আ.লীগ আমলে অবসরপ্রাপ্ত ৭৮ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতির সুপারিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার প্রতিবেদন তুলে দেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক জাকির আহমেদ খান। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতিবঞ্চিত ৭৮ কর্মকর্তার আবেদন আমলে নিয়ে তাদের ভূতাপেক্ষভাবে (আগের কোনো সময় থেকে কার্যকর) পদোন্নতির সুপারিশ করেছে পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটি। এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

বুধবার (২০ আগস্ট) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের হাতে প্রতিবেদনটি তুলে দেন পর্যালোচনা কমিটির আহ্বায়ক সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান।

এটি পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনার পর দ্বিতীয় পর্যায়ের প্রতিবেদন। এর আগে একই কমিটি প্রথম পর্যায়ের প্রতিবেদন জমা দিয়েছিল গত বছরের ১০ ডিসেম্বর।

দ্বিতীয় পর্যায়ের এ প্রতিবেদনে গ্রেড-১ পদে ১২ জন, গ্রেড-২ পদে ৩২ জন ও গ্রেড-৩ পদে ৩৪ জন কর্মকর্তাসহ মোট ৭৮ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া যেতে পারে বলে কমিটি সুপারিশ করেছে।

পদোন্নতির জন্য সুপারিশ করা তথ্য বিশ্লেষণে দেখা যায়, কমিটি ছয়জন কর্মকর্তাকে তিন ধাপ, ১৭ জন কর্মকর্তাকে দুই ধাপ ও ৫৫ জন কর্মকর্তাকে এক ধাপ পদোন্নতির সুপারিশ করেছে।

পর্যালোচনা কমিটি ১৩২ জন কর্মকর্তাকে কমিটি পদোন্নতির সুপারিশ করেনি। তাদের কেন পদোন্নতির সুপারিশ করা হয়নি, প্রতিটি ক্ষেত্রে তার সুনির্দিষ্ট কারণও উল্লেখ করা হয়েছে।

দ্বিতীয় এই ধাপে প্রশাসন ক্যাডার বাদে বাকি সব ক্যাডারের ক্যাডারে তৃতীয় গ্রেড বা তার চেয়ে বেশি পদমর্যাদার বঞ্চিত কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহবান করে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে ৩১৮টি আবেদন জমা পড়ে। এর মধ্যে ৬৮টি আবেদন কমিটির আওতাবহির্ভূত ও ৪০টি আবেদন তথ্যগতভাবে অসম্পূর্ণ হওয়ায় এই ১০৮টি আবেদন বিবেচনা করা সম্ভব হয়নি। কমিটি ১৪টি সভার মাধ্যমে বাকি ২১০টি আবেদন পর্যালোচনা করে এই প্রতিবেদন প্রস্তুত করেছে।

কমিটি বলছে, প্রত্যেক ক্যাডারের আবেদন বিবেচনার সময় কমিটির সভায় সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশাসনিক মন্ত্রণালয়ের লিখিত সুপারিশ, বৈঠকে উপস্থিত প্রতিনিধির মতামত ও আনুষঙ্গিক বিষয়াদি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। পুঙ্খানুপুঙ্খ বিচার-বিশ্লেষণের মাধ্যমে কমিটি সুপারিশ প্রণয়ন করেছে।

এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৪ আগস্ট পর্যন্ত সময়ে চাকরিতে বঞ্চনার শিকার ও একই সময়ে অবসরে যাওয়া কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা করে সুপারিশের জন্য গত বছরের ১৬ সেপ্টেম্বর এই পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছিল।

জাকির আহমেদ খানকে আহ্বায়ক করে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের প্রতিনিধির সমন্বয়ে পাঁচ সদস্যের এই কমিটি দুই ধাপে কার্যক্রম সম্পন্ন করেছে।

কমিটি প্রথম ধাপে উপসচিব ও এর চেয়ে বেশি পদমর্যাদার কর্মকর্তাদের বঞ্চনার আবেদন পর্যালোচনা করে গত বছরের ১০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন দাখিল করে।

ad
ad

খবরাখবর থেকে আরও পড়ুন

ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৯ অক্টোবর, প্রথম পরীক্ষা ২৮ নভেম্বর

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম আগামী ২৯ অক্টোবর দুপুর ১২টায় শুরু হবে। আগামী ১৬ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে অনলাইনে আবেদন কার্যক্রম শেষ হবে।

৯ ঘণ্টা আগে

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। এতে রবিবার (১২ অক্টোবর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।

৯ ঘণ্টা আগে

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

আজ সোমবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এমপিওভুক্ত শিক্ষকদের পক্ষ থেকে এ ঘোষণা দেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

১০ ঘণ্টা আগে

‘অস্থায়ী কারাগার’ প্রসঙ্গে যা বললেন চিফ প্রসিকিউটর

ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে ‘কারাগার’ ঘোষণা করে রবিবার (১২ অক্টোবর) একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রফিতারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়ার পর এ সিদ্ধান্ত এসেছে।

১০ ঘণ্টা আগে