষ ও কার্যকর হবে। এই যৌথ মহড়ার বিশেষ দিক হলো উভয় দেশের ব্যবহৃত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জামের অংশগ্রহণ, যা এই মহড়াকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, বাংলাদেশে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়া। এই মহড়ায় বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ দিক হিসেবে সি-১৩০ বহরের ব্যবহার তুলে ধরা হবে। দুর্যোগকালে আকাশপথে সরঞ্জাম সরবরাহ ও চলাচল সংক্রান্ত অভিযানে এই বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুসন্ধান ও উদ্ধার (এসএআর) এবং অ্যারোমেডিকেল কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করা এই মহড়া বাংলাদেশের মানবিক বিপর্যয় মোকাবিলার সক্ষমতা আরও শক্তিশালী করবে।

এছাড়া মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনা ও নৌবাহিনীর সঙ্গে একত্রে মানববিহীন আকাশযান ব্যবস্থা (ইউএএস) সক্ষমতা গড়ে তুলছে।

এই কর্মসূচির আওতায় বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সমন্বয়ে গঠিত একটি রেজিমেন্ট নতুন আরকিউ-২১ ব্ল্যাকজ্যাক সিস্টেম পরিচালনা করবে। এই সম্মিলিত উদ্যোগ বাংলাদেশকে সমুদ্রসীমা পর্যবেক্ষণ, সীমান্ত নিরাপত্তা এবং শান্তিরক্ষা মিশন পরিচালনায় সক্ষম করে তুলবে।

উল্লেখ‍্য, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যে ৩৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে আগামী ১ আগস্ট। এ অবস্থায় দেশের রপ্তানিনির্ভর অর্থনীতি ও শ্রমবাজারে এক ভয়াবহ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতসহ চামড়া, প্লাস্টিক, কৃষি, লজিস্টিকস ও আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও সুস্পষ্ট সমাধান মেলেনি।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

গণহত্যা মামলায় ৪৫ জনের বিরুদ্ধে ৩ মাসে তদন্ত শেষ করার নির্দেশ

গত বছরের ১৭ ডিসেম্বর জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে তদন্ত দুই মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। সেই সময় পরে আরও দুবার বাড়ানো হয়।

৩ ঘণ্টা আগে

'নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না'

নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন সুষ্ঠু করতে পারবে না এমন কথা ঠিক নয়। আমাদের হাতে এখনো সময় আছে। প্রস্তুতি চলছে, প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোনো অসুবিধা হবে না।’

৩ ঘণ্টা আগে

রূপায়ণ গ্রুপে চাকরি, পদসংখ্যা ১০, বেতন সর্বোচ্চ ৫০ হাজার টাকা

৩ ঘণ্টা আগে

শপআপে নিয়োগ, পদসংখ্যা ১৫

৪ ঘণ্টা আগে