ভোটের হুইসেলে ‘স্বস্তি’, সবার চাওয়া ‘গ্রহণযোগ্য’ ভোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ভোট গ্রহণ। প্রতীকী ছবি

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছর চার মাস পর ঘোষণা করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। দুই মাস পর আগামী বছরের ১২ ফেব্রুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ হবে। পাশাপাশি হবে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর সাংবিধানিক সংস্কারগুলোর ওপর গণভোটও।

নির্বাচন আয়োজন নিয়ে অনেকের মধ্যেই যে অনিশ্চয়তা ছিল, দীর্ঘ প্রতীক্ষিত এ তফসিল ঘোষণার মধ্য দিয়ে সে অনিশ্চয়তা দূর হলো বলে মনে করছে রাজনৈতিক দলগুলো। প্রায় সব দলই তফসিলকে স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তী সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে কোনো কোনো দল।

তবে সবার চাওয়া একটাই— শান্তিপূর্ণ পরিবেশে সবার কাছে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ যেন হয় এ নির্বাচনটি। দলগুলো বলছে, টানা কয়েকটি জাতীয় নির্বাচনে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবারে ত্রয়োদশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেশকে গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে দেবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, এ নির্বাচনে অংশ নিতে আগামী ২৯ ডিসেম্বরের মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে।

তফসিলকে স্বাগত, সুষ্ঠু নির্বাচনের আশা

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতয়ি নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছিল বিএনপি। ঘোষিত তফসিলকে তাই স্বাগত জানিয়েছে দলটি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তফসিলের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে, বাংলাদেশ একটি কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করেছে, যে গণতন্ত্রে উত্তরণের জন্য দেড় যুগেরও বেশি সময় ধরে এ দেশের জনগণ জীবন বাজি রেখে লড়াই-সংগ্রাম করেছে।

মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, আগামী নির্বাচনে গণতন্ত্রপ্রিয় সব দল অংশ নেবে। একটি শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। নির্বাচনটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

তফসিলকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামীও। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের তফসিলের প্রতিক্রিয়ায় বলেন, কিছুটা অনিশ্চয়তা ছিল, কিছুটা সন্দেহ-সংশয়ে আমরা ছিলাম। আজকের প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার মাধ্যমে যে সংশয়ের অবসান হয়েছে।

জামায়াতের এই নেতা আরও বলেন, এই ঘোষণাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা থাকলে সেটা কেটে যাবে।

তফসিল ঘোষণার পর কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিং করে প্রতিক্রিয়া জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনকে স্বাগত জানান তিনিও। পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

নাসীরুদ্দীন বলেন, নির্বাচনে আমরা যাচ্ছি। পুরো দেশবাসীকে বলব, আপনারা ভোট কেন্দ্রে যান। ভোট কেন্দ্র আপনার হক। কোনো দলীয় চাঁদাবাজি বা দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের সঙ্গে যারা যুক্ত তারা দখল না করুক। জনগণের ভোট কেন্দ্র জনগণই পাহারা দিক।

নির্বাচন কমিশন দলীয় প্রভাবের বাইরে গিয়ে নিরপেক্ষ হতে পারবে কি না, সে বিষয়ে সন্দেহ রয়েছে বলে জানান নাসীর। বলেন, আমরা নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছি। কিন্তু তাদের অধীনেই নির্বাচন হতে যাচ্ছে। তাদের অনেক উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু তাদের কাজে প্রতিফলন দেখাতে হবে যে তারা আগের কমিশন থেকে আলাদা।

তফসিলকে স্বাগত জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, তফসিলকে স্বাগত জানাই। সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশন যেন পক্ষপাতদুষ্ট না হয়, সুষ্ঠু, গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দেয়, সেই প্রত্যাশা করি।

প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূরুও। বলেন, আমরা তফসিলকে স্বাগত জানাই। আশা করি, নির্বাচন কমিশন সরকারের সহযোগিতায় যথাসময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেশবাসীকে উপহার দেবে।

তফসিলে নির্বাচন নিয়ে সংশয় কাটলেও ভোট আয়োজনের নানা চ্যালেঞ্জ দেখছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ বলেন, এখনো মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে। ভীতির পরিবেশ আছে। এগুলো দূর করার জন্য সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপগুলো নিতে হবে। তাহলে মানুষ আশ্বস্ত হবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন সামনে রেখে নানা কালো মেঘ ছিল। আশা করি, মেঘগুলো একে একে কাটতে শুরু করেছে। এই নির্বাচন যেন উৎসবমুখর হয়, সে রকম একটা প্রত্যাশার চাপ থাকবে। তার ওপর আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, প্রার্থীদের মধ্যে সংঘাত-সংঘর্ষ ঘটছে, অস্ত্রের মহড়া রয়েছে।

এসব চ্যালেঞ্জ জয় করে ভালো নির্বাচন করতে নির্বাচন কমিশনকে কঠোর হতে হবে বলে মনে করছেন সাইফুল হক। পাশাপাশি জাতীয় নির্বাচনের দিনেই জুলাই সনদ বাস্তবায়নের গণভোট যুক্ত থাকায় এ নির্বাচন নতুন মাত্রা পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

চ্যালেঞ্জ-অনিশ্চয়তা যাই থাকুক, সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে সরকার সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তফসিল ঘোষণা করায় কমিশনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে— এ নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে, গণমানুষের মতকে প্রাধান্য দেবে এবং নতুন বাংলাদেশের ভিত্তি আরও সুসংহত করবে।’

বাংলাদেশ নতুন ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে উল্লেখ করে প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘আপনাদের সবার সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে আমরা একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণে সফল হব— এই আমার দৃঢ় বিশ্বাস।’

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

‘সচিবালয় ভাতা’র দাবিতে আন্দোলন: ৫ কর্মকর্তা–কর্মচারী আটক

বাদিউল কবির জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা এবং মোহাম্মদ শাহীন গোলাম রাব্বানী স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। অন্য তিনজন হচ্ছেন— রোমান গাজী, আবু বেলাল ও কামাল হোসেন, তাদের দুজন অফিস সহায়ক। আটকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার

৩ ঘণ্টা আগে

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে যা বললেন সিইসি

১২ মিনিটের ভাষণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানে শহীদদের স্মৃতির শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তির দোয়া করেন তিনি।

৪ ঘণ্টা আগে

নির্বাচনের প্রচারে ২০ দিন সময় পাবেন প্রার্থীরা

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখের বেশি। প্রবাসী বাংলাদেশি ভোটারেরাও পোস্টাল ব্যলটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এখন পর্যন্ত তিন লাখের বেশি প্রবাসী ভোটার ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন।

৫ ঘণ্টা আগে

জোট করলেও নিজ নিজ প্রতীকে নির্বাচন করতে হবে: হাইকোর্ট

এর আগে, গত ২৬ নভেম্বর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব স্ব দলীয় প্রতীকে নির্বাচনের বিধান চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়। রিটে নির্বাচনে নিবন্ধিত একাধিক দল জোটভুক্ত হলেও ভোট করতে হবে নিজ দলের প্রতীকে-এ বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) বাতিল চাওয়া হয়।

৬ ঘণ্টা আগে